Dhaka 7:01 am, Monday, 20 May 2024

খুলনায় এসএসসি ও সমমানের পরীক্ষার্থী ২৯ হাজার ৫৪৫

খুলনায় শুরু হয়েছে এসএসসি, দাখিল ও এসএসসি (ভোকেশনাল) পরীক্ষা। খুলনা মহানগরী ও জেলার ৮৬টি কেন্দ্রে এসএসসি, এসএসসি (ভোকেশনাল) ও দাখিল পরীক্ষায় অংশ নিচ্ছে ২৯  হাজার ৫৪৫ জন শিক্ষার্থী। বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) পরীক্ষার প্রথম দিন সকাল ১০টা থেকে শুরু হওয়া এই পরীক্ষা চলবে দুপুর ১টা পর্যন্ত। প্রথম দিনে এসএসসি’র বাংলা (আবশ্যিক) ১ম পত্র, দাখিলে কুরআন মাজিদ ও তাজভিদ এবং এসএসসি (ভোকেশনাল) বাংলা-২ পরীক্ষা অনুষ্ঠিত চলছে। খুলনা জেলা প্রশাসক দপ্তরের তথ্যমতে, এ বছর খুলনা মহানগরী ও জেলায় এসএসসি, এসএসসি (ভোকেশনাল) ও দাখিলে ২৯ হাজার ৫৫৪ জন শিক্ষার্থী এ পাবলিক পরীক্ষায় অংশ নিচ্ছে। মহানগী ও জেলায় এসএসসি, এসএসসি (ভোকেশনাল) ও দাখিলে পরীক্ষার কেন্দ্র ৮৬টি। এর মধ্যে এসএসসি পরীক্ষাধীদের কেন্দ্র হচ্ছে ৫৭টি, দাখিল পরীক্ষার্থীদের কেন্দ্র হচ্ছে ১৩টি ও এসএসসি (ভোকেশনাল) পরীক্ষার্থীদের কেন্দ্র সংখ্যা হচ্ছে ১৬টি

আরো পড়ুন:এসএসসি পরীক্ষা শুরু

এবারের এসএসসি ও দাখিল পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে খুলনা জেলা প্রশাসন বেশকিছু সিদ্ধান্ত গ্রহণ করেছেন সিদ্ধান্তগুলোর মধ্যে উল্লেখযোগ্য রয়েছে- নগরীর কেন্দ্র সমূহের জন্য অতিরিক্ত ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) দায়িত্ব পালন করবেন। উপজেলা পর্যায় কেন্দ্রসমূহে ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারা জারি এবং পরীক্ষা কেন্দ্রের আশেপাশে ২০০ গজের মধ্যে ফটোস্টাট মেশিন বন্ধ করার জন্য উপজেলা নির্বাহী অফিসারদেরকে অনুরোধ করা হয়েছে।

আরো পড়ুন:দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয়ে এসএসসি বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন

এসএসসি পরীক্ষায় যে বিষয়ে পরীক্ষা, সে বিষয়ের কোনো শিক্ষককে ঐদিন পরীক্ষা হলে কক্ষ পরিদর্শক হিসেবে নিয়োগ দেওয়া যাবে না। পরীক্ষা কেন্দ্রসমূহে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ এবং অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) খুলনাকে আহবায়ক করে তিন সদস্য বিশিষ্ট ভিজিলেন্স টিম গঠন করা হয়েছে। বিগত বছরগুলোতে যেসব শিক্ষক/ শিক্ষিকা পরিদর্শক হিসেবে দায়িত্ব পালনকালে বিভিন্ন কারণে বহিষ্কৃত হয়েছিলেন তাদের চলতি বছরে পরীক্ষার কোনো দায়িত্বে দেয়া যাবে না এবং যে বিষয়ের পরীক্ষা সে বিষয়ের কোনো শিক্ষককে ওইদিন পরীক্ষা হলে পরিদর্শক হিসেবে নিয়োগ দেওয়া যাবে না।

আপডেট সংবাদ

খুলনায় এসএসসি ও সমমানের পরীক্ষার্থী ২৯ হাজার ৫৪৫

Update Time : 05:03:23 pm, Thursday, 15 February 2024

খুলনায় শুরু হয়েছে এসএসসি, দাখিল ও এসএসসি (ভোকেশনাল) পরীক্ষা। খুলনা মহানগরী ও জেলার ৮৬টি কেন্দ্রে এসএসসি, এসএসসি (ভোকেশনাল) ও দাখিল পরীক্ষায় অংশ নিচ্ছে ২৯  হাজার ৫৪৫ জন শিক্ষার্থী। বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) পরীক্ষার প্রথম দিন সকাল ১০টা থেকে শুরু হওয়া এই পরীক্ষা চলবে দুপুর ১টা পর্যন্ত। প্রথম দিনে এসএসসি’র বাংলা (আবশ্যিক) ১ম পত্র, দাখিলে কুরআন মাজিদ ও তাজভিদ এবং এসএসসি (ভোকেশনাল) বাংলা-২ পরীক্ষা অনুষ্ঠিত চলছে। খুলনা জেলা প্রশাসক দপ্তরের তথ্যমতে, এ বছর খুলনা মহানগরী ও জেলায় এসএসসি, এসএসসি (ভোকেশনাল) ও দাখিলে ২৯ হাজার ৫৫৪ জন শিক্ষার্থী এ পাবলিক পরীক্ষায় অংশ নিচ্ছে। মহানগী ও জেলায় এসএসসি, এসএসসি (ভোকেশনাল) ও দাখিলে পরীক্ষার কেন্দ্র ৮৬টি। এর মধ্যে এসএসসি পরীক্ষাধীদের কেন্দ্র হচ্ছে ৫৭টি, দাখিল পরীক্ষার্থীদের কেন্দ্র হচ্ছে ১৩টি ও এসএসসি (ভোকেশনাল) পরীক্ষার্থীদের কেন্দ্র সংখ্যা হচ্ছে ১৬টি

আরো পড়ুন:এসএসসি পরীক্ষা শুরু

এবারের এসএসসি ও দাখিল পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে খুলনা জেলা প্রশাসন বেশকিছু সিদ্ধান্ত গ্রহণ করেছেন সিদ্ধান্তগুলোর মধ্যে উল্লেখযোগ্য রয়েছে- নগরীর কেন্দ্র সমূহের জন্য অতিরিক্ত ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) দায়িত্ব পালন করবেন। উপজেলা পর্যায় কেন্দ্রসমূহে ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারা জারি এবং পরীক্ষা কেন্দ্রের আশেপাশে ২০০ গজের মধ্যে ফটোস্টাট মেশিন বন্ধ করার জন্য উপজেলা নির্বাহী অফিসারদেরকে অনুরোধ করা হয়েছে।

আরো পড়ুন:দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয়ে এসএসসি বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন

এসএসসি পরীক্ষায় যে বিষয়ে পরীক্ষা, সে বিষয়ের কোনো শিক্ষককে ঐদিন পরীক্ষা হলে কক্ষ পরিদর্শক হিসেবে নিয়োগ দেওয়া যাবে না। পরীক্ষা কেন্দ্রসমূহে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ এবং অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) খুলনাকে আহবায়ক করে তিন সদস্য বিশিষ্ট ভিজিলেন্স টিম গঠন করা হয়েছে। বিগত বছরগুলোতে যেসব শিক্ষক/ শিক্ষিকা পরিদর্শক হিসেবে দায়িত্ব পালনকালে বিভিন্ন কারণে বহিষ্কৃত হয়েছিলেন তাদের চলতি বছরে পরীক্ষার কোনো দায়িত্বে দেয়া যাবে না এবং যে বিষয়ের পরীক্ষা সে বিষয়ের কোনো শিক্ষককে ওইদিন পরীক্ষা হলে পরিদর্শক হিসেবে নিয়োগ দেওয়া যাবে না।