Dhaka 1:47 pm, Monday, 20 May 2024

শৈলকুপায় তীব্র যানজটে, নেই ট্রাফিক পুলিশের কোন উদ্যোগ

ঝিনাইদহের শৈলকুপা দিনের পর দিন যানজটের শহরে পরিণত  হচ্ছে। পৌর শহরে প্রতিদিনই যানজটের ভোগান্তির শিকার হচ্ছেন পথচারী ও অসহায় মানুষ। 
তৎকালীন জেলা পুলিশ সুপার মো: হাসানুজ্জামান শৈলকুপা বাসীর দাবির প্রেক্ষিতে যনজট নিরসনে এ শহরে ট্রাফিক পুলিশিং কার্যক্রম চালু করেন।
 শৈলকুপা শহরের বিভিন্ন পয়েন্টে ৩ বছর ধরে ট্রাফিক পুলিশ থাকলেও যানজট নিরষনে উল্লেখযোগ্য কোন ভূমিকা না থাকায় জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে। তীব্র যানজটে শহরবাসি অতিষ্ট হয়ে উঠেছে। শহরের একমাত্র গেটওয়ে কবিরপুর মোড় আর এই মোড়ের পাশেই রয়েছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স,পল্লী বিদ্যুৎ অফিস,সরকারি গোডাউনসহ  বিভিন্ন ক্লিনিক ও হরেক রকমের ব্যবসা প্রতিষ্ঠান। এছাড়াও চৌরাস্তার মোড়, হাজী মার্কেট মোড় ও ব্রীজ রোডের কদমতলা মোড়ে দীর্ঘ যানজট দেখা যায়।
বিশেষ করে শনিবার ও মঙ্গলবার সাপ্তাহিক হাটের দিনে যানজট লেগেই থাকে এরপরও ঠিকমত দেখা মেলে না ট্রাফিক পুলিশের যার ফলে যানজট নিত্যসঙ্গী হয়ে দাঁড়িয়েছে।
অনিয়ম আর অব্যবস্থাপনায় ভেঙে পড়েছে শহরের ট্রাফিক ব্যবস্থা। বিভিন্ন মোড়ে গাড়ি থামিয়ে যাত্রী তোলা আর যত্রতত্র বাস, ট্রাক রাখার বিষয়ে ট্রাফিক পুলিশের কোন উদ্যোগ নেই। পাশাপাশি শহর জুড়ে ব্যাটারিচালিত অবৈধ অটোরিকশা আর সিএনজি অটোরিকশা, নসিমন, করিমনের ছড়াছড়ি থাকলেও এগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে দেখা যায় না ট্রাফিক পুলিশের।পথচারী পৌর এলাকার বাসিন্দা  বলেন, শৈলকুপার বিভিন্ন পয়েন্টে সব সময় যানজট লেগে থাকে। যান জটের সময় ট্রাফিক পুলিশের দেখা মেলে না। ট্রাফিক পুলিশ যদি সচেতন হয় তাহলে এই যানজট নিরসন সম্ভব।
শৈলকুপায় দ্বায়িত্বপ্রাপ্ত পুলিশ সার্জেন্ট বিলাল হোসেন বলেন, এখানে আমরা দুইজন দায়িত্বে আছি  যার জন্য অনেক সময় যানজট দেখা দিতে পারে।শৈলকুপা থানার ওসি শফিকুল ইসলাম চৌধুরী বলেন,ট্রাফিক পুলিশের জনবল সংকট রয়েছে যার কারণে যানজট নিরসন পুরোপুরি সম্ভব না।উপজেলা নির্বাহী অফিসার শেখ মেহেদী ইসলাম বলেন,যানজট জনদূর্ভোগ বাড়িয়ে দেয় তাই যানজট কমিয়ে আনার ব্যাপারে ট্রাফিক পুলিশের সাথে কথা বলে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করব।তবে যানজটের ব্যাপারে ট্রাফিক পুলিশের পাশাপাশি সবাইকে সচেতন হতে হবে।উপজেলা চেয়ারম্যান এম হাকিম আহাম্মেদ বলেন,শৈলকুপার কবিরপুর মোড় ও চৌরাস্তা মোড়ে বেশী যানজট দেখা যায়।যানজটের বিষয়ে ট্রাফিক পুলিশের আরো দায়িত্বশীল ভূমিকা পালন করার পাশাপাশি আমাদেরও অনেক দায়িত্ব রয়েছে।তবে চৌরাস্তা মোড়ে সার্বক্ষণিক একজন ট্রাফিক পুলিশ দরকার।
https://youtu.be/jUzwZkxWV9k?si=vod3oHzWsVDjs4Mw

3 thoughts on “শৈলকুপায় তীব্র যানজটে, নেই ট্রাফিক পুলিশের কোন উদ্যোগ

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপডেট সংবাদ

শৈলকুপায় তীব্র যানজটে, নেই ট্রাফিক পুলিশের কোন উদ্যোগ

Update Time : 12:32:49 pm, Sunday, 4 February 2024
ঝিনাইদহের শৈলকুপা দিনের পর দিন যানজটের শহরে পরিণত  হচ্ছে। পৌর শহরে প্রতিদিনই যানজটের ভোগান্তির শিকার হচ্ছেন পথচারী ও অসহায় মানুষ। 
আরো পড়ুন: বিয়ে নিয়ে মুখ খুললেন তামান্না!
তৎকালীন জেলা পুলিশ সুপার মো: হাসানুজ্জামান শৈলকুপা বাসীর দাবির প্রেক্ষিতে যনজট নিরসনে এ শহরে ট্রাফিক পুলিশিং কার্যক্রম চালু করেন।
 শৈলকুপা শহরের বিভিন্ন পয়েন্টে ৩ বছর ধরে ট্রাফিক পুলিশ থাকলেও যানজট নিরষনে উল্লেখযোগ্য কোন ভূমিকা না থাকায় জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে। তীব্র যানজটে শহরবাসি অতিষ্ট হয়ে উঠেছে। শহরের একমাত্র গেটওয়ে কবিরপুর মোড় আর এই মোড়ের পাশেই রয়েছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স,পল্লী বিদ্যুৎ অফিস,সরকারি গোডাউনসহ  বিভিন্ন ক্লিনিক ও হরেক রকমের ব্যবসা প্রতিষ্ঠান। এছাড়াও চৌরাস্তার মোড়, হাজী মার্কেট মোড় ও ব্রীজ রোডের কদমতলা মোড়ে দীর্ঘ যানজট দেখা যায়।
বিশেষ করে শনিবার ও মঙ্গলবার সাপ্তাহিক হাটের দিনে যানজট লেগেই থাকে এরপরও ঠিকমত দেখা মেলে না ট্রাফিক পুলিশের যার ফলে যানজট নিত্যসঙ্গী হয়ে দাঁড়িয়েছে।
অনিয়ম আর অব্যবস্থাপনায় ভেঙে পড়েছে শহরের ট্রাফিক ব্যবস্থা। বিভিন্ন মোড়ে গাড়ি থামিয়ে যাত্রী তোলা আর যত্রতত্র বাস, ট্রাক রাখার বিষয়ে ট্রাফিক পুলিশের কোন উদ্যোগ নেই। পাশাপাশি শহর জুড়ে ব্যাটারিচালিত অবৈধ অটোরিকশা আর সিএনজি অটোরিকশা, নসিমন, করিমনের ছড়াছড়ি থাকলেও এগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে দেখা যায় না ট্রাফিক পুলিশের।পথচারী পৌর এলাকার বাসিন্দা  বলেন, শৈলকুপার বিভিন্ন পয়েন্টে সব সময় যানজট লেগে থাকে। যান জটের সময় ট্রাফিক পুলিশের দেখা মেলে না। ট্রাফিক পুলিশ যদি সচেতন হয় তাহলে এই যানজট নিরসন সম্ভব।
আরো পড়ুন: গাজীপুরে মোজার কারখানায় আগুন
শৈলকুপায় দ্বায়িত্বপ্রাপ্ত পুলিশ সার্জেন্ট বিলাল হোসেন বলেন, এখানে আমরা দুইজন দায়িত্বে আছি  যার জন্য অনেক সময় যানজট দেখা দিতে পারে।শৈলকুপা থানার ওসি শফিকুল ইসলাম চৌধুরী বলেন,ট্রাফিক পুলিশের জনবল সংকট রয়েছে যার কারণে যানজট নিরসন পুরোপুরি সম্ভব না।উপজেলা নির্বাহী অফিসার শেখ মেহেদী ইসলাম বলেন,যানজট জনদূর্ভোগ বাড়িয়ে দেয় তাই যানজট কমিয়ে আনার ব্যাপারে ট্রাফিক পুলিশের সাথে কথা বলে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করব।তবে যানজটের ব্যাপারে ট্রাফিক পুলিশের পাশাপাশি সবাইকে সচেতন হতে হবে।উপজেলা চেয়ারম্যান এম হাকিম আহাম্মেদ বলেন,শৈলকুপার কবিরপুর মোড় ও চৌরাস্তা মোড়ে বেশী যানজট দেখা যায়।যানজটের বিষয়ে ট্রাফিক পুলিশের আরো দায়িত্বশীল ভূমিকা পালন করার পাশাপাশি আমাদেরও অনেক দায়িত্ব রয়েছে।তবে চৌরাস্তা মোড়ে সার্বক্ষণিক একজন ট্রাফিক পুলিশ দরকার।
আরো পড়ুন: চিলিতে ভয়াবহ দাবানলে ৫১ জন নিহত
https://youtu.be/jUzwZkxWV9k?si=vod3oHzWsVDjs4Mw