Dhaka 1:47 pm, Monday, 20 May 2024

সবচেয়ে কম বলে ১০০০ ছক্কার রেকর্ড!

আইপিএলের এক মৌসুমে সবচেয়ে কম বলে ১০০০ ছক্কার রেকর্ড হলো। ২০২৪ আসরে মাত্র ৫৭ ম্যাচ ও ১৩,০৭৯ বলে এই কীর্তি হলো। এক মৌসুমে ১০০০ ছক্কা এর আগে মাত্র দুবারই হয়েছে ২০২২ ও ২০২৩ সালে।

গতকাল বুধবার সানরাইজার্স হায়দরাবাদ ও লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের ম্যাচে এই রেকর্ডটি স্পর্শ করা হয়। যেখানে লক্ষ্ণৌ ইনিংসের অষ্টম ওভারে জয়দেব উনাদকাটের বলে পর পর দু’টি ছক্কা মারেন ক্রুণাল পান্ডিয়া। দ্বিতীয় ছক্কাটি এ বারের আইপিএলের ১০০০তম ছক্কা। আইপিএলের ইতিহাসে কোনো বার এত কম বলে ১০০০ ছক্কা হয়নি।

আরও পড়ুন:ফের ঢাকার বায়ু অস্বাস্থ্যকর

২০২৩ সালে ১১২৪টি ছক্কা হয়েছিল। তার মধ্যে ১০০০টি ছক্কা মারতে লেগেছিল ১৫,৩৯০ বল। এত দিন সেটাই ছিল রেকর্ড। তার আগের বছর ২০২২ সালে ১০৬২টি ছক্কা মেরেছিলেন ব্যাটারেরা। ১৬,২৬৯ বল লেগেছিল ১০০০টি ছক্কা মারতে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপডেট সংবাদ

সবচেয়ে কম বলে ১০০০ ছক্কার রেকর্ড!

Update Time : 11:21:45 am, Thursday, 9 May 2024

আইপিএলের এক মৌসুমে সবচেয়ে কম বলে ১০০০ ছক্কার রেকর্ড হলো। ২০২৪ আসরে মাত্র ৫৭ ম্যাচ ও ১৩,০৭৯ বলে এই কীর্তি হলো। এক মৌসুমে ১০০০ ছক্কা এর আগে মাত্র দুবারই হয়েছে ২০২২ ও ২০২৩ সালে।

গতকাল বুধবার সানরাইজার্স হায়দরাবাদ ও লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের ম্যাচে এই রেকর্ডটি স্পর্শ করা হয়। যেখানে লক্ষ্ণৌ ইনিংসের অষ্টম ওভারে জয়দেব উনাদকাটের বলে পর পর দু’টি ছক্কা মারেন ক্রুণাল পান্ডিয়া। দ্বিতীয় ছক্কাটি এ বারের আইপিএলের ১০০০তম ছক্কা। আইপিএলের ইতিহাসে কোনো বার এত কম বলে ১০০০ ছক্কা হয়নি।

আরও পড়ুন:ফের ঢাকার বায়ু অস্বাস্থ্যকর

২০২৩ সালে ১১২৪টি ছক্কা হয়েছিল। তার মধ্যে ১০০০টি ছক্কা মারতে লেগেছিল ১৫,৩৯০ বল। এত দিন সেটাই ছিল রেকর্ড। তার আগের বছর ২০২২ সালে ১০৬২টি ছক্কা মেরেছিলেন ব্যাটারেরা। ১৬,২৬৯ বল লেগেছিল ১০০০টি ছক্কা মারতে।