Dhaka 11:16 am, Wednesday, 8 May 2024

বিএনপির ভবন খোলাটা সঠিক হয়নি মেজর হাফিজ

বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, ক্ষমতায় থাকাকালে বিএনপির রাজনীতি নিয়ন্ত্রণে ‘ভবন খোলা সঠিক হয়নি।’ তবে বিএনপির তুলনায় আওয়ামী লীগের সময়ে অনেক বেশি দুর্নীতি হয়েছে বলে মনে করেন তিনি। শুক্রবার ডয়চে ভেলের এক টকশোতে এসব কথা বলেন তিনি৷ বিএনপি ক্ষমতায় থাকাকালে আওয়ামী লীগের কয়েকজন শীর্ষ নেতার খুনের ঘটনা, ২১ আগস্টের গ্রেনেড হামলা, দুর্নীতি এবং একটি ভবনকে অনেক কিছুর কেন্দ্রে পরিণত করা নিয়ে সঞ্চালক প্রশ্ন করেন তাকে৷

আরো পড়ুন:দিল্লির অধীনস্ত হওয়ার জন্য মুক্তিযুদ্ধ হয়নি : মেজর হাফিজ

উত্তরে দলটির অন্যতম জ্যেষ্ঠ এই রাজনীতিবিদ বলেন, আপনি যেসব ভুলের কথা বলেছেন, ভবনের কথা বলেছেন, গ্রেনেড হামলার কথা বলেছেন, এগুলো অবশ্যই নিন্দনীয়৷ আমি এখনো তার নিন্দা করি, সারা জীবন নিন্দা করবো৷ এই ভবন খোলাটা সঠিক হয়নি এটা বলতে আমার কোনো দ্বিধা নেই৷ তবে ২০০৪ সালের ২১শে আগস্ট আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলার সাথে একটি ধর্মান্ধ দল জড়িত ছিল এবং বিএনপির তাতে সম্পৃক্ততা ছিল না বলে উল্লেখ করেন তিনি৷

আরো পড়ুন:বিএনপি দাসত্ব করে ক্ষমতা পাওয়ার জন্য : ওবায়দুল কাদের

এদিকে, গত নির্বাচনের আগে নতুন দল গঠনের বিষয়ে জানতে চাইলে হাফিজ উদ্দিন আহমদ জানান, সে সময়ে তিনি বিএনপির রাজনীতি থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছিলেন৷ সেই প্রেক্ষাপটে ক্ষমতাসীন আওয়ামী লীগের কেউ কেউ তার সাথে যোগাযোগ করেছিল৷ তিনি বলেন, আমি কখনো তাদেরকে বলিনি যে, আমি বিএনপি ত্যাগ করবো৷ সর্বশেষ জাতীয় নির্বাচনে বিএনপির অংশগ্রহণ না করার বিষয়টিও সঠিক বলে মনে করেন তিনি৷ বিএনপির ভাইস চেয়ারম্যানের দায়িত্বে থাকা এই রাজনীতিবিদ বলেন, জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন যদি সুপারভাইজ করতো তাহলে নির্বাচন সুষ্ঠু হতো এবং সেই নির্বাচনে বিএনপি জয়ী হতে পারতো৷

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপডেট সংবাদ

বিএনপির ভবন খোলাটা সঠিক হয়নি মেজর হাফিজ

Update Time : 12:54:14 pm, Saturday, 27 April 2024

বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, ক্ষমতায় থাকাকালে বিএনপির রাজনীতি নিয়ন্ত্রণে ‘ভবন খোলা সঠিক হয়নি।’ তবে বিএনপির তুলনায় আওয়ামী লীগের সময়ে অনেক বেশি দুর্নীতি হয়েছে বলে মনে করেন তিনি। শুক্রবার ডয়চে ভেলের এক টকশোতে এসব কথা বলেন তিনি৷ বিএনপি ক্ষমতায় থাকাকালে আওয়ামী লীগের কয়েকজন শীর্ষ নেতার খুনের ঘটনা, ২১ আগস্টের গ্রেনেড হামলা, দুর্নীতি এবং একটি ভবনকে অনেক কিছুর কেন্দ্রে পরিণত করা নিয়ে সঞ্চালক প্রশ্ন করেন তাকে৷

আরো পড়ুন:দিল্লির অধীনস্ত হওয়ার জন্য মুক্তিযুদ্ধ হয়নি : মেজর হাফিজ

উত্তরে দলটির অন্যতম জ্যেষ্ঠ এই রাজনীতিবিদ বলেন, আপনি যেসব ভুলের কথা বলেছেন, ভবনের কথা বলেছেন, গ্রেনেড হামলার কথা বলেছেন, এগুলো অবশ্যই নিন্দনীয়৷ আমি এখনো তার নিন্দা করি, সারা জীবন নিন্দা করবো৷ এই ভবন খোলাটা সঠিক হয়নি এটা বলতে আমার কোনো দ্বিধা নেই৷ তবে ২০০৪ সালের ২১শে আগস্ট আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলার সাথে একটি ধর্মান্ধ দল জড়িত ছিল এবং বিএনপির তাতে সম্পৃক্ততা ছিল না বলে উল্লেখ করেন তিনি৷

আরো পড়ুন:বিএনপি দাসত্ব করে ক্ষমতা পাওয়ার জন্য : ওবায়দুল কাদের

এদিকে, গত নির্বাচনের আগে নতুন দল গঠনের বিষয়ে জানতে চাইলে হাফিজ উদ্দিন আহমদ জানান, সে সময়ে তিনি বিএনপির রাজনীতি থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছিলেন৷ সেই প্রেক্ষাপটে ক্ষমতাসীন আওয়ামী লীগের কেউ কেউ তার সাথে যোগাযোগ করেছিল৷ তিনি বলেন, আমি কখনো তাদেরকে বলিনি যে, আমি বিএনপি ত্যাগ করবো৷ সর্বশেষ জাতীয় নির্বাচনে বিএনপির অংশগ্রহণ না করার বিষয়টিও সঠিক বলে মনে করেন তিনি৷ বিএনপির ভাইস চেয়ারম্যানের দায়িত্বে থাকা এই রাজনীতিবিদ বলেন, জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন যদি সুপারভাইজ করতো তাহলে নির্বাচন সুষ্ঠু হতো এবং সেই নির্বাচনে বিএনপি জয়ী হতে পারতো৷