Dhaka 1:24 am, Wednesday, 22 May 2024

কুমিল্লায় অন্তঃসত্ত্বা গৃহবধূকে জবাই করে হত্যা

কুমিল্লার মুরাদনগর উপজেলায় যৌতুকলোভী স্বামীর বিরুদ্ধে শিল্পী আক্তার (২১) নামে এক অন্তঃসত্ত্বা গৃহবধুকে জবাই করে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় পুলিশ ঘাতক স্বামী গিয়াস উদ্দিনের বাবা মালু মিয়া ও মা জোহরা খাতুনসহ ৫ জনকে আটক করেছে। ঘটনার পর থেকে ঘাতক স্বামী গিয়াস উদ্দিন (২৮) পলাতক রয়েছে। সোমবার সকাল আনুমানিক ১০টার দিকে উপজেলার সদর ইউনিয়নের মধ্যনগর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিল্পী আক্তার উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন টনকি গ্রামের রুক্কু মিয়ার মেয়ে। এ ঘটনায় সোমবার রাতে শিল্পী আক্তারের বাবা রুক্কু মিয়া বাদী হয়ে নামধারী ৬জনসহ অজ্ঞাতনামা আরো ৪/৫ জনের বিরুদ্ধে মুরাদনগর থানায় একটি অভিযোগ দিয়েছেন।

আরো পড়ুন:কুমিল্লায় মাদক সম্রাট সাদ্দাম গ্রেপ্তার

নিহতের মা সুরাইয়া বেগম (৫৫) কান্না জড়িত কন্ঠে বলেন, গত দশ মাস পূর্বে পারিবারিক ভাবে গিয়াস উদ্দিনের সাথে আমার মেয়ে শিল্পী আক্তারের বিয়ে হয় এবং সে চার মাসের গর্ভবতী। বিয়ের পর থেকেই গিয়াস উদ্দিন টাকা দেওয়ার জন্য বারবার চাপ দিচ্ছিল। টাকা না দিলে প্রায়ই আমার মেয়েকে মারধর করতো। যদি জানতাম কলিজার টুকরাকে জবাই করে হত্যা করবে, তাইলে তার সংসারে আমার মেয়েকে দিতাম না।

আরো পড়ুন:কুমিল্লায় গণধর্ষণ মামলায় তিন আসামী গ্রেফতার

জানা যায়, স্বামী স্ত্রীর মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে ঝগড়ায় জড়িয়ে পড়ে। পরে ঘরের দরজা বন্ধ করে স্ত্রীর গলা কেটে হত্যা করেন স্বামী। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রক্তাক্ত অবস্থায় শিল্পী আক্তারকে উদ্ধার করে। পরে ময়না তদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

আরো পড়ুন:কুমিল্লায় ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

মুরাদনগর থানার ওসি প্রভাষ চন্দ্র ধর বলেন, এ ঘটনায় ঘাতক স্বামী গিয়াস উদ্দিনের মা-বাবাসহ ৫ জনকে আটক করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন। আমরা ঘাতক স্বামী গিয়াস উদ্দিনসহ অপর আসামীদের গ্রেফতারের চেষ্টা চালিয়ে যাচ্ছি।

One thought on “কুমিল্লায় অন্তঃসত্ত্বা গৃহবধূকে জবাই করে হত্যা

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপডেট সংবাদ

কুমিল্লায় অন্তঃসত্ত্বা গৃহবধূকে জবাই করে হত্যা

Update Time : 03:22:36 pm, Tuesday, 30 April 2024

কুমিল্লার মুরাদনগর উপজেলায় যৌতুকলোভী স্বামীর বিরুদ্ধে শিল্পী আক্তার (২১) নামে এক অন্তঃসত্ত্বা গৃহবধুকে জবাই করে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় পুলিশ ঘাতক স্বামী গিয়াস উদ্দিনের বাবা মালু মিয়া ও মা জোহরা খাতুনসহ ৫ জনকে আটক করেছে। ঘটনার পর থেকে ঘাতক স্বামী গিয়াস উদ্দিন (২৮) পলাতক রয়েছে। সোমবার সকাল আনুমানিক ১০টার দিকে উপজেলার সদর ইউনিয়নের মধ্যনগর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিল্পী আক্তার উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন টনকি গ্রামের রুক্কু মিয়ার মেয়ে। এ ঘটনায় সোমবার রাতে শিল্পী আক্তারের বাবা রুক্কু মিয়া বাদী হয়ে নামধারী ৬জনসহ অজ্ঞাতনামা আরো ৪/৫ জনের বিরুদ্ধে মুরাদনগর থানায় একটি অভিযোগ দিয়েছেন।

আরো পড়ুন:কুমিল্লায় মাদক সম্রাট সাদ্দাম গ্রেপ্তার

নিহতের মা সুরাইয়া বেগম (৫৫) কান্না জড়িত কন্ঠে বলেন, গত দশ মাস পূর্বে পারিবারিক ভাবে গিয়াস উদ্দিনের সাথে আমার মেয়ে শিল্পী আক্তারের বিয়ে হয় এবং সে চার মাসের গর্ভবতী। বিয়ের পর থেকেই গিয়াস উদ্দিন টাকা দেওয়ার জন্য বারবার চাপ দিচ্ছিল। টাকা না দিলে প্রায়ই আমার মেয়েকে মারধর করতো। যদি জানতাম কলিজার টুকরাকে জবাই করে হত্যা করবে, তাইলে তার সংসারে আমার মেয়েকে দিতাম না।

আরো পড়ুন:কুমিল্লায় গণধর্ষণ মামলায় তিন আসামী গ্রেফতার

জানা যায়, স্বামী স্ত্রীর মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে ঝগড়ায় জড়িয়ে পড়ে। পরে ঘরের দরজা বন্ধ করে স্ত্রীর গলা কেটে হত্যা করেন স্বামী। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রক্তাক্ত অবস্থায় শিল্পী আক্তারকে উদ্ধার করে। পরে ময়না তদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

আরো পড়ুন:কুমিল্লায় ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

মুরাদনগর থানার ওসি প্রভাষ চন্দ্র ধর বলেন, এ ঘটনায় ঘাতক স্বামী গিয়াস উদ্দিনের মা-বাবাসহ ৫ জনকে আটক করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন। আমরা ঘাতক স্বামী গিয়াস উদ্দিনসহ অপর আসামীদের গ্রেফতারের চেষ্টা চালিয়ে যাচ্ছি।