Dhaka 2:55 am, Tuesday, 21 May 2024

প্রতিদিনের যে পানীয়তে মিলবে ব্রনের সমাধান

প্রতিদিন নিয়ম করে মুখে ফেস-ওয়াশ ও স্ক্রাব শেষে ক্রিম মেখে যত্ন নেন অনেকেই। এ ছাড়াও নিয়ম করে মাসে একটা ফেসিয়ালও করেন। এত কিছুর পরও ত্বকের ট্যান (রোদে পোরা দাগ) যায় না। আসলে অনেকেই ত্বকের উজ্জ্বলতা বাড়াতে অনেক কিছু লাগিয়ে থাকেন, কিন্তু সঠিক উজ্জ্বলতা পেতে খাওয়াদাওয়ার ক্ষেত্রেও আনতে হবে পরিবর্তন। তবে শুধু ক্রিম মাখালেই ত্বক সুন্দর হবে, এ ধারণা একেবারেই সঠিক নয়। মন থেকে নিজের যত্ন নিতে হবে, তবেই ত্বক সুন্দর হবে।

আরে পড়ুন:ঘরে বসেই দূর করুণ নাকের ওপর জমে থাকা ব্ল্যাকহেডস

জেনে নিন, ত্বক ভালো রাখার কিছু ঘরোয়া উপায় :
  • ত্বক ভালো রাখতে ভালো খাবারও খেতে হবে। তেল বেশি খাওয়া যাবে না। ফল, শাকসবজি এসব বেশি খেতে হবে। তেল চপচপে তরকারি খাবেন এমনটাও নয়। চিকেনের স্ট্যু খান, অল্প তেলে তরকারি বানিয়ে খান তবেই বেশি ভালো লাগবে।
  • ত্বক সুন্দর করতে রান্নাঘর থেকে ডাল, বেসন, টকদই এসব বের করে নিয়ে মুখে মাখলেই চলবে না, সঙ্গে পেটকেও খাবার দিতে হবে। ভেতর থেকে ত্বক যাতে সুন্দর হয় সেদিকে নজর রাখতে হবে। এতে ডিটক্সিফিকেশন ভালো হবে, মুখে কোনো রকম ব্রনের সমস্যা হবে না।
  • ত্বকের সমস্যার জন্য দায়ী হরমোনও। এই হরমোন ঠিক রাখতে গেলেও আমাদের কিছু খাবার নিয়ম করে খেতে হবে। দেড় কাপ পানিতে বানিয়ে নিন এই ম্যাজিক পানীয়।
  • একজন ডায়েটিশিয়ান তার ইস্টাগ্রাম পোস্টে এই পানির উপকারিতা ও বানানোর পদ্ধতি জানিয়েছেন। তার কথায় ‘ত্বকের দাগ-ছোপ-ব্রন দূর করে ঝলমলে করে তুলবে এই একটি মিরাকল পানীয়।’
  • পানি দারচিনির গুঁড়ো, এক চামচ মৌরি আর হাফ চামচ মেথি দিয়ে ফুটিয়ে নিতে হবে। এবার তা ভালো করে ছেঁকে নিয়ে সকালে খালি পেটে খান এক গ্লাস। এতে শরীরের সব হরমোন ঠিকমতো কাজ করবে। পেট পরিষ্কার থাকবে যে কারণে ত্বক ঝকঝকে হবে নিজ থেকেই।
  • আসলে বয়স বাড়লে ত্বকে বলিরেখা দেখা যায়, কালো ছোপ পরে যায়। কারণ, তখন অক্সিডেশন বেশি হয়। যে কারণে এই পানীয় খুবই ভালো সাহায্য করে।
  • ত্বকের গঠনে সাহায্য করে কোলাজেন। দারচিনি ও মৌরির মধ্যে থাকে সেই বিশেষ গুণ, যা কোলাজেন গঠনে সাহায্য করে। ত্বক তাড়াতাড়ি বুড়িয়ে যায় না, সেই সঙ্গে ত্বক থাকে টানটান। সব বয়সের সব মানুষ এই পানীয় খেতে পারেন।

One thought on “প্রতিদিনের যে পানীয়তে মিলবে ব্রনের সমাধান

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপডেট সংবাদ

প্রতিদিনের যে পানীয়তে মিলবে ব্রনের সমাধান

Update Time : 11:45:00 am, Friday, 10 May 2024

প্রতিদিন নিয়ম করে মুখে ফেস-ওয়াশ ও স্ক্রাব শেষে ক্রিম মেখে যত্ন নেন অনেকেই। এ ছাড়াও নিয়ম করে মাসে একটা ফেসিয়ালও করেন। এত কিছুর পরও ত্বকের ট্যান (রোদে পোরা দাগ) যায় না। আসলে অনেকেই ত্বকের উজ্জ্বলতা বাড়াতে অনেক কিছু লাগিয়ে থাকেন, কিন্তু সঠিক উজ্জ্বলতা পেতে খাওয়াদাওয়ার ক্ষেত্রেও আনতে হবে পরিবর্তন। তবে শুধু ক্রিম মাখালেই ত্বক সুন্দর হবে, এ ধারণা একেবারেই সঠিক নয়। মন থেকে নিজের যত্ন নিতে হবে, তবেই ত্বক সুন্দর হবে।

আরে পড়ুন:ঘরে বসেই দূর করুণ নাকের ওপর জমে থাকা ব্ল্যাকহেডস

জেনে নিন, ত্বক ভালো রাখার কিছু ঘরোয়া উপায় :
  • ত্বক ভালো রাখতে ভালো খাবারও খেতে হবে। তেল বেশি খাওয়া যাবে না। ফল, শাকসবজি এসব বেশি খেতে হবে। তেল চপচপে তরকারি খাবেন এমনটাও নয়। চিকেনের স্ট্যু খান, অল্প তেলে তরকারি বানিয়ে খান তবেই বেশি ভালো লাগবে।
  • ত্বক সুন্দর করতে রান্নাঘর থেকে ডাল, বেসন, টকদই এসব বের করে নিয়ে মুখে মাখলেই চলবে না, সঙ্গে পেটকেও খাবার দিতে হবে। ভেতর থেকে ত্বক যাতে সুন্দর হয় সেদিকে নজর রাখতে হবে। এতে ডিটক্সিফিকেশন ভালো হবে, মুখে কোনো রকম ব্রনের সমস্যা হবে না।
  • ত্বকের সমস্যার জন্য দায়ী হরমোনও। এই হরমোন ঠিক রাখতে গেলেও আমাদের কিছু খাবার নিয়ম করে খেতে হবে। দেড় কাপ পানিতে বানিয়ে নিন এই ম্যাজিক পানীয়।
  • একজন ডায়েটিশিয়ান তার ইস্টাগ্রাম পোস্টে এই পানির উপকারিতা ও বানানোর পদ্ধতি জানিয়েছেন। তার কথায় ‘ত্বকের দাগ-ছোপ-ব্রন দূর করে ঝলমলে করে তুলবে এই একটি মিরাকল পানীয়।’
  • পানি দারচিনির গুঁড়ো, এক চামচ মৌরি আর হাফ চামচ মেথি দিয়ে ফুটিয়ে নিতে হবে। এবার তা ভালো করে ছেঁকে নিয়ে সকালে খালি পেটে খান এক গ্লাস। এতে শরীরের সব হরমোন ঠিকমতো কাজ করবে। পেট পরিষ্কার থাকবে যে কারণে ত্বক ঝকঝকে হবে নিজ থেকেই।
  • আসলে বয়স বাড়লে ত্বকে বলিরেখা দেখা যায়, কালো ছোপ পরে যায়। কারণ, তখন অক্সিডেশন বেশি হয়। যে কারণে এই পানীয় খুবই ভালো সাহায্য করে।
  • ত্বকের গঠনে সাহায্য করে কোলাজেন। দারচিনি ও মৌরির মধ্যে থাকে সেই বিশেষ গুণ, যা কোলাজেন গঠনে সাহায্য করে। ত্বক তাড়াতাড়ি বুড়িয়ে যায় না, সেই সঙ্গে ত্বক থাকে টানটান। সব বয়সের সব মানুষ এই পানীয় খেতে পারেন।