Dhaka 12:47 am, Monday, 20 May 2024

চুরির অভিযোগে রাশিয়ায় গ্রেপ্তার মার্কিন সেনা

চুরির অভিযোগে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর এক সার্জেন্টকে গ্রেপ্তার করেছে রাশিয়া। গর্ডন ব্ল্যাক নামে ওই মার্কিন সেনা দক্ষিণ কোরিয়ায় নিযুক্ত ছিলেন। মঙ্গলবার (৭ মে) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।মার্কিন সেনাবাহিনীর বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, গর্ডন ব্ল্যাক নামে দক্ষিণ কোরিয়ায় নিযুক্ত মার্কিন সেনাবাহিনীর এক স্টাফ সার্জেন্টকে রাশিয়ায় গ্রেপ্তার করা হয়েছে।

আরো পড়ুন;যুদ্ধকে ‘না’ বলতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছি: প্রধানমন্ত্রী

বিবিসির মার্কিন অংশীদার সিবিএস জানিয়েছে, সার্জেন্ট গর্ডন ব্ল্যাকের বিরুদ্ধে একজন নারীর কাছ থেকে চুরি করার অভিযোগ রয়েছে। রাশিয়ার সুদূর পূর্বের শহর ভ্লাদিভোস্টকে গত ২ মে গ্রেপ্তার হন তিনি। তবে সেসময় তিনি সরকারি সফরে ছিলেন না। সোমবার হোয়াইট হাউসে (৬ মে) ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের মুখপাত্র জন কিরবি সাংবাদিকদের বলেছেন, যুক্তরাষ্ট্র ‘এই ঘটনার পাশাপাশি রাশিয়ার সঙ্গে সম্পর্কিত অন্যান্য বিষয় সম্পর্কেও অবগত’। তবে এ বিষয়ে বিস্তারিত জানাতে রাজি নন তিনি। মার্কিন সেনাবাহিনীর মুখপাত্র সিনথিয়া স্মিথ বলেছেন, রাশিয়ায় গ্রেপ্তার হওয়া ওই সৈনিক অপরাধমূলক অসদাচরণের অভিযোগের মুখোমুখি হচ্ছেন। মার্কিন সেনাবাহিনী তার পরিবারকে বিষয়টি অবহিত করেছে এবং মার্কিন পররাষ্ট্র দপ্তর তাকে উপযুক্ত কনস্যুলার সহায়তা প্রদান করছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপডেট সংবাদ

চুরির অভিযোগে রাশিয়ায় গ্রেপ্তার মার্কিন সেনা

Update Time : 11:48:42 am, Tuesday, 7 May 2024

চুরির অভিযোগে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর এক সার্জেন্টকে গ্রেপ্তার করেছে রাশিয়া। গর্ডন ব্ল্যাক নামে ওই মার্কিন সেনা দক্ষিণ কোরিয়ায় নিযুক্ত ছিলেন। মঙ্গলবার (৭ মে) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।মার্কিন সেনাবাহিনীর বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, গর্ডন ব্ল্যাক নামে দক্ষিণ কোরিয়ায় নিযুক্ত মার্কিন সেনাবাহিনীর এক স্টাফ সার্জেন্টকে রাশিয়ায় গ্রেপ্তার করা হয়েছে।

আরো পড়ুন;যুদ্ধকে ‘না’ বলতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছি: প্রধানমন্ত্রী

বিবিসির মার্কিন অংশীদার সিবিএস জানিয়েছে, সার্জেন্ট গর্ডন ব্ল্যাকের বিরুদ্ধে একজন নারীর কাছ থেকে চুরি করার অভিযোগ রয়েছে। রাশিয়ার সুদূর পূর্বের শহর ভ্লাদিভোস্টকে গত ২ মে গ্রেপ্তার হন তিনি। তবে সেসময় তিনি সরকারি সফরে ছিলেন না। সোমবার হোয়াইট হাউসে (৬ মে) ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের মুখপাত্র জন কিরবি সাংবাদিকদের বলেছেন, যুক্তরাষ্ট্র ‘এই ঘটনার পাশাপাশি রাশিয়ার সঙ্গে সম্পর্কিত অন্যান্য বিষয় সম্পর্কেও অবগত’। তবে এ বিষয়ে বিস্তারিত জানাতে রাজি নন তিনি। মার্কিন সেনাবাহিনীর মুখপাত্র সিনথিয়া স্মিথ বলেছেন, রাশিয়ায় গ্রেপ্তার হওয়া ওই সৈনিক অপরাধমূলক অসদাচরণের অভিযোগের মুখোমুখি হচ্ছেন। মার্কিন সেনাবাহিনী তার পরিবারকে বিষয়টি অবহিত করেছে এবং মার্কিন পররাষ্ট্র দপ্তর তাকে উপযুক্ত কনস্যুলার সহায়তা প্রদান করছে।