Dhaka 9:24 am, Friday, 17 May 2024

ইলিয়াসকে অধিনায়ক করে ওমানের বিশ্বকাপ দল ঘোষণা

ব্যাটিং অলরাউন্ডার আকিব ইলিয়াসকে অধিনায়ক করে টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছে ওমান। জিশান মাকসুদ নেতৃত্ব হারালেও দলে জায়গা ধরে রেখেছেন। বুধবার ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠেয় বৈশ্বিক আসরের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ওমান। তবে এতে জায়গা পাননি দলটির তারকা ব্যাটারদের একজন জাতিন্দার সিং ও লেগ স্পিনার সামায় শ্রিভাস্তাভ। রিজার্ভ হিসেবে রাখা হয়েছে পেসার সুফিয়ান মেহমুদ ও অফ স্পিনার জায় ওডেড্রাকে।

বিশ্বকাপ দলে ফিরেছেন ব্যাটার শোয়েব খান, তিনিই কেবল এসিসি মেন’স প্রিমিয়ার কাপের অংশ ছিলেন না। যেখানে ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপ দলের আট জন আছেন এবারও।

আরও পড়ুন:থাইল্যান্ড সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন সাড়ে ১১টায়

আগামী ১ জুন শুরু হতে যাওয়া বিশ্বকাপে ‘বি’ গ্রুপে ওমানের সঙ্গী অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নামিবিয়া ও স্কটল্যান্ড। টুর্নামেন্টের দ্বিতীয় দিন বারবাডোসে নামিবিয়া ম্যাচ দিয়ে আসর শুরু করবে তারা।

ওমান বিশ্বকাপ দল: আকিব ইলিয়াস (অধিনায়ক), জিশান মাকসুদ, কাশ্যাপ প্রজাপতি, প্রাতিক আথাভেল (উইকেটরক্ষক), আয়ান খান, শোয়েব খান, মোহাম্মাদ নাদিম, খালিদ কাইল, নাসিম খুশি, মেহরান খান, বিলাল খান, রাফিকউল্লাহ, কালিমউল্লাহ, ফায়াজ বাট, শাকিল আহমেদ।

রিজার্ভ: জাতিন্দার সিং, সামায় শ্রিভাস্তাভ, সুফিয়ান মেহমুদ, জায় ওডেড্রা।

One thought on “ইলিয়াসকে অধিনায়ক করে ওমানের বিশ্বকাপ দল ঘোষণা

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপডেট সংবাদ

ইলিয়াসকে অধিনায়ক করে ওমানের বিশ্বকাপ দল ঘোষণা

Update Time : 09:53:10 am, Thursday, 2 May 2024

ব্যাটিং অলরাউন্ডার আকিব ইলিয়াসকে অধিনায়ক করে টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছে ওমান। জিশান মাকসুদ নেতৃত্ব হারালেও দলে জায়গা ধরে রেখেছেন। বুধবার ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠেয় বৈশ্বিক আসরের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ওমান। তবে এতে জায়গা পাননি দলটির তারকা ব্যাটারদের একজন জাতিন্দার সিং ও লেগ স্পিনার সামায় শ্রিভাস্তাভ। রিজার্ভ হিসেবে রাখা হয়েছে পেসার সুফিয়ান মেহমুদ ও অফ স্পিনার জায় ওডেড্রাকে।

বিশ্বকাপ দলে ফিরেছেন ব্যাটার শোয়েব খান, তিনিই কেবল এসিসি মেন’স প্রিমিয়ার কাপের অংশ ছিলেন না। যেখানে ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপ দলের আট জন আছেন এবারও।

আরও পড়ুন:থাইল্যান্ড সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন সাড়ে ১১টায়

আগামী ১ জুন শুরু হতে যাওয়া বিশ্বকাপে ‘বি’ গ্রুপে ওমানের সঙ্গী অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নামিবিয়া ও স্কটল্যান্ড। টুর্নামেন্টের দ্বিতীয় দিন বারবাডোসে নামিবিয়া ম্যাচ দিয়ে আসর শুরু করবে তারা।

ওমান বিশ্বকাপ দল: আকিব ইলিয়াস (অধিনায়ক), জিশান মাকসুদ, কাশ্যাপ প্রজাপতি, প্রাতিক আথাভেল (উইকেটরক্ষক), আয়ান খান, শোয়েব খান, মোহাম্মাদ নাদিম, খালিদ কাইল, নাসিম খুশি, মেহরান খান, বিলাল খান, রাফিকউল্লাহ, কালিমউল্লাহ, ফায়াজ বাট, শাকিল আহমেদ।

রিজার্ভ: জাতিন্দার সিং, সামায় শ্রিভাস্তাভ, সুফিয়ান মেহমুদ, জায় ওডেড্রা।