Dhaka 9:38 am, Monday, 20 May 2024

ঝিনাইদহে হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন কারাদন্ড

ঝিনাইদহে মাছ চাষি শরিফুল ইসলাম টুলুকে হত্যা মামলার পাঁচ আসামিকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। রবিবার (০৩ মার্চ) সকালে ঝিনাইদহের অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক মো. বাহাউদ্দিন আহমেদ এ দন্ডাদেশ প্রদান করেন।
আদালত সূত্রে জানা যায়, ২০০৯ সালের ৭ সেপ্টেম্বর বিকেলে ঝিনাইদহ সদর উপজেলার লাউদিয়া গ্রামের একটি পুকুরে মাছের খাবার দিয়ে বাড়ি ফির ছিলেন ওই গ্রামের শফিকুল ইসলাম টুলু। সে সময় পূর্বশত্রুতার জের ধরে একই গ্রামের জাহিদুল ইসলাম, জসিম, খোকনসহ আরও কয়েকজন তাকে লোহার রড ও হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। সেখান থেকে তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতাল ও পরে খুলনা মেডিকেলে ভর্তি করা হলে পরদিন মারা যায়। এ ঘটনায় ওই বছরের ৯ সেপ্টেম্বর নিহতের ভাই সরফুদ্দিন বাদী হয়ে ৯ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। মামলার বিচারিক প্রক্রিয়া শেষে দোষী প্রমাণিত হওয়ায় আজ আসামি জাহিদুল, খোকন, ইলিয়াস, জসিম ও সেলিমকে যাবজ্জীবন কারাদন্ড ও প্রত্যেককে ৫ হাজার টাকা করে জরিমানা করেন বিচারক। এছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় কফিল, হাসানুজ্জামান ওরফে রনি, রিপন ও জাহিদুল নামের চার আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।
মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) ইসমাইল হোসেন বাদশা বলেন, হত্যাকান্ডের সঙ্গে জড়িত আসামিদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড হবে এমনটাই আশা ছিল। কিন্তু মহামান্য আদালত আসামিদের যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন। আদালতের রায়ে আমরা সন্তুষ্ট।

2 thoughts on “ঝিনাইদহে হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন কারাদন্ড

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপডেট সংবাদ

ঝিনাইদহে হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন কারাদন্ড

Update Time : 05:52:57 pm, Sunday, 3 March 2024
ঝিনাইদহে মাছ চাষি শরিফুল ইসলাম টুলুকে হত্যা মামলার পাঁচ আসামিকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। রবিবার (০৩ মার্চ) সকালে ঝিনাইদহের অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক মো. বাহাউদ্দিন আহমেদ এ দন্ডাদেশ প্রদান করেন।
আরো পড়ুন:ঝিনাইদহ প্রেস ইউনিটির প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
আদালত সূত্রে জানা যায়, ২০০৯ সালের ৭ সেপ্টেম্বর বিকেলে ঝিনাইদহ সদর উপজেলার লাউদিয়া গ্রামের একটি পুকুরে মাছের খাবার দিয়ে বাড়ি ফির ছিলেন ওই গ্রামের শফিকুল ইসলাম টুলু। সে সময় পূর্বশত্রুতার জের ধরে একই গ্রামের জাহিদুল ইসলাম, জসিম, খোকনসহ আরও কয়েকজন তাকে লোহার রড ও হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। সেখান থেকে তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতাল ও পরে খুলনা মেডিকেলে ভর্তি করা হলে পরদিন মারা যায়। এ ঘটনায় ওই বছরের ৯ সেপ্টেম্বর নিহতের ভাই সরফুদ্দিন বাদী হয়ে ৯ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। মামলার বিচারিক প্রক্রিয়া শেষে দোষী প্রমাণিত হওয়ায় আজ আসামি জাহিদুল, খোকন, ইলিয়াস, জসিম ও সেলিমকে যাবজ্জীবন কারাদন্ড ও প্রত্যেককে ৫ হাজার টাকা করে জরিমানা করেন বিচারক। এছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় কফিল, হাসানুজ্জামান ওরফে রনি, রিপন ও জাহিদুল নামের চার আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।
আরো পড়ুন:ঝিনাইদহে ছেলের বটির আঘাতে মায়ের মৃত্যু
মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) ইসমাইল হোসেন বাদশা বলেন, হত্যাকান্ডের সঙ্গে জড়িত আসামিদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড হবে এমনটাই আশা ছিল। কিন্তু মহামান্য আদালত আসামিদের যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন। আদালতের রায়ে আমরা সন্তুষ্ট।