দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনিতে কয়লা উত্তোলন সাময়িক বন্ধ হয়েছে। এতে বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রে উৎপাদন কমেছে ৫০ মেগাওয়াড।১২০৯ নং ফেইজের উত্তোলন যোগ্য কয়লা শেষ হওয়ায় মঙ্গলবার (২ জুলাই) থেকে কয়লা উত্তোলন সাময়িক বন্ধ করা হয়। যত্রপাতি স্থাপন করে নতুন ফেইজ থেকে কয়লা উত্তোলন শুরু হতে দুই মাস পযন্ত বন্ধ থাকবে কয়লা উত্তোলন, এ কারনে আপৎকালিন সময়ে বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদন ৩০০ মমেগওয়াড থেকে কমিয়েছে এখন উৎপাদন হচ্ছে ২৮০ মেগওয়াড।
আরো পড়ুন:কোটা বাতিলের দাবিতে শাহবাগে ঢাবি শিক্ষার্থীদের অবস্থান
খনি কর্তৃপক্ষ বলছেন খনির নিয়োমিত কাজের অংশ হিসেবে ফেইজের উত্তোলন যোগ্য কয়লা শেষ হলে, নতুন ফেইজ তৈরীর জন্য কয়লা উত্তোলন বন্ধ করা হয়। এই কাজের ধারাবাহিকতায় ১২০৯ নং ফেইজের উত্তোলন যোগ্য কয়লা শেষ হওয়ায়, কয়লা উত্তোলন বন্ধ করা হয়। নতুন ১৪১৪ নং ফেইজে যন্ত্রপাতি স্থাপন করে চলতি সনের আগামী আগষ্ট মাসের শেষ সপ্তাহ থেকে আবারো উৎপাদন শুরু করা হবে।এছাড়া বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্র পরিচালনার জন্য এক লাখ ৭৫ হাজার টন কয়লা আপৎকালিন মজুদ রয়েছে বলে জানিয়েছেন খনি কর্তৃপক্ষ।এদিকে বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী আবু বককর সিদ্দিক জানায় চলতি সনের আগামী সেপ্টেম্বর পযন্ত ২লাখ ৫০ হাজার টন কয়লার প্রয়োজন, কিন্তু আপৎকালিন মজুদ এক লাখ ৭৫ হাজার টন হওয়ায়, তাপ বিদ্যুৎ কেন্দ্রের ৪৫ থেকে ৫০ মেগওয়াড উৎপাদন কমিয়েছেন। তিনি বলেন ১নং ইউনিটে ৮০ মেগওয়াড থেকে কমিয়ে ৬০-৬৫ মেগওয়াড ও ৩নং ইউনিটে ২৫০ মেগওয়াড থেকে কমিয়ে ২২০ মেগওয়াড উৎপাদন করা হচ্ছে।বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানী লিমিটেড ( বড়পুকুরিয়া কয়লা খনির) ব্যাবস্থাপনা পরিচালক (এমডি) প্রকৌশলী সাইফুল ইসলাম সরকার বলেন খনির নিয়োমিত কাজের অংশ হিসেবে একটি ফেইজ থেকে নতুন ফেইজে যন্ত্রপাতি স্থাপন করতে তিন মাস সময় প্রয়োজন হয়, এজন্য কয়লা উত্তোলন সাময়িক বন্ধ থাকে। তবে তিনি আশা প্রকাশ করে বলেন চলতি সনের আগামী আগষ্ট মাসের শেষ ভাগ থেকে নতুন ফেইজ থেকে কয়লা উত্তোলন শুরু করা হবে।