Dhaka 11:00 pm, Tuesday, 21 May 2024

লালপুরে আওয়ামী লীগ নেতাকে গুলি করে হত্যা

নাটোরের লালপুরের গোপালপুরে নর্থ বেঙ্গল সুগার মিলের সিবিএর সাবেক নেতা মনজুর রহমান মঞ্জুকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার গোপালপুর আজিম নগর রেলওয়ে স্টেশন এলাকায় এই ঘটনা ঘটে। মনজুর রহমান মঞ্জু উপজেলার বাহাদিপুর গ্রামের মনোয়ার হোসেনের ছেলে। তিনি গোপালপুর পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি।

আরও পড়ুন:ঝিনাইদহে ভ্যান চালককে পিটিয়ে হত্যা

স্থানীয়রা জানান, রাত সাড়ে ১০টার দিকে মনজুর রহমান মঞ্জু স্টেশন এলাকার রবিউল ইসলামের কনফেকশনারি দোকানে বসে ছিলেন। এ সময় মোটরসাইকেলে করে কয়েকজন সন্ত্রাসী এসে মঞ্জুকে গুলি করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গোপালপুর মুক্তার জেনারেল বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসিম আহমেদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে পুলিশের কয়েকটি দল কাজ শুরু করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পূর্ব বিরোধের জেরে মঞ্জুরকে হত্যা করা হয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপডেট সংবাদ

লালপুরে আওয়ামী লীগ নেতাকে গুলি করে হত্যা

Update Time : 10:32:09 am, Wednesday, 1 May 2024

নাটোরের লালপুরের গোপালপুরে নর্থ বেঙ্গল সুগার মিলের সিবিএর সাবেক নেতা মনজুর রহমান মঞ্জুকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার গোপালপুর আজিম নগর রেলওয়ে স্টেশন এলাকায় এই ঘটনা ঘটে। মনজুর রহমান মঞ্জু উপজেলার বাহাদিপুর গ্রামের মনোয়ার হোসেনের ছেলে। তিনি গোপালপুর পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি।

আরও পড়ুন:ঝিনাইদহে ভ্যান চালককে পিটিয়ে হত্যা

স্থানীয়রা জানান, রাত সাড়ে ১০টার দিকে মনজুর রহমান মঞ্জু স্টেশন এলাকার রবিউল ইসলামের কনফেকশনারি দোকানে বসে ছিলেন। এ সময় মোটরসাইকেলে করে কয়েকজন সন্ত্রাসী এসে মঞ্জুকে গুলি করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গোপালপুর মুক্তার জেনারেল বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসিম আহমেদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে পুলিশের কয়েকটি দল কাজ শুরু করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পূর্ব বিরোধের জেরে মঞ্জুরকে হত্যা করা হয়েছে।