Dhaka 5:04 pm, Thursday, 9 May 2024

গুলশানে অবৈধ স্পা সেন্টার সিলগালা

রাজধানীর গুলশানে একাধিক অবৈধ স্পা সেন্টারের আড়ালে নারী ও মাদক বাণিজ্য কারবার চলাকালীন ঢাকা উত্তর সিটি কপোর্রেশন গুলশানের ১৩১ নং রোডে অনুমোদনহীন একটি স্পা সেন্টারে ভ্রাম্যমান ম্যাজিষ্ট্রেট অভিযান চালিয়েছে ঢাকা উত্তর সিটি কপোর্রেশন। তবে সিটি কপোর্রেশন বলছে এসব আবাসিক এলাকায় এধরনের অবৈধ প্রতিষ্ঠানের কোন অনুমোদন দেওয়া হয়নি এবং বিল্ডিং মালিক দেশের বাইরে থাকায় বিল্ডিং ম্যানেজারকে ম্যানেজ করে তার নিকট ভাড়া নিয়ে তারা দির্ঘদীন ধরে ফ্লোরটিতে অসামাজিক কার্যকলাপ করে আসছিল। এছাড়া আপনাদের প্রতিবেদনের সত্যতা পেয়ে আমার এ অভিযান পরিচালনা করে থাকি। প্রতিষ্ঠানটির মালিক সুলতানা ওরফে সুমনা অতি লোভের আশায় একটি নারী সিন্ডিকেট দ্বাড়া প্রতিষ্ঠানটি পরিচালনা করে থাকতেন। তাছাড়া বর্তমানে চলছে পবিত্র মাহে রমজান মাস তাই সামাজিক দ্বায়বদ্ধতা থেকে এঅভিযান অব্যাহত রেখেছি ও এসকল অবৈধ প্রতিষ্ঠানের বিরদ্ধে পর্যায়ক্রমে আরো অভিযান চালানো হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কপোর্রেশন। তবে প্রতিষ্ঠানটি অভিযান পরিচালনা করলে উক্ত মালিক আমাদের বিভিন্ন ধরনের অকৈথ্য ভাষায় কথা বলতে থাকেন। তিনি যদি আবারো এধরনের কার্যকলাপ করে থাকেন তাহলে আমারা আরো কঠোর পদক্ষেপ নিব এবং প্রতিষ্ঠাটিতে নজরদারী রাখার জণ্য বলা হয়েছে। যাতে তারা আর সমাজে এধরনের পাপচার কাজ না করতে পারে।তাছাড়া প্রতিনিয়ত স্পার আড়ালে খদ্দেরদের ব্ল্যাকমেইল বাণিজ্যরও অভিযোগ রয়েছে। আরো বিস্তারিত আসছে…

আরও পড়ুন: গুলশান এখন স্পার নামে মিনি পতিতালয়ে পরিনত

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপডেট সংবাদ

গুলশানে অবৈধ স্পা সেন্টার সিলগালা

Update Time : 03:14:28 pm, Monday, 18 March 2024

রাজধানীর গুলশানে একাধিক অবৈধ স্পা সেন্টারের আড়ালে নারী ও মাদক বাণিজ্য কারবার চলাকালীন ঢাকা উত্তর সিটি কপোর্রেশন গুলশানের ১৩১ নং রোডে অনুমোদনহীন একটি স্পা সেন্টারে ভ্রাম্যমান ম্যাজিষ্ট্রেট অভিযান চালিয়েছে ঢাকা উত্তর সিটি কপোর্রেশন। তবে সিটি কপোর্রেশন বলছে এসব আবাসিক এলাকায় এধরনের অবৈধ প্রতিষ্ঠানের কোন অনুমোদন দেওয়া হয়নি এবং বিল্ডিং মালিক দেশের বাইরে থাকায় বিল্ডিং ম্যানেজারকে ম্যানেজ করে তার নিকট ভাড়া নিয়ে তারা দির্ঘদীন ধরে ফ্লোরটিতে অসামাজিক কার্যকলাপ করে আসছিল। এছাড়া আপনাদের প্রতিবেদনের সত্যতা পেয়ে আমার এ অভিযান পরিচালনা করে থাকি। প্রতিষ্ঠানটির মালিক সুলতানা ওরফে সুমনা অতি লোভের আশায় একটি নারী সিন্ডিকেট দ্বাড়া প্রতিষ্ঠানটি পরিচালনা করে থাকতেন। তাছাড়া বর্তমানে চলছে পবিত্র মাহে রমজান মাস তাই সামাজিক দ্বায়বদ্ধতা থেকে এঅভিযান অব্যাহত রেখেছি ও এসকল অবৈধ প্রতিষ্ঠানের বিরদ্ধে পর্যায়ক্রমে আরো অভিযান চালানো হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কপোর্রেশন। তবে প্রতিষ্ঠানটি অভিযান পরিচালনা করলে উক্ত মালিক আমাদের বিভিন্ন ধরনের অকৈথ্য ভাষায় কথা বলতে থাকেন। তিনি যদি আবারো এধরনের কার্যকলাপ করে থাকেন তাহলে আমারা আরো কঠোর পদক্ষেপ নিব এবং প্রতিষ্ঠাটিতে নজরদারী রাখার জণ্য বলা হয়েছে। যাতে তারা আর সমাজে এধরনের পাপচার কাজ না করতে পারে।তাছাড়া প্রতিনিয়ত স্পার আড়ালে খদ্দেরদের ব্ল্যাকমেইল বাণিজ্যরও অভিযোগ রয়েছে। আরো বিস্তারিত আসছে…

আরও পড়ুন: গুলশান এখন স্পার নামে মিনি পতিতালয়ে পরিনত