Dhaka 1:12 pm, Saturday, 18 May 2024

কিশোরগঞ্জে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী-২০২৪’ অনুষ্ঠিত

প্রাণিসম্পদে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ’’ এ শ্লোগানে কিশোরগঞ্জে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল মাঠ এ প্রদর্শনী অনুষ্ঠিত হয়। প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি)’র সহযোগিতায়, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের আয়োজনে, উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেনারী হাসপাতালের বাস্তবায়নে- প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়। গত (১৮ এপ্রিল) বৃহস্পতিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের পার্শ্ববর্তী পুরাতন বাণিজ্য মেলার মাঠে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর শুভ উদ্বোধন করেন।

আরো পড়ুন:কিশোরগঞ্জে ঐতিহাসিক ঈদ গাহ ময়দানে ঈদুল ফিতরের  জামাত অনুষ্ঠিত

এ উপলক্ষে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু রাসেল’র সভাপতিত্বে ডাঃ সামির আহসান’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাননীয় সংসদ সদস্য কিশোরগঞ্জ-১ ডা. সৈয়দা জাকিয়া নুর লিপি।
বিশেষ অতিথি ছিলেন, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, কিশোরগঞ্জ ডা. সুভাষচন্দ্র পণ্ডিত, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার আবু সাদাত মোঃ সায়েম , বীর মুক্তিযোদ্ধা মোঃ আনোয়ার কামাল , উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি এডভোকেট মো. আতাউর রহমান , উপজেলা ভাইস চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ আব্দুস সাত্তার , জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ শরিফুল ইসলাম শরীফ , পৌরসভার মহিলা কাউন্সিলর চামেলী আক্তার  অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। প্রাণিসম্পদ বিভাগের ভিশনঃ সকলের জন্য নিরাপদ পর্যাপ্ত ও মানসম্মত প্রাণীজ আমিষ সরবরাহ নিশ্চিতকরণ। প্রাণিসম্পদ বিভাগের মিশনঃ প্রাণী স্বাস্থ্য সেবা প্রধান প্রাণিজ উৎপাদন ও উৎপাদনশীলতা বৃদ্ধি এবং মূল‍্য সংযোজনের মাধ্যমে প্রাণিজ আমিষের চাহিদা পূরণ।

আরো পড়ুন:ঈদের শুভেচ্ছা জানাতে খালেদা জিয়ার বাসভবনে বিএনপি নেতারা

প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর অংশ হিসেবে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। এছাড়া দেশব্যাপী ৬৪ টি জেলার ৪৬৬টি উপজেলায় এ প্রদর্শনী একযোগে অনুষ্ঠিত হয়েছে। প্রদর্শনীতে উপজেলা থেকে উন্নত জাতের এবং অধিক উৎপাদনশীল জাতের গবাদিপশু যেমন- গাভী, বাছুর, ষাঁড়, মহিষ, ছাগল, ভেড়া, মুরগী, হাঁস, কবুতর, সৌখিন পাখি, পোষা প্রাণি এবং বিভিন্ন প্রযুক্তি প্রদর্শন ইত্যাদি প্রদর্শন করা হবে।
প্রাণিসম্পদের উন্নয়নে ব্যবহৃত বিভিন্ন প্রযুক্তি, ঔষধ সামগ্রী, টিকা, প্রাণিজাত পণ্য উৎপাদন ও সংরক্ষণ সরঞ্জাম, মোড়কসহ পণ্য বাজারজাতকরণ প্রযুক্তি ইত্যাদির স্টলও রয়েছে। গুণগত মান, জাত, স্বাস্থ্য, সৌন্দর্য্য, আকার, অবদান, নিরাপত্তা, কর্মসংস্থান, বাজারজাতকরণ, পরিবেশ ও অর্থনৈতিক প্রভাব, সার্বিক পর্যবেক্ষণ ইত্যাদি বিষয় বিবেচনায় অংশগ্রহণকারীদের মাঝে পুরষ্কারের চেক এবং সনদ প্রদান করা হয়েছে। পরে একই স্থানে খরিপ ২৪-২৫ অর্থবছরের মৌসুমে উপসি আউস ধান আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরন কার্যক্রম উদ্বোধন করেন এমপি। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কিশোরগঞ্জ সদর এর আয়োজনে এতে স্বাগত বক্তব্য রাখেন , উপজেলা কৃষি কর্মকর্তা ফাহমিদা আক্তার ফাহিম।

One thought on “কিশোরগঞ্জে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী-২০২৪’ অনুষ্ঠিত

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপডেট সংবাদ

কিশোরগঞ্জে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী-২০২৪’ অনুষ্ঠিত

Update Time : 07:53:10 pm, Saturday, 20 April 2024

প্রাণিসম্পদে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ’’ এ শ্লোগানে কিশোরগঞ্জে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল মাঠ এ প্রদর্শনী অনুষ্ঠিত হয়। প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি)’র সহযোগিতায়, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের আয়োজনে, উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেনারী হাসপাতালের বাস্তবায়নে- প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়। গত (১৮ এপ্রিল) বৃহস্পতিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের পার্শ্ববর্তী পুরাতন বাণিজ্য মেলার মাঠে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর শুভ উদ্বোধন করেন।

আরো পড়ুন:কিশোরগঞ্জে ঐতিহাসিক ঈদ গাহ ময়দানে ঈদুল ফিতরের  জামাত অনুষ্ঠিত

এ উপলক্ষে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু রাসেল’র সভাপতিত্বে ডাঃ সামির আহসান’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাননীয় সংসদ সদস্য কিশোরগঞ্জ-১ ডা. সৈয়দা জাকিয়া নুর লিপি।
বিশেষ অতিথি ছিলেন, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, কিশোরগঞ্জ ডা. সুভাষচন্দ্র পণ্ডিত, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার আবু সাদাত মোঃ সায়েম , বীর মুক্তিযোদ্ধা মোঃ আনোয়ার কামাল , উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি এডভোকেট মো. আতাউর রহমান , উপজেলা ভাইস চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ আব্দুস সাত্তার , জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ শরিফুল ইসলাম শরীফ , পৌরসভার মহিলা কাউন্সিলর চামেলী আক্তার  অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। প্রাণিসম্পদ বিভাগের ভিশনঃ সকলের জন্য নিরাপদ পর্যাপ্ত ও মানসম্মত প্রাণীজ আমিষ সরবরাহ নিশ্চিতকরণ। প্রাণিসম্পদ বিভাগের মিশনঃ প্রাণী স্বাস্থ্য সেবা প্রধান প্রাণিজ উৎপাদন ও উৎপাদনশীলতা বৃদ্ধি এবং মূল‍্য সংযোজনের মাধ্যমে প্রাণিজ আমিষের চাহিদা পূরণ।

আরো পড়ুন:ঈদের শুভেচ্ছা জানাতে খালেদা জিয়ার বাসভবনে বিএনপি নেতারা

প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর অংশ হিসেবে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। এছাড়া দেশব্যাপী ৬৪ টি জেলার ৪৬৬টি উপজেলায় এ প্রদর্শনী একযোগে অনুষ্ঠিত হয়েছে। প্রদর্শনীতে উপজেলা থেকে উন্নত জাতের এবং অধিক উৎপাদনশীল জাতের গবাদিপশু যেমন- গাভী, বাছুর, ষাঁড়, মহিষ, ছাগল, ভেড়া, মুরগী, হাঁস, কবুতর, সৌখিন পাখি, পোষা প্রাণি এবং বিভিন্ন প্রযুক্তি প্রদর্শন ইত্যাদি প্রদর্শন করা হবে।
প্রাণিসম্পদের উন্নয়নে ব্যবহৃত বিভিন্ন প্রযুক্তি, ঔষধ সামগ্রী, টিকা, প্রাণিজাত পণ্য উৎপাদন ও সংরক্ষণ সরঞ্জাম, মোড়কসহ পণ্য বাজারজাতকরণ প্রযুক্তি ইত্যাদির স্টলও রয়েছে। গুণগত মান, জাত, স্বাস্থ্য, সৌন্দর্য্য, আকার, অবদান, নিরাপত্তা, কর্মসংস্থান, বাজারজাতকরণ, পরিবেশ ও অর্থনৈতিক প্রভাব, সার্বিক পর্যবেক্ষণ ইত্যাদি বিষয় বিবেচনায় অংশগ্রহণকারীদের মাঝে পুরষ্কারের চেক এবং সনদ প্রদান করা হয়েছে। পরে একই স্থানে খরিপ ২৪-২৫ অর্থবছরের মৌসুমে উপসি আউস ধান আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরন কার্যক্রম উদ্বোধন করেন এমপি। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কিশোরগঞ্জ সদর এর আয়োজনে এতে স্বাগত বক্তব্য রাখেন , উপজেলা কৃষি কর্মকর্তা ফাহমিদা আক্তার ফাহিম।