Dhaka 1:04 pm, Monday, 6 May 2024

মঞ্চে ফিরছে ‘মাধব মালঞ্চী’

অনেকদিন পর মঞ্চে ফিরছে থিয়েটার আর্ট ইউনিটের সাড়া জাগানো নাটক ‘মাধব মালঞ্চী’। আগামী শুক্র ও শনিবার (২৬ ও ২৭ এপ্রিল) সন্ধা ৭টায় নাটকটি প্রদর্শিত হবে রাজধানীর শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে। মৈমনসিংহ গীতিকা অবলম্বনে বিভাস চক্রবর্তী রচিত নাটকটির নির্দেশনা দিয়েছেন রোকেয়া রফিক বেবী।

আরো পড়ুন:সিয়াম-মেহজাবীনের রহস্যময় পোস্ট

নাটকটির কাহিনিধারায় দেখা যাবে দুর্লভ রাজার ছোটপুত্র মাধবকে। রাণীর মৃত্যুর পর রাজা এই মাধবকে লালন-পালনের দায়িত্ব দেন তার বড় পুত্রবধূ চন্দ্রবনকে। কিন্তু হঠাৎ অসুস্থতায় দুর্লভ রাজার মৃত্যুর সঙ্গে সঙ্গে রাজা হওয়ার বাসনায় রাজপুত্রদের মধ্যে শুরু হয় সংঘর্ষ। ভবিষ্যত রাজা ঠিক করার জন্য গণনা করা হয় এবং তিনবারই গণনায় মাধবের নাম আসে। এই ঘটনায় বড় ভাইয়েরা মাধবকে মেরে ফেলার চক্রান্ত শুরু করলে চন্দ্রবন আদরের দেবরকে পাঠিয়ে দেয় দূর দেশে। একদিন সুদর্শন মাধবের প্রেমে পড়ে রাজকন্যা মালঞ্চী। এভাবেই এগিয়ে যায় নাটকের কাহিনি।

আরো পড়ুন:আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প এবার স্টার সিনেপ্লেক্সে

‘মাধব মালঞ্চী’ নাটকের সংগীত পরিকল্পনায় রয়েছেন সেলিম মাহবুব। আলো ও মঞ্চ পরিকল্পনা করেছেন জুনায়েদ ইউসুফ। সহনির্দেশনায় রয়েছেন মোকাদ্দেম মোরশেদ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপডেট সংবাদ

মঞ্চে ফিরছে ‘মাধব মালঞ্চী’

Update Time : 06:50:50 pm, Tuesday, 23 April 2024

অনেকদিন পর মঞ্চে ফিরছে থিয়েটার আর্ট ইউনিটের সাড়া জাগানো নাটক ‘মাধব মালঞ্চী’। আগামী শুক্র ও শনিবার (২৬ ও ২৭ এপ্রিল) সন্ধা ৭টায় নাটকটি প্রদর্শিত হবে রাজধানীর শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে। মৈমনসিংহ গীতিকা অবলম্বনে বিভাস চক্রবর্তী রচিত নাটকটির নির্দেশনা দিয়েছেন রোকেয়া রফিক বেবী।

আরো পড়ুন:সিয়াম-মেহজাবীনের রহস্যময় পোস্ট

নাটকটির কাহিনিধারায় দেখা যাবে দুর্লভ রাজার ছোটপুত্র মাধবকে। রাণীর মৃত্যুর পর রাজা এই মাধবকে লালন-পালনের দায়িত্ব দেন তার বড় পুত্রবধূ চন্দ্রবনকে। কিন্তু হঠাৎ অসুস্থতায় দুর্লভ রাজার মৃত্যুর সঙ্গে সঙ্গে রাজা হওয়ার বাসনায় রাজপুত্রদের মধ্যে শুরু হয় সংঘর্ষ। ভবিষ্যত রাজা ঠিক করার জন্য গণনা করা হয় এবং তিনবারই গণনায় মাধবের নাম আসে। এই ঘটনায় বড় ভাইয়েরা মাধবকে মেরে ফেলার চক্রান্ত শুরু করলে চন্দ্রবন আদরের দেবরকে পাঠিয়ে দেয় দূর দেশে। একদিন সুদর্শন মাধবের প্রেমে পড়ে রাজকন্যা মালঞ্চী। এভাবেই এগিয়ে যায় নাটকের কাহিনি।

আরো পড়ুন:আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প এবার স্টার সিনেপ্লেক্সে

‘মাধব মালঞ্চী’ নাটকের সংগীত পরিকল্পনায় রয়েছেন সেলিম মাহবুব। আলো ও মঞ্চ পরিকল্পনা করেছেন জুনায়েদ ইউসুফ। সহনির্দেশনায় রয়েছেন মোকাদ্দেম মোরশেদ।