Dhaka 6:14 pm, Friday, 17 May 2024

লাহোরে জিতলেন মরিয়ম নওয়াজ

পাকিস্তানের জাতীয় পরিষদ নির্বাচনে এনএ-১১৯ নম্বর আসন থেকে জয় পেয়েছেন নওয়াজ শরীফের কন্যা মরিয়ম নওয়াজ। পাকিস্তানের জনপ্রিয় গণমাধ্যম জিওটিভির অনলাইন সংস্করণে শুক্রবার এ তথ্য তুলে ধরা হয়েছে। মোট ৮৩ হাজার ৮৫৫ ভোট পেয়ে জয়ী হয়েছেন মরিয়ম। এনএ আসনে এটিই প্রথম জয় তার। মরিয়ম বর্তমানে পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজের (পিএমএল-এন) জ্যেষ্ঠ ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। নির্বাচন কমিশন শুক্রবার বেলা ১১ টা পর্যন্ত ৪৭ টি আসনের ফল বেসরকারিভাবে ঘোষণা করেছে। মুসলিম লিগের প্রধান সংগঠক মরিয়ম নওয়াজ লাহোরের ওই আসন থেকে ৮৩ হাজার ৮৫৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।  

আরো পড়ুন:পাকিস্তানে ১২৫ আসনে এগিয়ে ইমরানের পিটিআই সমর্থিতরা

মরিয়মের নিকটতম প্রতিদ্বন্দ্বী তেহরিক-ই-পাকিস্তান (পিটিআই)  দলের নেতা শেহজাদ ফারুক ৬৮ হাজার ৩৭৬ ভোট পেয়ে দ্বিতীয় হয়েছেন। গতকাল বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলে পাকিস্তানের বহুল প্রতীক্ষিত সাধারণ নির্বাচনে। এখনও ভোট গণনা চলছে। বাংলাদেশ সময় দুপুর আড়াইটা পর্যন্ত ঘোষিত ফলে দেখা যায়, সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)-সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা ৫০টি আসনে জয় পেয়েছেন।

আরো পড়ুন:আবারও নেতৃত্বে ফিরছেন বাবর আজম

৩১ আসন নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের দল পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন)। আর পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) প্রার্থীরা ২৮টি আসনে জয় পেয়েছেন।পাকিস্তানে ভোটার সংখ্যা ১২৮ মিলিয়ন। এ নির্বাচনে স্বতন্ত্র ও দল মিলিয়ে ১৭ হাজার ৮১৬ প্রার্থী জাতীয় পরিষদের ২৬৫টি, পাঞ্জাব পরিষদের ২৯৬টি, সিন্ধ পরিষদের ১৩০টি, খাইবার পাখতুনখোয়া প্রদেশের ১১৩টি ও বেলুচিস্তানের ৫১টিসহ মোট ৮৫৫ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

One thought on “লাহোরে জিতলেন মরিয়ম নওয়াজ

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপডেট সংবাদ

লাহোরে জিতলেন মরিয়ম নওয়াজ

Update Time : 04:14:12 pm, Friday, 9 February 2024

পাকিস্তানের জাতীয় পরিষদ নির্বাচনে এনএ-১১৯ নম্বর আসন থেকে জয় পেয়েছেন নওয়াজ শরীফের কন্যা মরিয়ম নওয়াজ। পাকিস্তানের জনপ্রিয় গণমাধ্যম জিওটিভির অনলাইন সংস্করণে শুক্রবার এ তথ্য তুলে ধরা হয়েছে। মোট ৮৩ হাজার ৮৫৫ ভোট পেয়ে জয়ী হয়েছেন মরিয়ম। এনএ আসনে এটিই প্রথম জয় তার। মরিয়ম বর্তমানে পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজের (পিএমএল-এন) জ্যেষ্ঠ ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। নির্বাচন কমিশন শুক্রবার বেলা ১১ টা পর্যন্ত ৪৭ টি আসনের ফল বেসরকারিভাবে ঘোষণা করেছে। মুসলিম লিগের প্রধান সংগঠক মরিয়ম নওয়াজ লাহোরের ওই আসন থেকে ৮৩ হাজার ৮৫৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।  

আরো পড়ুন:পাকিস্তানে ১২৫ আসনে এগিয়ে ইমরানের পিটিআই সমর্থিতরা

মরিয়মের নিকটতম প্রতিদ্বন্দ্বী তেহরিক-ই-পাকিস্তান (পিটিআই)  দলের নেতা শেহজাদ ফারুক ৬৮ হাজার ৩৭৬ ভোট পেয়ে দ্বিতীয় হয়েছেন। গতকাল বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলে পাকিস্তানের বহুল প্রতীক্ষিত সাধারণ নির্বাচনে। এখনও ভোট গণনা চলছে। বাংলাদেশ সময় দুপুর আড়াইটা পর্যন্ত ঘোষিত ফলে দেখা যায়, সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)-সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা ৫০টি আসনে জয় পেয়েছেন।

আরো পড়ুন:আবারও নেতৃত্বে ফিরছেন বাবর আজম

৩১ আসন নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের দল পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন)। আর পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) প্রার্থীরা ২৮টি আসনে জয় পেয়েছেন।পাকিস্তানে ভোটার সংখ্যা ১২৮ মিলিয়ন। এ নির্বাচনে স্বতন্ত্র ও দল মিলিয়ে ১৭ হাজার ৮১৬ প্রার্থী জাতীয় পরিষদের ২৬৫টি, পাঞ্জাব পরিষদের ২৯৬টি, সিন্ধ পরিষদের ১৩০টি, খাইবার পাখতুনখোয়া প্রদেশের ১১৩টি ও বেলুচিস্তানের ৫১টিসহ মোট ৮৫৫ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।