Dhaka 1:34 am, Friday, 10 May 2024

ধানমন্ডিতে ডিবি সেজে চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার ২

রাজধানীর ধানমন্ডিতে পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) সদস্য সেজে চাঁদাবাজির অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বুধবার রাতে ধানমন্ডির নম্বর রোডের একটি রেস্তোরাঁ বিউটি পার্লার থেকে এই দুই ব্যক্তিকে আটক করে পুলিশ। চাঁদাবাজির অভিযোগে আজ বৃহস্পতিবার সকালে দুজনের বিরুদ্ধে ধানমন্ডি থানায় মামলা হয়। এই মামলায় তাঁদের গ্রেপ্তার দেখানো হয়েছে।

আরো পড়ুন……চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর হওয়ার জন্য প্রধানমন্ত্রীর নির্দেশ

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন তারেক আজিজ (৪৫) ও তাঁর সহযোগী আক্কাস আলী (৪৫)।পুলিশের ধানমন্ডি অঞ্চলের জ্যেষ্ঠ সহকারী কমিশনার আবু তালেব বলেন, পাঁচ দিন করে রিমান্ডের আবেদন জানিয়ে আজ দুজনকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে পাঠানো হয়েছে।পুলিশ জানায়, তারেক-আক্কাসসহ দুই থেকে তিন সহযোগীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে মামলাটি করেছেন সৈয়দা জেসমিন করিম নামের এক যুক্তরাষ্ট্রপ্রবাসী। ধানমন্ডি ৫ নম্বর রোডের ২৯/এ নম্বর বাড়ির নিচতলায় তাঁর রেস্তোরাঁ ও বিউটি পার্লার আছে। ভবনের দোতলায় তিনি থাকেন। গতকাল এই রেস্তোরাঁ ও বিউটি পার্লার থেকেই দুই ব্যক্তিকে আটক করা হয়। তাঁদের কাছ থেকে একটি ওয়াকি টকি, ডিবির জ্যাকেট সাদৃশ্য একটি পোশাক ও বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন লেখা একটি নোটবুক জব্দ করা হয়েছে। মামলার এজাহারের বরাত দিয়ে পুলিশ জানায়, গতকাল সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তারেক ও আক্কাস তৃতীয় দফায় ধানমন্ডির রেস্তোরাঁটিতে ডিবি সেজে চাঁদাবাজি করতে যান।

আরো পড়ুন……রোজায় দাম নিয়ন্ত্রণে বন্ধ করতে হবে সিন্ডিকেট-চাঁদাবাজি

এ সময় রেস্তোরাঁমালিক জেসমিনের পরামর্শে তাঁর কর্মচারীরা দুজনকে একটি কক্ষে আটকে ফেলেন। জেসমিন ধানমন্ডি থানা ও ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা (ডিবি) বিভাগে ফোন করে ঘটনা জানান। ধানমন্ডি থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুজনকে আটক করে। মামলার এজাহারে আরও বলা হয়, গত ১০ মার্চ রাত সাড়ে ১০টার দিকে তারেক-আক্কাস রেস্তোরাঁ ও বিউটি পারলারটিতে যান। তারেক নিজেকে ডিবির সদস্য বলে পরিচয় দেন। আক্কাস নিজেকে ধানমন্ডি থানার উপপরিদর্শক (এসআই) ফারুক বলে পরিচয় দেন। সেদিন তাঁরা রেস্তোরাঁ ও বিউটি পার্লারের লাইসেন্স দেখতে চান। সেগুলোর ছবি তুলে নেন। একপর্যায়ে পার্লারে ঢুকে ক্যাশ থেকে ৯০ হাজার টাকা নিয়ে নেন। এরপর তাঁরা জেসমিনের দ্বিতীয় তলার বাসায় তল্লাশি চালান। জেসমিন তাঁদের পরিচয়পত্র দেখতে চাইলে তাঁরা বলেন, পোশাক ও ওয়্যারলেস সেট দেখেই তো বোঝা যায়। তারেক-আক্কাস দ্বিতীয় দফায় ১২ মার্চ আবার রেস্তোরাঁটিতে যান। তাঁরা জেসমিনের কাছ থেকে তাঁর আইফোন কেড়ে নেন। গতকাল রাতে তাঁরা আবার রেস্তোরাঁ ও বিউটি পার্লারে চাঁদাবাজি করতে যান।

পুলিশের ধানমন্ডি অঞ্চলের জ্যেষ্ঠ সহকারী কমিশনার আবু তালেব বলেন, গ্রেপ্তার ব্যক্তিরা প্রতারক, চাঁদাবাজ। গ্রেপ্তার হওয়ার পর তারেক নিজেকে আইনজীবী বলে পরিচয় দিচ্ছেন। রিমান্ডে নিয়ে দুজনকে জিজ্ঞাসাবাদ করা দরকার। এ জন্য রিমান্ডের আবেদন জানানো হয়েছে।

 

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপডেট সংবাদ

ধানমন্ডিতে ডিবি সেজে চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার ২

Update Time : 03:17:08 pm, Thursday, 21 March 2024

রাজধানীর ধানমন্ডিতে পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) সদস্য সেজে চাঁদাবাজির অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বুধবার রাতে ধানমন্ডির নম্বর রোডের একটি রেস্তোরাঁ বিউটি পার্লার থেকে এই দুই ব্যক্তিকে আটক করে পুলিশ। চাঁদাবাজির অভিযোগে আজ বৃহস্পতিবার সকালে দুজনের বিরুদ্ধে ধানমন্ডি থানায় মামলা হয়। এই মামলায় তাঁদের গ্রেপ্তার দেখানো হয়েছে।

আরো পড়ুন……চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর হওয়ার জন্য প্রধানমন্ত্রীর নির্দেশ

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন তারেক আজিজ (৪৫) ও তাঁর সহযোগী আক্কাস আলী (৪৫)।পুলিশের ধানমন্ডি অঞ্চলের জ্যেষ্ঠ সহকারী কমিশনার আবু তালেব বলেন, পাঁচ দিন করে রিমান্ডের আবেদন জানিয়ে আজ দুজনকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে পাঠানো হয়েছে।পুলিশ জানায়, তারেক-আক্কাসসহ দুই থেকে তিন সহযোগীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে মামলাটি করেছেন সৈয়দা জেসমিন করিম নামের এক যুক্তরাষ্ট্রপ্রবাসী। ধানমন্ডি ৫ নম্বর রোডের ২৯/এ নম্বর বাড়ির নিচতলায় তাঁর রেস্তোরাঁ ও বিউটি পার্লার আছে। ভবনের দোতলায় তিনি থাকেন। গতকাল এই রেস্তোরাঁ ও বিউটি পার্লার থেকেই দুই ব্যক্তিকে আটক করা হয়। তাঁদের কাছ থেকে একটি ওয়াকি টকি, ডিবির জ্যাকেট সাদৃশ্য একটি পোশাক ও বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন লেখা একটি নোটবুক জব্দ করা হয়েছে। মামলার এজাহারের বরাত দিয়ে পুলিশ জানায়, গতকাল সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তারেক ও আক্কাস তৃতীয় দফায় ধানমন্ডির রেস্তোরাঁটিতে ডিবি সেজে চাঁদাবাজি করতে যান।

আরো পড়ুন……রোজায় দাম নিয়ন্ত্রণে বন্ধ করতে হবে সিন্ডিকেট-চাঁদাবাজি

এ সময় রেস্তোরাঁমালিক জেসমিনের পরামর্শে তাঁর কর্মচারীরা দুজনকে একটি কক্ষে আটকে ফেলেন। জেসমিন ধানমন্ডি থানা ও ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা (ডিবি) বিভাগে ফোন করে ঘটনা জানান। ধানমন্ডি থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুজনকে আটক করে। মামলার এজাহারে আরও বলা হয়, গত ১০ মার্চ রাত সাড়ে ১০টার দিকে তারেক-আক্কাস রেস্তোরাঁ ও বিউটি পারলারটিতে যান। তারেক নিজেকে ডিবির সদস্য বলে পরিচয় দেন। আক্কাস নিজেকে ধানমন্ডি থানার উপপরিদর্শক (এসআই) ফারুক বলে পরিচয় দেন। সেদিন তাঁরা রেস্তোরাঁ ও বিউটি পার্লারের লাইসেন্স দেখতে চান। সেগুলোর ছবি তুলে নেন। একপর্যায়ে পার্লারে ঢুকে ক্যাশ থেকে ৯০ হাজার টাকা নিয়ে নেন। এরপর তাঁরা জেসমিনের দ্বিতীয় তলার বাসায় তল্লাশি চালান। জেসমিন তাঁদের পরিচয়পত্র দেখতে চাইলে তাঁরা বলেন, পোশাক ও ওয়্যারলেস সেট দেখেই তো বোঝা যায়। তারেক-আক্কাস দ্বিতীয় দফায় ১২ মার্চ আবার রেস্তোরাঁটিতে যান। তাঁরা জেসমিনের কাছ থেকে তাঁর আইফোন কেড়ে নেন। গতকাল রাতে তাঁরা আবার রেস্তোরাঁ ও বিউটি পার্লারে চাঁদাবাজি করতে যান।

পুলিশের ধানমন্ডি অঞ্চলের জ্যেষ্ঠ সহকারী কমিশনার আবু তালেব বলেন, গ্রেপ্তার ব্যক্তিরা প্রতারক, চাঁদাবাজ। গ্রেপ্তার হওয়ার পর তারেক নিজেকে আইনজীবী বলে পরিচয় দিচ্ছেন। রিমান্ডে নিয়ে দুজনকে জিজ্ঞাসাবাদ করা দরকার। এ জন্য রিমান্ডের আবেদন জানানো হয়েছে।