র্যাব-১২, বগুড়া ক্যাম্প গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, শিবগঞ্জ থানার মামলা নং-২৩, তারিখ গত (৮ সেপ্টেম্বর) ২০১৫ ইং জিআর নং-২৮২/২০১৫ শিবগঞ্জ ও মামলা নং-২৩৪৯/১৫(দায়রা) মামলার সাজাপ্রাপ্ত আসামী বগুড়া জেলার কাহালু থানাধীন লোকনাথপাড়া এলাকায় অবস্থান করিতেছে।
এই গোপন সংবাদের ভিত্তিতে ১২/০২/২০২৪ তারিখ ০৩.০০ ঘটিকার সময় র্যাব-১২, সিপিএসসি, বগুড়ার একটি আভিযানিক দল উক্ত এলাকায় অভিযান পরিচালনা করে ৫ বছর ৫ মাসের সাজা এবং ৫০০০/-টাকা জরিমানা অনাদায়ে আরো ৫ মাসের কারাদন্ডপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামীকে গ্রেফতার করেন র্যাব সদস্যরা। গ্রেফতারকৃত আসামি বগুড়া জেলার দুপচাঁচিয়া থানার পোড়াপাড়া গ্রামের মৃত : আবু তাহের এর ছেলে মো: আবু তালেব কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সাজাপ্রাপ্ত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য দুপচাঁচিয়া থানা, বগুড়ায় সোপর্দ করা হয়েছে। উল্লেখ্য যে, ধৃত আসামী গ্রেফতার এড়াইতে ও মামলার সাজা হইতে পরিত্রান পাইতে স্থানীয় আত্মীয়স্বজন ও প্রতিবেশী হতে নিজেকে বিচ্ছিন্ন করে বিভিন্ন কৌশলে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলো।