Dhaka 5:30 am, Tuesday, 21 May 2024

সাপ দেখতে সৃজিতের বাড়িতে নায়িকারা

পশ্চিমবঙ্গের জনপ্রিয় নির্মাতা সৃজিত মুখার্জির বাড়ি যেন চিড়িয়াখানা। পাঁচ প্রজাতির সাপ রয়েছে তার বাড়িতে। আর সেই সাপ দেখতেই সৃজিতের বাড়িতে নায়িকারা।তাদরে আগমনে খুশি সৃজিত। নায়িকাদের নিজের হাতে সাপ নিয়ে দেখিয়েছেন তিনি। তবে ভয় লাগলেও বিষয়টি উপভোগ করেছেন অনেকে।

আরো পড়ুন:‘সৃজিতের স্ত্রী’ পরিচয়টা দুর্ভাগ্যের : মিথিলা

জানা গেছে, বর্তমানে পাইথন (উলুপী), হাইড্রা, মেডুসা, অনন্ত নাগ, কালনাগিনী সাপ রয়েছে সৃজিতের বাড়িতে। এদিকে অনেকে সৃজিতের সমালোনা করেছেন। তাদের দাবি, বাংলাদেশে কাজে ব্যস্ত নির্মাতার স্ত্রী রাফিয়াত রশিদ মিথিলা। গবেষণার কাজে প্রায়ই দেশের বাইরে যেতে হয়। মেয়ে আইরাও মায়ের সঙ্গেই থাকে। তাই শূন্যতা ভরাতেই হয়তো এই আয়োজন সৃজিতের।

আরো পড়ুন:ফের একসঙ্গে তাহসান-মিথিলা

সম্প্রতি সৃজিতের সাপের সংগ্রহ দেখতে তার বাড়িতে গিয়েছিলেন জাতীয় পুরস্কার জয়ী পোশাক পরিকল্পক সাবর্ণী দাস। তারও ভীষণ সাপ পোষার শখ। বাড়িতে সাপ এনেও তিন সপ্তাহের বেশি রাখতে পারেননি তিনি।

Tag :

One thought on “সাপ দেখতে সৃজিতের বাড়িতে নায়িকারা

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপডেট সংবাদ

সাপ দেখতে সৃজিতের বাড়িতে নায়িকারা

Update Time : 03:43:25 pm, Monday, 29 April 2024

পশ্চিমবঙ্গের জনপ্রিয় নির্মাতা সৃজিত মুখার্জির বাড়ি যেন চিড়িয়াখানা। পাঁচ প্রজাতির সাপ রয়েছে তার বাড়িতে। আর সেই সাপ দেখতেই সৃজিতের বাড়িতে নায়িকারা।তাদরে আগমনে খুশি সৃজিত। নায়িকাদের নিজের হাতে সাপ নিয়ে দেখিয়েছেন তিনি। তবে ভয় লাগলেও বিষয়টি উপভোগ করেছেন অনেকে।

আরো পড়ুন:‘সৃজিতের স্ত্রী’ পরিচয়টা দুর্ভাগ্যের : মিথিলা

জানা গেছে, বর্তমানে পাইথন (উলুপী), হাইড্রা, মেডুসা, অনন্ত নাগ, কালনাগিনী সাপ রয়েছে সৃজিতের বাড়িতে। এদিকে অনেকে সৃজিতের সমালোনা করেছেন। তাদের দাবি, বাংলাদেশে কাজে ব্যস্ত নির্মাতার স্ত্রী রাফিয়াত রশিদ মিথিলা। গবেষণার কাজে প্রায়ই দেশের বাইরে যেতে হয়। মেয়ে আইরাও মায়ের সঙ্গেই থাকে। তাই শূন্যতা ভরাতেই হয়তো এই আয়োজন সৃজিতের।

আরো পড়ুন:ফের একসঙ্গে তাহসান-মিথিলা

সম্প্রতি সৃজিতের সাপের সংগ্রহ দেখতে তার বাড়িতে গিয়েছিলেন জাতীয় পুরস্কার জয়ী পোশাক পরিকল্পক সাবর্ণী দাস। তারও ভীষণ সাপ পোষার শখ। বাড়িতে সাপ এনেও তিন সপ্তাহের বেশি রাখতে পারেননি তিনি।