
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ঢাকায় প্রথম পর্ব শেষে পয়েন্ট টেবিলের শীর্ষে ছিল খুলনা টাইগার্স। তবে সিলেট পর্ব ও ঢাকায় দ্বিতীয় পর্বের প্রথম দিনে জয় দিয়ে খুলনাকে হটিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে গেছে তারকাখচিত দল রংপুর রাইডার্স।
আরো পড়ুন:টস জিতে ফিল্ডিংয়ে বরিশাল
অন্যদিকে খুলনার পরই পয়েন্ট টেবিলে অবস্থান ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের। ৫ ম্যাচে ৩ জয়ে পয়েন্ট টেবিলের চার নম্বরে অবস্থান করছে তারা। আর সমান ম্যাচে ৪ জয়ে টেবিলের তিনে এনামুল হক বিজয়ের দল। চলতি বিপিএলের পয়েন্ট টেবিলে এগিয়ে যাওয়ার লক্ষ্যে প্রথমবারের মতো মুখোমুখি হচ্ছে দল দুটি।
বুধবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে হোম অব ক্রিকেট মিরপুরে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন কুমিল্লার অধিনায়ক লিটন দাস।
One thought on “টস জিতে ব্যাটিংয়ে কুমিল্লা”