Dhaka 3:32 am, Tuesday, 21 May 2024

কম দামে বিদেশি পোশাক মেলে যেখানে

বিত্তশালীরা অভিজাত বিপণি বিতান থেকে কেনাকাটা করলেও নিম্ন ও মধ্যবিত্ত আয়ের মানুষেরা ছুটছে বগুড়ার আদমদীঘির সান্তাহার পৌর শহরের রেলগেট এলাকায় স্বাধীনতামঞ্চ ঘেঁষে অস্থায়ীভাবে গড়ে ওঠা পুরাতন কাপড়ের মার্কেটে।
স্থানীয়ভাবে মার্কেটটি সবার কাছে ‘গাউনপট্টি’ নামেই পরিচিত। এই পুরাতন কাপড়ের মার্কেটে প্রতিদিন গড়ে প্রায় ৫ লাখ টাকার কাপড় বিক্রি হয় বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। এখানে প্রতিদিন সকাল থেকে রাত ১০টা পর্যন্ত বিভিন্ন শ্রেণি পেশার মানুষ পুরাতন কাপড় কিনে থাকে। সরেজমিনে দেখা যায়, সেখানে নিম্ন আয়ের মানুষের পাশাপাশি মধ্যবিত্তরাও এসেছে স্বল্প দামে গরম কাপড় কিনতে। স্বাধীনতা মঞ্চের উত্তর পাশের রেললাইন ঘেঁষে গড়ে ওঠা এসব দোকানে কোরিয়া, তাইওয়ান, জাপান ও চায়নাসহ বিভিন্ন দেশের পুরাতন ব্লেজার, জ্যাকেট, সোয়েটার, ট্রাউজার, মাফলার, টুপি, ফুলহাতা গেঞ্জি ও কম্বলসহ নানা ধরনের শীতবস্ত্র বিক্রি হচ্ছে। ব্যবসায়ীরা জানান, প্রতি শীত মৌসুমে নভেম্বর মাস থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত চলে পুরাতন শীতের কাপড়ের বেচা-কেনা। শীত মৌসুমে প্রতিটি দোকানে প্রতিদিন কমপক্ষে গড়ে ৫ থেকে ৭ হাজার টাকার কাপড় বিক্রি হয়। সেই হিসেবে শতাধিক দোকানে প্রতিদিন প্রায় ৫ লাখ টাকার মতো কাপড় বিক্রি হয়ে থাকে। পুরাতন মার্কেটে কাপড়ের ব্যবসা করেন গোলজার মৃধা। তিনি বলেন, ‘আমি শীত মৌসুমে এই গাউনপট্টিতে শীতের জামাকাপড় বিক্রি করি। এখানে সাধারণ নিম্নবিত্ত ও স্বল্প আয়ের লোকজন আসে। আবার মধ্যবিত্ত লোকেরাও আসেন। কমদামী কাপড়গুলো ১০০ থেকে ৪০০ টাকার মধ্যে, মাঝারি ধরনের গুলো ৪০০ থেকে ৬০০ টাকা আর কিছু দামী কাপড় ও কম্বল ১ হাজার থেকে শুরু করে বিভিন্ন দামে বিক্রি হয়ে থাকে। আরেক ব্যবসায়ী জুয়েল হোসেন বলেন এই গাউনপট্টিতে কম টাকায় সাধ্যের মধ্যে শীতের কাপড় কিনতে অনেকেই আসেন। শীত বাড়লেই আমাদের বেচাবিক্রি ভালো হয়। তখন দৈনিক গড়ে ৫ থেকে ৭ হাজার টাকার জামাকাপড় বিক্রি হয়। কোনো কোনো দিন ১০ হাজার টাকা পার হয়ে যায়।’
অটোভ্যান চালক নয়ন আলী বলেন, ‘শীতের সকালে গাড়ি চালাতে কষ্ট হয়। তাই কম দামে শীতের গরম জ্যাকেট কিনতে এখানে এসেছি। নতুন পোশাকের দোকানে একটি জ্যাকেট কিনতে গেলে দেড় থেকে দুই হাজার টাকার বেশি প্রয়োজন হয়। আর এখানে আমি মাত্র চার শ টাকায় মোটা কাপড়ের টুপিওয়ালা জ্যাকেট কিনতে পেরেছি। নওগাঁর বদলগাছি  থেকে শীতের সোয়েটার কিনতে এসেছেন কুলসম বেগম। তিনি জানান  এখানে কম দামে ভালো ভালো সোয়েটার পাওয়া যাচ্ছে। আমি আমার জন্য ৩০০ টাকা দিয়ে একটা সোয়েটার কিনেছি ও মেয়ের জন্য ৪৫০ টাকা দিয়ে একটা জ্যাকেট কিনেছি। সান্তাহার পুরাতন কাপড় মার্কেটের ব্যবসায়ী নিজামুল আমিন বৃত্তি বলেন, ‘প্রায় ৩০-৩২ বছর যাবৎ আমাদের এই মার্কেটটি নিন্ম ও মধ্যবিত্তদের কাছে অনেক জনপ্রিয়। বেল্ট বেঁধে বিভিন্ন দেশ থেকে এখানে কাপড়গুলো আসে। প্রতি বেল্ট ১০ হাজার টাকা থেকে শুরু করে নানা দামে কিনতে হয়। বেল্ট ভাঙার পর কাপড়গুলো বাছাই করে দোকানে সাজানো হয়। খদ্দেরের পছন্দের জিনিসের দাম মিটলে তা বিক্রি করে দেওয়া হয়। এসব দোকান ঘিরে শীত মৌসুমের চার মাস এখানে ৪০০-৫০০ মানুষের কর্মসংস্থান সৃষ্টি হয়।
https://youtu.be/YhDZNci9Up4?si=4Kr4YrbwCsjQfDO6

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপডেট সংবাদ

কম দামে বিদেশি পোশাক মেলে যেখানে

Update Time : 01:36:35 pm, Wednesday, 7 February 2024
বিত্তশালীরা অভিজাত বিপণি বিতান থেকে কেনাকাটা করলেও নিম্ন ও মধ্যবিত্ত আয়ের মানুষেরা ছুটছে বগুড়ার আদমদীঘির সান্তাহার পৌর শহরের রেলগেট এলাকায় স্বাধীনতামঞ্চ ঘেঁষে অস্থায়ীভাবে গড়ে ওঠা পুরাতন কাপড়ের মার্কেটে।
আরো পড়ুন: আদমদিঘীতে ভ্রাম্যমাণ আদালতে পাঁচজনের দন্ড
স্থানীয়ভাবে মার্কেটটি সবার কাছে ‘গাউনপট্টি’ নামেই পরিচিত। এই পুরাতন কাপড়ের মার্কেটে প্রতিদিন গড়ে প্রায় ৫ লাখ টাকার কাপড় বিক্রি হয় বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। এখানে প্রতিদিন সকাল থেকে রাত ১০টা পর্যন্ত বিভিন্ন শ্রেণি পেশার মানুষ পুরাতন কাপড় কিনে থাকে। সরেজমিনে দেখা যায়, সেখানে নিম্ন আয়ের মানুষের পাশাপাশি মধ্যবিত্তরাও এসেছে স্বল্প দামে গরম কাপড় কিনতে। স্বাধীনতা মঞ্চের উত্তর পাশের রেললাইন ঘেঁষে গড়ে ওঠা এসব দোকানে কোরিয়া, তাইওয়ান, জাপান ও চায়নাসহ বিভিন্ন দেশের পুরাতন ব্লেজার, জ্যাকেট, সোয়েটার, ট্রাউজার, মাফলার, টুপি, ফুলহাতা গেঞ্জি ও কম্বলসহ নানা ধরনের শীতবস্ত্র বিক্রি হচ্ছে। ব্যবসায়ীরা জানান, প্রতি শীত মৌসুমে নভেম্বর মাস থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত চলে পুরাতন শীতের কাপড়ের বেচা-কেনা। শীত মৌসুমে প্রতিটি দোকানে প্রতিদিন কমপক্ষে গড়ে ৫ থেকে ৭ হাজার টাকার কাপড় বিক্রি হয়। সেই হিসেবে শতাধিক দোকানে প্রতিদিন প্রায় ৫ লাখ টাকার মতো কাপড় বিক্রি হয়ে থাকে। পুরাতন মার্কেটে কাপড়ের ব্যবসা করেন গোলজার মৃধা। তিনি বলেন, ‘আমি শীত মৌসুমে এই গাউনপট্টিতে শীতের জামাকাপড় বিক্রি করি। এখানে সাধারণ নিম্নবিত্ত ও স্বল্প আয়ের লোকজন আসে। আবার মধ্যবিত্ত লোকেরাও আসেন। কমদামী কাপড়গুলো ১০০ থেকে ৪০০ টাকার মধ্যে, মাঝারি ধরনের গুলো ৪০০ থেকে ৬০০ টাকা আর কিছু দামী কাপড় ও কম্বল ১ হাজার থেকে শুরু করে বিভিন্ন দামে বিক্রি হয়ে থাকে। আরেক ব্যবসায়ী জুয়েল হোসেন বলেন এই গাউনপট্টিতে কম টাকায় সাধ্যের মধ্যে শীতের কাপড় কিনতে অনেকেই আসেন। শীত বাড়লেই আমাদের বেচাবিক্রি ভালো হয়। তখন দৈনিক গড়ে ৫ থেকে ৭ হাজার টাকার জামাকাপড় বিক্রি হয়। কোনো কোনো দিন ১০ হাজার টাকা পার হয়ে যায়।’
আরো পড়ুন: আদমদীঘিতে এক অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার
অটোভ্যান চালক নয়ন আলী বলেন, ‘শীতের সকালে গাড়ি চালাতে কষ্ট হয়। তাই কম দামে শীতের গরম জ্যাকেট কিনতে এখানে এসেছি। নতুন পোশাকের দোকানে একটি জ্যাকেট কিনতে গেলে দেড় থেকে দুই হাজার টাকার বেশি প্রয়োজন হয়। আর এখানে আমি মাত্র চার শ টাকায় মোটা কাপড়ের টুপিওয়ালা জ্যাকেট কিনতে পেরেছি। নওগাঁর বদলগাছি  থেকে শীতের সোয়েটার কিনতে এসেছেন কুলসম বেগম। তিনি জানান  এখানে কম দামে ভালো ভালো সোয়েটার পাওয়া যাচ্ছে। আমি আমার জন্য ৩০০ টাকা দিয়ে একটা সোয়েটার কিনেছি ও মেয়ের জন্য ৪৫০ টাকা দিয়ে একটা জ্যাকেট কিনেছি। সান্তাহার পুরাতন কাপড় মার্কেটের ব্যবসায়ী নিজামুল আমিন বৃত্তি বলেন, ‘প্রায় ৩০-৩২ বছর যাবৎ আমাদের এই মার্কেটটি নিন্ম ও মধ্যবিত্তদের কাছে অনেক জনপ্রিয়। বেল্ট বেঁধে বিভিন্ন দেশ থেকে এখানে কাপড়গুলো আসে। প্রতি বেল্ট ১০ হাজার টাকা থেকে শুরু করে নানা দামে কিনতে হয়। বেল্ট ভাঙার পর কাপড়গুলো বাছাই করে দোকানে সাজানো হয়। খদ্দেরের পছন্দের জিনিসের দাম মিটলে তা বিক্রি করে দেওয়া হয়। এসব দোকান ঘিরে শীত মৌসুমের চার মাস এখানে ৪০০-৫০০ মানুষের কর্মসংস্থান সৃষ্টি হয়।
আরো পড়ুন: উধাও পপি, ফেঁসে গেলেন তিন প্রযোজক
https://youtu.be/YhDZNci9Up4?si=4Kr4YrbwCsjQfDO6