Dhaka 6:20 pm, Saturday, 18 May 2024

আদমদীঘিতে বৃষ্টির আশায় ব্যতিক্রম ব্যাঙের বিয়ে

সারাদেশে যখন তীব্র রোদ ও তাপদাহে অতিষ্ঠ যখন জন জীবন ঠিক তখন বৃষ্টির আশায় ব্যাঙ-ব্যাঙের বিয়ের আয়োজন করা হয়েছে বগুড়ার আদমদীঘিতে। ঢাক, ঢোল, সানাই বাজিয়ে, বরণ ডালা সাজিয়ে ও বিভিন্ন আঞ্চলিক গান গেয়ে বৃষ্টির আশায় সাজ রব ও নেচেছেন আয়োজকরা। উপজেলার সদর মাঝিপাড়া গ্রামে হিন্দু ধর্মাবলম্বীরা ব্যাঙ-ব্যাঙের বিয়ের আয়োজন করেছে। বৃহস্পতিবার (৩ মে) রাতে ধর্মীয় রীতি অনুযায়ী মাঝিপাড়া গ্রামের হিমো সাধুর বাড়িতে ছায়া মন্ডব তৈরি, প্রদীপ প্রজ্জ্বলন, চলন ডালা প্রজ্জ্বলন এবং ঘণ্টা ও বাদ্যযন্ত্র বাজানো হয়।

আরো পড়ুন:আদমদীঘিতে উপজেলা নির্বাচনে ১০ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা

খেলা বিয়েতে ছেলে ব্যাঙের নাম আকাশ এবং মেয়ে ব্যাঙের নাম বৃষ্টি। বিয়ের অনুষ্ঠান শেষে বর যাত্রী দুটি ব্যাঙ নিয়ে গোটা গ্রাম প্রদক্ষিণ করার পর ছায়া মন্ডব প্রাঙ্গণে বর ও কনে পক্ষের প্রায় দুই শতাধিক মানুষের জন্য ভোজের আয়োজন করা হয়। বঙ্গ-বঙ্গচির বিয়ের আয়োজনকারী রানী সরকার  সনেকা বালা, চন্দনা রানী, তাপসী রানী, অলোকা রানী, কুমারী অন্নেশা, কুমারী রিয়া, কুমারী সয়া জানান, চলমান তাপ প্রবাহে মানুষ স্বস্তিতে কাজ করতে পারছে না। আগেকার দিনে ব্যাগ বিয়ে হলে বৃষ্টি হবে এই বিশ্বাসের ভিত্তিতে ব্যাগ ম্যারেজ আয়োজন করা হয়েছে। এ বিষয়ে প্রবীণ নারী নিশা বালা সরকার জানান, তীব্র গরমে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। মানুষের স্বাভাবিক জীবন যাত্রা ব্যাহত হয়েছে। আগেকার দিনে দাদারা বৃষ্টির আশায় বিয়েতে ব্যাঙ দিতেন। সেই বিশ্বাস থেকেই প্রচন্ড গরম ও বৃষ্টি থেকে মুক্তির আশায় এমন ব্যতিক্রমী বিয়ের আয়োজন করা হয়।

One thought on “আদমদীঘিতে বৃষ্টির আশায় ব্যতিক্রম ব্যাঙের বিয়ে

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপডেট সংবাদ

আদমদীঘিতে বৃষ্টির আশায় ব্যতিক্রম ব্যাঙের বিয়ে

Update Time : 03:48:09 pm, Saturday, 4 May 2024

সারাদেশে যখন তীব্র রোদ ও তাপদাহে অতিষ্ঠ যখন জন জীবন ঠিক তখন বৃষ্টির আশায় ব্যাঙ-ব্যাঙের বিয়ের আয়োজন করা হয়েছে বগুড়ার আদমদীঘিতে। ঢাক, ঢোল, সানাই বাজিয়ে, বরণ ডালা সাজিয়ে ও বিভিন্ন আঞ্চলিক গান গেয়ে বৃষ্টির আশায় সাজ রব ও নেচেছেন আয়োজকরা। উপজেলার সদর মাঝিপাড়া গ্রামে হিন্দু ধর্মাবলম্বীরা ব্যাঙ-ব্যাঙের বিয়ের আয়োজন করেছে। বৃহস্পতিবার (৩ মে) রাতে ধর্মীয় রীতি অনুযায়ী মাঝিপাড়া গ্রামের হিমো সাধুর বাড়িতে ছায়া মন্ডব তৈরি, প্রদীপ প্রজ্জ্বলন, চলন ডালা প্রজ্জ্বলন এবং ঘণ্টা ও বাদ্যযন্ত্র বাজানো হয়।

আরো পড়ুন:আদমদীঘিতে উপজেলা নির্বাচনে ১০ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা

খেলা বিয়েতে ছেলে ব্যাঙের নাম আকাশ এবং মেয়ে ব্যাঙের নাম বৃষ্টি। বিয়ের অনুষ্ঠান শেষে বর যাত্রী দুটি ব্যাঙ নিয়ে গোটা গ্রাম প্রদক্ষিণ করার পর ছায়া মন্ডব প্রাঙ্গণে বর ও কনে পক্ষের প্রায় দুই শতাধিক মানুষের জন্য ভোজের আয়োজন করা হয়। বঙ্গ-বঙ্গচির বিয়ের আয়োজনকারী রানী সরকার  সনেকা বালা, চন্দনা রানী, তাপসী রানী, অলোকা রানী, কুমারী অন্নেশা, কুমারী রিয়া, কুমারী সয়া জানান, চলমান তাপ প্রবাহে মানুষ স্বস্তিতে কাজ করতে পারছে না। আগেকার দিনে ব্যাগ বিয়ে হলে বৃষ্টি হবে এই বিশ্বাসের ভিত্তিতে ব্যাগ ম্যারেজ আয়োজন করা হয়েছে। এ বিষয়ে প্রবীণ নারী নিশা বালা সরকার জানান, তীব্র গরমে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। মানুষের স্বাভাবিক জীবন যাত্রা ব্যাহত হয়েছে। আগেকার দিনে দাদারা বৃষ্টির আশায় বিয়েতে ব্যাঙ দিতেন। সেই বিশ্বাস থেকেই প্রচন্ড গরম ও বৃষ্টি থেকে মুক্তির আশায় এমন ব্যতিক্রমী বিয়ের আয়োজন করা হয়।