Dhaka 6:40 am, Thursday, 9 May 2024

গাইবান্ধার সুন্দরগঞ্জে ২টি মিশুক

  • Gaibandhar
  • Update Time : 10:56:34 pm, Friday, 26 April 2024
  • 17 Time View
গাইবান্ধার সুন্দরগঞ্জ থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ছিনতাই হওয়া ২টি ব্যাটারি চালিত মিশুক অটো উদ্ধার এবং ছিনতাইকারি রবিউল ইসলামকে গ্রেপ্তার করেছে। 
মামলার ভিত্তিত্বে বুধবার উপজেলার শ্রীপুর ইউনিয়নের ধর্মপুর গ্রামস্ত’ জাদিুল ইসলামের পেট্রোল পাম্পের সামন হতে তাকে গ্রেপ্তার করা হয়। রবিউল ইসলামের তথ্যের ভিত্তিত্বে পার্শ্ববর্তী ছাপড়হাটী ইউনিয়নের দক্ষিণ মরুয়াদহ ডাংহাট গ্রামের এজাহার নামীয় অপর আসামি মোনারুল ইসলামের বসতবাড়ি হতে ছিনতাই হওয়া মিশুক অটো ২টি উদ্ধার করা হয়। রবিউল ইসলাম কঞ্চিবাড়ি ইউনিয়নের পশ্চিম দুলাল গ্রামের আমির হোসেনের ছেলে। এনিয়ে বৃহস্পতিবার থানা চত্বরে প্রেস ব্রিফিং করেছেন থানার ওসি মো. মাহবুব আলম। এসময় উপসি’ত ছিলেন পুলিশ পরিদর্শক তদনত্ম মিলন কুমার চ্যাটার্জী, সেকেন্ড অফিসার আবু তালেব মিয়া, এসআই শাহজাহান মিঞা।
থানা পুলিশ ও এজাহার সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত ৯টার সময় উপজেলার ধর্মপুর বাজার হতে পশ্চিম দুলাল গ্রামের মশিউর রহমানের ব্যাটারি চালিত মিশুক অটো ভাড়া নিয়ে ছিনতাইকারি রবিউল ইসলাম ও মোনারম্নল ইসলাম মাঠের হাটের উদ্দেশ্যে রহনা দেয়। মাঠের হাট পৌছার আগে শিশুক অটো থামিয়ে চালক প্রসাব করার জন্য সড়কের পাশে গেলে মিশুক অটোতে বসে থাকা রবিউল ও মোনারুল মিশুক অটো নিয়ে পালিয়ে যায়। এনিয়ে থানায় মামলা করলে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে রবিউলকে গ্রেপ্তার এবং শিশুক অটো উদ্ধার করে।
থানার ওসি জানান, বৃহস্পতিবার আসামি রবিউল ইসলামকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপডেট সংবাদ

গাইবান্ধার সুন্দরগঞ্জে ২টি মিশুক

Update Time : 10:56:34 pm, Friday, 26 April 2024
গাইবান্ধার সুন্দরগঞ্জ থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ছিনতাই হওয়া ২টি ব্যাটারি চালিত মিশুক অটো উদ্ধার এবং ছিনতাইকারি রবিউল ইসলামকে গ্রেপ্তার করেছে। 
মামলার ভিত্তিত্বে বুধবার উপজেলার শ্রীপুর ইউনিয়নের ধর্মপুর গ্রামস্ত’ জাদিুল ইসলামের পেট্রোল পাম্পের সামন হতে তাকে গ্রেপ্তার করা হয়। রবিউল ইসলামের তথ্যের ভিত্তিত্বে পার্শ্ববর্তী ছাপড়হাটী ইউনিয়নের দক্ষিণ মরুয়াদহ ডাংহাট গ্রামের এজাহার নামীয় অপর আসামি মোনারুল ইসলামের বসতবাড়ি হতে ছিনতাই হওয়া মিশুক অটো ২টি উদ্ধার করা হয়। রবিউল ইসলাম কঞ্চিবাড়ি ইউনিয়নের পশ্চিম দুলাল গ্রামের আমির হোসেনের ছেলে। এনিয়ে বৃহস্পতিবার থানা চত্বরে প্রেস ব্রিফিং করেছেন থানার ওসি মো. মাহবুব আলম। এসময় উপসি’ত ছিলেন পুলিশ পরিদর্শক তদনত্ম মিলন কুমার চ্যাটার্জী, সেকেন্ড অফিসার আবু তালেব মিয়া, এসআই শাহজাহান মিঞা।
আরো পড়ুন:গাইবান্ধার সুন্দরগঞ্জে অগ্নিকান্ডে ২০ লাখ টাকার সম্পদ ক্ষতিসাধন
থানা পুলিশ ও এজাহার সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত ৯টার সময় উপজেলার ধর্মপুর বাজার হতে পশ্চিম দুলাল গ্রামের মশিউর রহমানের ব্যাটারি চালিত মিশুক অটো ভাড়া নিয়ে ছিনতাইকারি রবিউল ইসলাম ও মোনারম্নল ইসলাম মাঠের হাটের উদ্দেশ্যে রহনা দেয়। মাঠের হাট পৌছার আগে শিশুক অটো থামিয়ে চালক প্রসাব করার জন্য সড়কের পাশে গেলে মিশুক অটোতে বসে থাকা রবিউল ও মোনারুল মিশুক অটো নিয়ে পালিয়ে যায়। এনিয়ে থানায় মামলা করলে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে রবিউলকে গ্রেপ্তার এবং শিশুক অটো উদ্ধার করে।
থানার ওসি জানান, বৃহস্পতিবার আসামি রবিউল ইসলামকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।