Dhaka 11:55 am, Saturday, 27 April 2024

মধ্যনগরে চেয়ারম্যানসহ ৩ ইউপি সদস্য সাময়িক বরখাস্ত

সুনামগঞ্জের মধ্যনগরে আপোষ অযোগ্য লোমহর্ষক, চাঞ্চল্যকর ও বহুল আলোচিত সুজন হত্যাকান্ডের মামলা ধাপাচাপা দেয়ার চেষ্টা করায় উপজেলার সদর ইউনিয়নের চেয়ারম্যান সঞ্জিব রঞ্জন তালুকদারসহ ৩ ইউপি সদস্য সাময়িক বরখাস্ত করা হয়েছে।

আরো পড়ুন:মধ্যনগরে ঐতিহাসিক ৭মার্চ উপলক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

গত মঙ্গলবার(৫ই মার্চ) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণায়ের স্থানীয় সরকার বিভাগের ইউপি-১ শাখার সিনিয়র সহকারী সচিব এ, কে, এম আনিসুজ্জামান রাষ্ট্রপতির আদেশক্রমে এ প্রজ্ঞাপন জারি করেন। প্রজ্ঞাপন সূত্রে জানা গেছে, উপজেলার মধ্যনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সঞ্জিব রঞ্জন তালুকদার ও একই ইউনিয়নের ২নং ওয়ার্ডের ইউপি সদস্য প্রাণগোপাল চৌধুরী, ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য সুমন চন্দ্র বর্মন ও পার্শ্ববর্তী চামরদানী ইউনিয়ন পরিষদের ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য নুরুল ইসলাম নুরু কে বরখাস্ত করা হয়েছে। আপোষ অযোগ্য হত্যা মামলার মীমাংসার জন্য তাদের দাপ্তরিক সীল ও স্বাক্ষর দিয়ে লোমহর্ষক ও চাঞ্চল্যকর হত্যাকান্ডের ঘটনাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করায় জেলা প্রশাসকের সুপারিশ মোতাবেক স্থানীয় সরকার বিভাগ গত ৫ মার্চ ১৯৫ নং প্রজ্ঞাপনে তাদের সাময়িক বরখাস্ত করে। এর সাথে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ৩৪(৪)(খ)(ঘ) ধারা অনুযায়ী তাদেরকে ওই পদ হতে কেন চূড়ান্তভাবে অপসারণ করা হবে না, তার জবাব পত্র প্রাপ্তির ১০ দিনের মধ্যে জেলা প্রশাসকের মাধ্যমে স্থানীয় সরকার বিভাগে প্রেরণ ও নিশ্চিকরণের জন্য নির্দেশ দেওয়া হয়।

আরো পড়ুন:মধ্যনগর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আব্দুর রাজ্জাকের জনসংযোগ

এর পূর্বে জেলা দায়েরা জজ আদালত এ বিষয়ে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের জন্য জেলার স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালককে নির্দেশ প্রদান করেন। এ বিষয়ে জানতে চেয়ে অভিযুক্ত চেয়ারম্যান সঞ্জিব রঞ্জন তালুকদারকে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করলে তার ফোন বন্ধ পাওয়া যায়।

আরো পড়ুন:মধ্যনগরে জোয়ারের পানিতে ডুবতে পারে কৃষকের ধান

উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) অতীশ দর্শী চাকমা জানান, “আমি সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সঞ্জিব রঞ্জন তালুকদারসহ ৩ ইউপি সদস্যকে সাময়িক বরখাস্তের বিষয়ে একটি প্রজ্ঞাপন পেয়েছি। এ বিষয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।”

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

মধ্যনগরে চেয়ারম্যানসহ ৩ ইউপি সদস্য সাময়িক বরখাস্ত

Update Time : 06:52:24 pm, Thursday, 7 March 2024

সুনামগঞ্জের মধ্যনগরে আপোষ অযোগ্য লোমহর্ষক, চাঞ্চল্যকর ও বহুল আলোচিত সুজন হত্যাকান্ডের মামলা ধাপাচাপা দেয়ার চেষ্টা করায় উপজেলার সদর ইউনিয়নের চেয়ারম্যান সঞ্জিব রঞ্জন তালুকদারসহ ৩ ইউপি সদস্য সাময়িক বরখাস্ত করা হয়েছে।

আরো পড়ুন:মধ্যনগরে ঐতিহাসিক ৭মার্চ উপলক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

গত মঙ্গলবার(৫ই মার্চ) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণায়ের স্থানীয় সরকার বিভাগের ইউপি-১ শাখার সিনিয়র সহকারী সচিব এ, কে, এম আনিসুজ্জামান রাষ্ট্রপতির আদেশক্রমে এ প্রজ্ঞাপন জারি করেন। প্রজ্ঞাপন সূত্রে জানা গেছে, উপজেলার মধ্যনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সঞ্জিব রঞ্জন তালুকদার ও একই ইউনিয়নের ২নং ওয়ার্ডের ইউপি সদস্য প্রাণগোপাল চৌধুরী, ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য সুমন চন্দ্র বর্মন ও পার্শ্ববর্তী চামরদানী ইউনিয়ন পরিষদের ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য নুরুল ইসলাম নুরু কে বরখাস্ত করা হয়েছে। আপোষ অযোগ্য হত্যা মামলার মীমাংসার জন্য তাদের দাপ্তরিক সীল ও স্বাক্ষর দিয়ে লোমহর্ষক ও চাঞ্চল্যকর হত্যাকান্ডের ঘটনাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করায় জেলা প্রশাসকের সুপারিশ মোতাবেক স্থানীয় সরকার বিভাগ গত ৫ মার্চ ১৯৫ নং প্রজ্ঞাপনে তাদের সাময়িক বরখাস্ত করে। এর সাথে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ৩৪(৪)(খ)(ঘ) ধারা অনুযায়ী তাদেরকে ওই পদ হতে কেন চূড়ান্তভাবে অপসারণ করা হবে না, তার জবাব পত্র প্রাপ্তির ১০ দিনের মধ্যে জেলা প্রশাসকের মাধ্যমে স্থানীয় সরকার বিভাগে প্রেরণ ও নিশ্চিকরণের জন্য নির্দেশ দেওয়া হয়।

আরো পড়ুন:মধ্যনগর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আব্দুর রাজ্জাকের জনসংযোগ

এর পূর্বে জেলা দায়েরা জজ আদালত এ বিষয়ে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের জন্য জেলার স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালককে নির্দেশ প্রদান করেন। এ বিষয়ে জানতে চেয়ে অভিযুক্ত চেয়ারম্যান সঞ্জিব রঞ্জন তালুকদারকে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করলে তার ফোন বন্ধ পাওয়া যায়।

আরো পড়ুন:মধ্যনগরে জোয়ারের পানিতে ডুবতে পারে কৃষকের ধান

উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) অতীশ দর্শী চাকমা জানান, “আমি সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সঞ্জিব রঞ্জন তালুকদারসহ ৩ ইউপি সদস্যকে সাময়িক বরখাস্তের বিষয়ে একটি প্রজ্ঞাপন পেয়েছি। এ বিষয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।”