Dhaka 5:33 pm, Monday, 20 May 2024

শেষের ভুলে অবিশ্বাস্য হার ম্যানইউর

হাইভোল্টেজ ম্যাচে চেলসির বিপক্ষে ম্যাচের ৯০+৯ মিনিট পর্যন্ত ৩-২ গোল ব্যবধানে এগিয়ে ছিল ম্যানচেস্টার ইউনাইটেড। কিন্তু ম্যাচের একদম শেষ মুহূর্তে পরপর দুই জোড়া পরাজয় দেখেছে রেড ডেভিলসরা। বৃহস্পতিবার (৪ এপ্রিল) ঘরের মাঠে ম্যাচের ২০ মিনিটের মধ্যে জোড়া লিড নেয় চেলসি। ম্যাচের চতুর্থ মিনিটে কনোর গালাগহার এবং ম্যাচের ১৯তম মিনিটে কোল পালমারের পেনাল্টিতে ২-০ ব্যবধানের লিড নেয় চেলসি। তবে ম্যাচের ৩৪তম মিনিটে কমায় ম্যানইউ। গোল করেন আলেজান্দ্রো গার্নাচো।

আরো পড়ুন:প্রিমিয়ার লিগে মৌসুম সেরা হবেন কে?

এরপর ম্যাচের ৩৯তম মিনিটে ব্রুনো ফার্নান্দেজের গোলে ফেরে সমতা দলটি। শেষ পর্যন্ত ২-২ গোলের সমতায় শেষ হয় প্রথমার্ধ। বিরতি থেকে ফিরে ম্যাচের ৬৭তম মিনিটে লিড নেয় রেড ডেভিলসরা। অ্যান্থনির ক্রসে দারুণ হেডে ব্যবধান বাড়ান গার্নাচো। এরপর ম্যাচের ৯০+৯ মিনিট পর্যন্ত এই গোলে তারা এগিয়েই ছিল। কিন্তু অবিশ্বাস্যভাবে ম্যাচের ৯০+১০ এবং ৯০+১১ মিনিটে দুই-দুটি গোল হজম করে ম্যানইউ। কোল পালমার পা থেকেই আসে গোল দুটি। শেষ পর্যন্ত পালমার হ্যাটট্রিকে অবিশ্বাস্য এক জয় পায় চেলসি। দারুণ এই জয়ে ২৯ ম্যাচে ৪৩ পয়েন্ট নিয়ে টেবিলের দশম স্থানে উঠে এসেছে ব্লুজরা। অন্যদিকে ৩০ ম্যাচে ৪৮ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে ম্যানইউ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপডেট সংবাদ

শেষের ভুলে অবিশ্বাস্য হার ম্যানইউর

Update Time : 04:26:23 pm, Friday, 5 April 2024

হাইভোল্টেজ ম্যাচে চেলসির বিপক্ষে ম্যাচের ৯০+৯ মিনিট পর্যন্ত ৩-২ গোল ব্যবধানে এগিয়ে ছিল ম্যানচেস্টার ইউনাইটেড। কিন্তু ম্যাচের একদম শেষ মুহূর্তে পরপর দুই জোড়া পরাজয় দেখেছে রেড ডেভিলসরা। বৃহস্পতিবার (৪ এপ্রিল) ঘরের মাঠে ম্যাচের ২০ মিনিটের মধ্যে জোড়া লিড নেয় চেলসি। ম্যাচের চতুর্থ মিনিটে কনোর গালাগহার এবং ম্যাচের ১৯তম মিনিটে কোল পালমারের পেনাল্টিতে ২-০ ব্যবধানের লিড নেয় চেলসি। তবে ম্যাচের ৩৪তম মিনিটে কমায় ম্যানইউ। গোল করেন আলেজান্দ্রো গার্নাচো।

আরো পড়ুন:প্রিমিয়ার লিগে মৌসুম সেরা হবেন কে?

এরপর ম্যাচের ৩৯তম মিনিটে ব্রুনো ফার্নান্দেজের গোলে ফেরে সমতা দলটি। শেষ পর্যন্ত ২-২ গোলের সমতায় শেষ হয় প্রথমার্ধ। বিরতি থেকে ফিরে ম্যাচের ৬৭তম মিনিটে লিড নেয় রেড ডেভিলসরা। অ্যান্থনির ক্রসে দারুণ হেডে ব্যবধান বাড়ান গার্নাচো। এরপর ম্যাচের ৯০+৯ মিনিট পর্যন্ত এই গোলে তারা এগিয়েই ছিল। কিন্তু অবিশ্বাস্যভাবে ম্যাচের ৯০+১০ এবং ৯০+১১ মিনিটে দুই-দুটি গোল হজম করে ম্যানইউ। কোল পালমার পা থেকেই আসে গোল দুটি। শেষ পর্যন্ত পালমার হ্যাটট্রিকে অবিশ্বাস্য এক জয় পায় চেলসি। দারুণ এই জয়ে ২৯ ম্যাচে ৪৩ পয়েন্ট নিয়ে টেবিলের দশম স্থানে উঠে এসেছে ব্লুজরা। অন্যদিকে ৩০ ম্যাচে ৪৮ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে ম্যানইউ।