Dhaka 4:25 pm, Saturday, 27 April 2024

মহান স্বাধীনতা দিবসে শহিদ পুলিশ সদস্যদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী

গতকাল  ২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস। ১৯৭১ সালের ২৫শে মার্চ কালরাতে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে মুক্তিযুদ্ধের প্রথম বুলেটটি ছোঁড়া হয় রাজারবাগের পুলিশের অস্ত্র থেকে। এ প্রতিরোধ যুদ্ধে শহিদ হন রাজারবাগের অনেক সাহসী বীর পুলিশ সদস্য। এছাড়াও মহান স্বাধীনতা যুদ্ধে দেশের বিভিন্ন স্থানে শহিদ হন স্বাধীনতাকামী পুলিশ সদস্যরা। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ! গতকাল মঙ্গলবার সকাল আটটায় রাজারবাগ পুলিশ লাইনসে পুলিশ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে মুক্তিযুদ্ধে শহিদ পুলিশ সদস্যদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদনকালে ডিএমপির একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করে বীর শহিদদের সম্মান জানান। তখন বিউগলে বেজে উঠে করুণ সুর।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোঃ মোস্তাফিজুর রহমান বিপিএএ, ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বিপিএম (বার), পিপিএম, অতিরিক্ত আইজিপি (প্রশাসন) মোঃ কামরুল আহসান, র্যা ব মহাপরিচালক এম খুরশীদ হোসেন, স্পেশাল ব্রাঞ্চের অতিরিক্ত আইজিপি মোঃ মনিরুল ইসলাম বিপিএম (বার), পিপিএম (বার), ডিএমপি কমিশনার হাবিবুর রহমান বিপিএম (বার), পিপিএম (বার) এবং ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন। পরে ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বিপিএম (বার), পিপিএম পুলিশ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে শহিদ পুলিশ সদস্যদের প্রতি শ্রদ্ধা জানান।
এরপর বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি ও স্পেশাল ব্রাঞ্চের অতিরিক্ত আইজিপি মোঃ মনিরুল ইসলাম বিপিএম (বার), পিপিএম (বার) এবং অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ; ডিএমপি কমিশনার হাবিবুর রহমান বিপিএম (বার), পিপিএম (বার), ঢাকা রেঞ্জের ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম, বাংলাদেশ পুলিশ উইমেন নেটওয়ার্ক (বিপিউব্লিউএন) এর সভাপতি ও স্পেশাল ব্রাঞ্চের ডিআইজি আমেনা বেগমের নেতৃত্বে বিপিউব্লিউএন নেতৃবৃন্দ এবং পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) এর সভানেত্রী ডা: তৈয়বা মুসাররাত জাঁহা চৌধুরীর নেতৃত্বে পুনাক নেতৃবৃন্দ পুলিশ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে শহিদ পুলিশ সদস্যদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন।
শহিদদের স্মৃতিতে পুস্পস্তবক অর্পণ শেষে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আজ ২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস। আমাদের কাছে এই দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন, যার যা কিছু আছে, তা নিয়েই শক্রর মোকাবিলা করতে হবে। বঙ্গবন্ধুর সেই ভাষণে উদ্বুদ্ধ হয়ে মহান স্বাধীনতা যুদ্ধে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে রাজারবাগ পুলিশ লাইন্সে প্রথম সশস্ত্র প্রতিরোধ করেছিলেন অকুতোভয় বীর পুলিশ সদস্যরা। ১৯৭১ সালের ২৫শে মার্চ রাতে হানাদার বাহিনীর হামলা প্রতিরোধ করতে গিয়ে রাজারবাগে শহিদ হয়েছিলেন অনেক বীর সাহসী পুলিশ সদস্য। আজকে আমরা গভীর শ্রদ্ধার সাথে সেই সব শহিদ বীর সাহসী পুলিশ সদস্যদের স্মরণ করছি।
এসময় বাংলাদেশ পুলিশের ঊর্ধবতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

মহান স্বাধীনতা দিবসে শহিদ পুলিশ সদস্যদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী

Update Time : 09:09:22 pm, Wednesday, 27 March 2024
গতকাল  ২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস। ১৯৭১ সালের ২৫শে মার্চ কালরাতে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে মুক্তিযুদ্ধের প্রথম বুলেটটি ছোঁড়া হয় রাজারবাগের পুলিশের অস্ত্র থেকে। এ প্রতিরোধ যুদ্ধে শহিদ হন রাজারবাগের অনেক সাহসী বীর পুলিশ সদস্য। এছাড়াও মহান স্বাধীনতা যুদ্ধে দেশের বিভিন্ন স্থানে শহিদ হন স্বাধীনতাকামী পুলিশ সদস্যরা। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ! গতকাল মঙ্গলবার সকাল আটটায় রাজারবাগ পুলিশ লাইনসে পুলিশ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে মুক্তিযুদ্ধে শহিদ পুলিশ সদস্যদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদনকালে ডিএমপির একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করে বীর শহিদদের সম্মান জানান। তখন বিউগলে বেজে উঠে করুণ সুর।
আরো পড়ুন:দাউদকান্দিতে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা দিবস পালিত
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোঃ মোস্তাফিজুর রহমান বিপিএএ, ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বিপিএম (বার), পিপিএম, অতিরিক্ত আইজিপি (প্রশাসন) মোঃ কামরুল আহসান, র্যা ব মহাপরিচালক এম খুরশীদ হোসেন, স্পেশাল ব্রাঞ্চের অতিরিক্ত আইজিপি মোঃ মনিরুল ইসলাম বিপিএম (বার), পিপিএম (বার), ডিএমপি কমিশনার হাবিবুর রহমান বিপিএম (বার), পিপিএম (বার) এবং ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন। পরে ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বিপিএম (বার), পিপিএম পুলিশ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে শহিদ পুলিশ সদস্যদের প্রতি শ্রদ্ধা জানান।
আরো পড়ুন:চান্দিনায় পূর্ণ মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন
এরপর বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি ও স্পেশাল ব্রাঞ্চের অতিরিক্ত আইজিপি মোঃ মনিরুল ইসলাম বিপিএম (বার), পিপিএম (বার) এবং অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ; ডিএমপি কমিশনার হাবিবুর রহমান বিপিএম (বার), পিপিএম (বার), ঢাকা রেঞ্জের ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম, বাংলাদেশ পুলিশ উইমেন নেটওয়ার্ক (বিপিউব্লিউএন) এর সভাপতি ও স্পেশাল ব্রাঞ্চের ডিআইজি আমেনা বেগমের নেতৃত্বে বিপিউব্লিউএন নেতৃবৃন্দ এবং পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) এর সভানেত্রী ডা: তৈয়বা মুসাররাত জাঁহা চৌধুরীর নেতৃত্বে পুনাক নেতৃবৃন্দ পুলিশ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে শহিদ পুলিশ সদস্যদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন।
শহিদদের স্মৃতিতে পুস্পস্তবক অর্পণ শেষে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আজ ২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস। আমাদের কাছে এই দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন, যার যা কিছু আছে, তা নিয়েই শক্রর মোকাবিলা করতে হবে। বঙ্গবন্ধুর সেই ভাষণে উদ্বুদ্ধ হয়ে মহান স্বাধীনতা যুদ্ধে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে রাজারবাগ পুলিশ লাইন্সে প্রথম সশস্ত্র প্রতিরোধ করেছিলেন অকুতোভয় বীর পুলিশ সদস্যরা। ১৯৭১ সালের ২৫শে মার্চ রাতে হানাদার বাহিনীর হামলা প্রতিরোধ করতে গিয়ে রাজারবাগে শহিদ হয়েছিলেন অনেক বীর সাহসী পুলিশ সদস্য। আজকে আমরা গভীর শ্রদ্ধার সাথে সেই সব শহিদ বীর সাহসী পুলিশ সদস্যদের স্মরণ করছি।
এসময় বাংলাদেশ পুলিশের ঊর্ধবতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।