Dhaka 10:29 pm, Tuesday, 2 July 2024

শান্তর অধিনায়কত্বে উন্নতি দেখছেন লিটন

সাম্প্রতিক সময়ে ব্যাট হাতে ব্যর্থতার বৃত্তেই ঘুরপাক খাচ্ছেন ওপেনার লিটন দাস। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াডে তার থাকা নিয়েও কম জলঘোলা হয়নি। তবে সব কিছু এড়িয়ে দলের সঙ্গে এখন যুক্তরাষ্ট্রে উইকেটকিপার এই ব্যাটার। নিজের চেনা ছন্দে ফেরার জন্য প্রতিনিয়ত চেষ্টা করছেন ক্ল্যাসিক এই ওপেনার। আর বিশ্বমঞ্চে অভিজ্ঞ এই ওপেনারের কাছে টাইগার সমর্থকদের প্রত্যাশাও বেশ। বিশ্বকাপে পাড়ি জমানোর আগে স্কোয়াডে থাকা ক্রিকেটারদের সাক্ষাৎকার নিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ধারাবাহিকভাবে সেসব সাক্ষাৎকার প্রকাশ করছে বিসিবি।মঙ্গলবার (২১ মে) লিটনের সাক্ষাৎকার প্রকাশ করে দেশের ক্রিকেটের নিয়ন্তা সংস্থা। সেই সাক্ষাৎকারে ক্রিকেট নিয়ে অনেক কথাই শুনিয়েছেন এই উইকেটরক্ষক-ব্যাটার। আলাপে লিটনের ভাষ্য, ‘আমার অনেক মানুষই আছে যে কিনা আমাকে মোটিভেট করে সবসময়। অনেক কোচই আছে, যাদের সঙ্গে কথা হয়; যারা কি না আমাকে মোটিভেট করে। আসলে এই সময়ে মোটিভেট করাটা অনেক বড় বিষয়। সবচেয়ে আমার কাছের মানুষ হচ্ছে স্ত্রী। সবসময় আমাকে সাহস দেয়, এর থেকে আর বড় কিছু লাগে না।’

আরও পড়ুন:একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন শুরু ২৬ মে

এদিকে বিশ্বমঞ্চে মাঠে নামার আগে স্বাগতিকদের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে টাইগাররা। মঙ্গলবার (২১ মে) মাঠে গড়াচ্ছে এই সিরিজের প্রথম ম্যাচ। প্রেইরি ভিউ ক্রিকেট কমপ্লেক্সে বাংলাদেশ সময় রাত ৯টায় শুরু হবে ম্যাচটি। বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের সিরিজের দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ ২৩ ও ২৫ মে অনুষ্ঠিত হবে। একই ভেন্যুতে সিরিজের সবকটি ম্যাচ অনুষ্ঠিত হবে। সিরিজের পরের ম্যাচ দুটিও একই সময়ে অনুষ্ঠিত হবে। অন্যদিকে আগামী ২ জুন থেকে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর মাঠে গড়াচ্ছে। ২০ দলের এই টুর্নামেন্টে বাংলাদেশের অভিযান শুরু হবে ৮ জুন। যুক্তরাষ্ট্রের ডালাসে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু করবে শান্তর দল। ১০ জুন দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলবে টাইগাররা। পরবর্তীতে ১৩ জুন নেদারল্যান্ডস এবং ১৭ জুন নেপালের বিপক্ষে ম্যাচ দিয়ে গ্রুপ পর্ব শেষ করবে লাল-সবুজের প্রতিনিধিরা।

One thought on “শান্তর অধিনায়কত্বে উন্নতি দেখছেন লিটন

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

শান্তর অধিনায়কত্বে উন্নতি দেখছেন লিটন

Update Time : 01:39:40 pm, Tuesday, 21 May 2024

সাম্প্রতিক সময়ে ব্যাট হাতে ব্যর্থতার বৃত্তেই ঘুরপাক খাচ্ছেন ওপেনার লিটন দাস। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াডে তার থাকা নিয়েও কম জলঘোলা হয়নি। তবে সব কিছু এড়িয়ে দলের সঙ্গে এখন যুক্তরাষ্ট্রে উইকেটকিপার এই ব্যাটার। নিজের চেনা ছন্দে ফেরার জন্য প্রতিনিয়ত চেষ্টা করছেন ক্ল্যাসিক এই ওপেনার। আর বিশ্বমঞ্চে অভিজ্ঞ এই ওপেনারের কাছে টাইগার সমর্থকদের প্রত্যাশাও বেশ। বিশ্বকাপে পাড়ি জমানোর আগে স্কোয়াডে থাকা ক্রিকেটারদের সাক্ষাৎকার নিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ধারাবাহিকভাবে সেসব সাক্ষাৎকার প্রকাশ করছে বিসিবি।মঙ্গলবার (২১ মে) লিটনের সাক্ষাৎকার প্রকাশ করে দেশের ক্রিকেটের নিয়ন্তা সংস্থা। সেই সাক্ষাৎকারে ক্রিকেট নিয়ে অনেক কথাই শুনিয়েছেন এই উইকেটরক্ষক-ব্যাটার। আলাপে লিটনের ভাষ্য, ‘আমার অনেক মানুষই আছে যে কিনা আমাকে মোটিভেট করে সবসময়। অনেক কোচই আছে, যাদের সঙ্গে কথা হয়; যারা কি না আমাকে মোটিভেট করে। আসলে এই সময়ে মোটিভেট করাটা অনেক বড় বিষয়। সবচেয়ে আমার কাছের মানুষ হচ্ছে স্ত্রী। সবসময় আমাকে সাহস দেয়, এর থেকে আর বড় কিছু লাগে না।’

আরও পড়ুন:একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন শুরু ২৬ মে

এদিকে বিশ্বমঞ্চে মাঠে নামার আগে স্বাগতিকদের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে টাইগাররা। মঙ্গলবার (২১ মে) মাঠে গড়াচ্ছে এই সিরিজের প্রথম ম্যাচ। প্রেইরি ভিউ ক্রিকেট কমপ্লেক্সে বাংলাদেশ সময় রাত ৯টায় শুরু হবে ম্যাচটি। বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের সিরিজের দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ ২৩ ও ২৫ মে অনুষ্ঠিত হবে। একই ভেন্যুতে সিরিজের সবকটি ম্যাচ অনুষ্ঠিত হবে। সিরিজের পরের ম্যাচ দুটিও একই সময়ে অনুষ্ঠিত হবে। অন্যদিকে আগামী ২ জুন থেকে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর মাঠে গড়াচ্ছে। ২০ দলের এই টুর্নামেন্টে বাংলাদেশের অভিযান শুরু হবে ৮ জুন। যুক্তরাষ্ট্রের ডালাসে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু করবে শান্তর দল। ১০ জুন দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলবে টাইগাররা। পরবর্তীতে ১৩ জুন নেদারল্যান্ডস এবং ১৭ জুন নেপালের বিপক্ষে ম্যাচ দিয়ে গ্রুপ পর্ব শেষ করবে লাল-সবুজের প্রতিনিধিরা।