ঢাকায় বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বিতীয় পর্ব শেষে চট্টগ্রামে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের টিম বাস। রোববার (১১ ফেব্রুয়ারি) সকালে সীতাকুন্ডে পৌঁছালে চট্টগ্রামের টিম বাসের সঙ্গে একটি ট্রাকের (লরি) সংঘর্ষ হয়। বিষয়টি নিশ্চিত করেছে দলটির একটি সূত্র। জানা গেছে, ঢাকা পর্বের দ্বিতীয় রাউন্ডের ম্যাচ শেষে ক্রিকেটারদের সরঞ্জাম নিয়ে টিম বাসটি চট্টগ্রাম অভিমুখে যাচ্ছিল। তবে বাসটিতে কোনো ক্রিকেটার ছিলেন না।
আরো পড়ুন:টস জিতে ফিল্ডিংয়ে বরিশাল
চট্টগ্রাম দলের টিম বয়রা বাসটিতে ছিলেন। তবে কারোর কোনো ক্ষয়ক্ষতি হয়নি। সবাই সুস্থ আছেন।ঘরোয়া এই টুর্নামেন্টের চলতি আসরে বেশ দাপট দেখাচ্ছে বন্দরনগরীর দলটি। ৮ ম্যাচে ৫ জয়ে ১০ পয়েন্টে টেবিলের তিনে তারা। তাই প্লে-অফের দৌড়ে ভালোভাবেই আছে দলটি।
https://youtu.be/z1fyDMxYccM?si=54XSYoHFqWlSg1dR
One thought on “দুর্ঘটনার কবলে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের টিম বাস”