Dhaka 5:29 pm, Wednesday, 1 May 2024

মুজিবনগরে এমপির উপস্থিতে শেষ হল ঈদের জামাত

এমপি প্রাণ গোপাল দত্ত মহোদয়কে স্বাগত ও শুভেচ্ছা জানালো মুজিবনগরবাসী

আজ বৃহস্পতিবার ১১ ই এপ্রিল ২০২৪ইং। মাসব্যাপী সিয়াম সাধনার পর ধর্মপ্রাণ মুসলমানদের গুনাহ মাফের উদ্দেশ্যে ও কবর বাসিদের মাগফেরাত কামনায় ঈদুল ফিতরের জামাতে একত্রিত হন গ্রাম সহ আস-পাশের গ্রামের দেশ বিদেশ থেকে আসা সকল মুসল্লিগন।এর আগে নামাজ আদায়ের জন্য ঈদগাহের মূল ফটকের সামনে শত শত মানুষের জমায়েত হয়। হাজারো মুসল্লি ধারাবাহিক সারিবদ্ধভাবে ঈদগাহে প্রবেশ করেন। নামাজের নির্দিষ্ট সময়ের আগেই কালেমসার শাহী ঈদগাহ পরিপূর্ণ হয়ে যায়।
 সকল শ্রেণি-পেশা-আর্থিক অবস্থান ভুলে পাশাপাশি দাঁড়িয়ে সবাই নামাজ আদায় করেন। নামায শেষে মিলাদ চলাকালিন হঠাৎ ডাঃ প্রাণ গোপাল দত্ত এমপি মহোদয়ের উপস্থিতি মুসল্লিদের মাঝে আনন্দ- উল্লাস উৎফলিত হয়। মুসল্লিরা দাঁড়িয়ে এমপি প্রাণ গোপাল দত্ত মহোদয়কে স্বাগত ও শুভেচ্ছা জানান। পরে এমপি মহোদয় উনার সংক্ষিপ্ত বক্তৃতায় মুসল্লিদের বিভিন্ন দাবির প্রেক্ষিতে বলেন, আমাকে আপনাদের সেবক হিসেবে হুকুম করবেন।আমি আপনাদের উন্নয়নের জন্য দায়িত্ব নিয়েছি, সেবার মন-মানসিকতা নিয়ে কাজ করে যাচ্ছি, আমার জন্য সবাই দোয়া করবেন। সকলের মঙ্গল কামনা করে ওনার বক্তৃতা শেষ করেন।
এ সময় অত্র থানার স্বনামধন্য সংগঠন: উদ্যোগ সামাজিক সংগঠন এর উদ্যোগে গ্রামের হাফেজ ছেলেদের ক্রেস্ট ও নগদ অর্থ উপহার দেয়া হয়। হাফেজ গণ হলেন ১.হাফেজ হাবিবুর রহমান,  পিতা: আবুল বাসার ২. হাফেজ রাকিব হাসান,পিতা: খলিলুর রহমান ৩.হাফেজ সাকিব হাসান,পিতা: খলিলুর রহমান।পরক্ষনেই সংগঠনের উদ্যোক্তা ও সহকর্মীরা সকল মুসল্লীদেরকে উদ্দেশ্য করে বলেন অতীতে আমরা এই ধরনের উদ্বুদ্ধ করন কাজ অনেকবার করেছি,প্রত্যেক বছরই বিভিন্ন দুর্যোগের সময় ত্রান সামগ্রী দিয়েছি, গরিব-দুঃখীদের চিকিৎসা সেবায় এগিয়ে এসেছি, অসহায় পরিবারের কন্যাদের বিয়েতে সহযোগিতা করেছি, রাস্তাঘাট কর্দমা থেকে মুক্ত করতে কংক্রিট দিয়ে বিভিন্ন জায়গা উচু বা সমান করেছি এবং ঈদগাহের সামিয়ানা ও বসার স্থান করে দিয়েছি, ভবিষ্যতেও গ্রামের উন্নয়নসহ শিক্ষামূলক এবং গুণী ব্যক্তিদেরকে সংবর্ধনা দিয়ে গ্রামকে একটি মডেল গ্রাম হিসেবে উপহার দিতে চেষ্টা অব্যাহত থাকবে। এ বিষয়ে গ্রামের গণ্যমান্য ব্যক্তিসহ সকল শ্রেণী-পেশার মানুষ সহযোগিতা করতেছেন। পরে মোনাজাতে দেশের শান্তি, সমৃদ্ধি ও মানুষের সুস্থতা কামনা করে দোয়া করা হয়। মোনাজাত শেষে বুকে বুক মিলিয়ে হৃদয়ের উষ্ণতার ভাগাভাগি করে নেন সবাই।

 

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপডেট সংবাদ

বিকেলে নয়াপল্টনে বিএনপির শ্রমিক সমাবেশ

মুজিবনগরে এমপির উপস্থিতে শেষ হল ঈদের জামাত

Update Time : 08:27:52 pm, Thursday, 11 April 2024
আজ বৃহস্পতিবার ১১ ই এপ্রিল ২০২৪ইং। মাসব্যাপী সিয়াম সাধনার পর ধর্মপ্রাণ মুসলমানদের গুনাহ মাফের উদ্দেশ্যে ও কবর বাসিদের মাগফেরাত কামনায় ঈদুল ফিতরের জামাতে একত্রিত হন গ্রাম সহ আস-পাশের গ্রামের দেশ বিদেশ থেকে আসা সকল মুসল্লিগন।এর আগে নামাজ আদায়ের জন্য ঈদগাহের মূল ফটকের সামনে শত শত মানুষের জমায়েত হয়। হাজারো মুসল্লি ধারাবাহিক সারিবদ্ধভাবে ঈদগাহে প্রবেশ করেন। নামাজের নির্দিষ্ট সময়ের আগেই কালেমসার শাহী ঈদগাহ পরিপূর্ণ হয়ে যায়।
 সকল শ্রেণি-পেশা-আর্থিক অবস্থান ভুলে পাশাপাশি দাঁড়িয়ে সবাই নামাজ আদায় করেন। নামায শেষে মিলাদ চলাকালিন হঠাৎ ডাঃ প্রাণ গোপাল দত্ত এমপি মহোদয়ের উপস্থিতি মুসল্লিদের মাঝে আনন্দ- উল্লাস উৎফলিত হয়। মুসল্লিরা দাঁড়িয়ে এমপি প্রাণ গোপাল দত্ত মহোদয়কে স্বাগত ও শুভেচ্ছা জানান। পরে এমপি মহোদয় উনার সংক্ষিপ্ত বক্তৃতায় মুসল্লিদের বিভিন্ন দাবির প্রেক্ষিতে বলেন, আমাকে আপনাদের সেবক হিসেবে হুকুম করবেন।আমি আপনাদের উন্নয়নের জন্য দায়িত্ব নিয়েছি, সেবার মন-মানসিকতা নিয়ে কাজ করে যাচ্ছি, আমার জন্য সবাই দোয়া করবেন। সকলের মঙ্গল কামনা করে ওনার বক্তৃতা শেষ করেন।
আরও পড়ুন: শপথ নিলেন ময়মনসিংহ ও কুমিল্লা সিটির মেয়র
এ সময় অত্র থানার স্বনামধন্য সংগঠন: উদ্যোগ সামাজিক সংগঠন এর উদ্যোগে গ্রামের হাফেজ ছেলেদের ক্রেস্ট ও নগদ অর্থ উপহার দেয়া হয়। হাফেজ গণ হলেন ১.হাফেজ হাবিবুর রহমান,  পিতা: আবুল বাসার ২. হাফেজ রাকিব হাসান,পিতা: খলিলুর রহমান ৩.হাফেজ সাকিব হাসান,পিতা: খলিলুর রহমান।পরক্ষনেই সংগঠনের উদ্যোক্তা ও সহকর্মীরা সকল মুসল্লীদেরকে উদ্দেশ্য করে বলেন অতীতে আমরা এই ধরনের উদ্বুদ্ধ করন কাজ অনেকবার করেছি,প্রত্যেক বছরই বিভিন্ন দুর্যোগের সময় ত্রান সামগ্রী দিয়েছি, গরিব-দুঃখীদের চিকিৎসা সেবায় এগিয়ে এসেছি, অসহায় পরিবারের কন্যাদের বিয়েতে সহযোগিতা করেছি, রাস্তাঘাট কর্দমা থেকে মুক্ত করতে কংক্রিট দিয়ে বিভিন্ন জায়গা উচু বা সমান করেছি এবং ঈদগাহের সামিয়ানা ও বসার স্থান করে দিয়েছি, ভবিষ্যতেও গ্রামের উন্নয়নসহ শিক্ষামূলক এবং গুণী ব্যক্তিদেরকে সংবর্ধনা দিয়ে গ্রামকে একটি মডেল গ্রাম হিসেবে উপহার দিতে চেষ্টা অব্যাহত থাকবে। এ বিষয়ে গ্রামের গণ্যমান্য ব্যক্তিসহ সকল শ্রেণী-পেশার মানুষ সহযোগিতা করতেছেন। পরে মোনাজাতে দেশের শান্তি, সমৃদ্ধি ও মানুষের সুস্থতা কামনা করে দোয়া করা হয়। মোনাজাত শেষে বুকে বুক মিলিয়ে হৃদয়ের উষ্ণতার ভাগাভাগি করে নেন সবাই।
আরও পড়ুন: পুলিশকে তোয়াক্কা না করে মেম্বারের নেতৃত্বে চলছে জমজমাট জুয়ার আসর