Dhaka 7:44 pm, Tuesday, 2 July 2024

বিএনপির ইফতারির মেন্যুতে পরিবর্তনের কারণ জানালেন মির্জা আব্বাস

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস জানিয়েছেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে বিএনপির ইফতারিতে অনেক পরিবর্তন এসেছে। এ ছাড়া দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিসহ নানা কারণে দেশের মানুষ ভাল নেই বলে অভিযোগ করেছেন তিনি। মঙ্গলবার (১২ মার্চ) রাজধানীর ইস্কাটনের লেডিস ক্লাবে এক ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন। ওলামা মাশায়েখ ও এতিমদের সম্মানে এ ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করে বিএনপি। এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সভাপতিত্ব করেন স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। ইফতার মাহফিলে শতাধিক অতিথি উপস্থিতি ছিলেন।

আরো পড়ুন:রমজান উপলক্ষে দেশবাসীকে ফখরুলের মোবারকবাদ

মির্জা আব্বাস বলেন, একটা কথা মনে রাখতে হবে- নমরুদ, ফেরাউনও টিকে থাকতে পারে নাই। এদের ক্ষমতা দীর্ঘস্থায়ী হতে পারে, তবে চিরস্থায়ী নয়। পৃথিবীর কোনো স্বৈরশাসন টিকে থাকতে পারে নাই, পারবেও না। স্বৈরাচার সরকারকে একদিন বিদায় নিতে হবে, ইনশাআল্লাহ।

এসময় উপস্থিত ছিলেন দলটির স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায়, ড. আবদুর মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, চেয়ারপার্সনের মিডিয়া উইং কর্মকর্তা শামসুউদ্দিন দিদার, মিডিয়া সেলের সদস্য শায়রুর কবির খান প্রমুখ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বিএনপির ইফতারির মেন্যুতে পরিবর্তনের কারণ জানালেন মির্জা আব্বাস

Update Time : 02:24:08 pm, Wednesday, 13 March 2024

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস জানিয়েছেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে বিএনপির ইফতারিতে অনেক পরিবর্তন এসেছে। এ ছাড়া দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিসহ নানা কারণে দেশের মানুষ ভাল নেই বলে অভিযোগ করেছেন তিনি। মঙ্গলবার (১২ মার্চ) রাজধানীর ইস্কাটনের লেডিস ক্লাবে এক ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন। ওলামা মাশায়েখ ও এতিমদের সম্মানে এ ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করে বিএনপি। এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সভাপতিত্ব করেন স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। ইফতার মাহফিলে শতাধিক অতিথি উপস্থিতি ছিলেন।

আরো পড়ুন:রমজান উপলক্ষে দেশবাসীকে ফখরুলের মোবারকবাদ

মির্জা আব্বাস বলেন, একটা কথা মনে রাখতে হবে- নমরুদ, ফেরাউনও টিকে থাকতে পারে নাই। এদের ক্ষমতা দীর্ঘস্থায়ী হতে পারে, তবে চিরস্থায়ী নয়। পৃথিবীর কোনো স্বৈরশাসন টিকে থাকতে পারে নাই, পারবেও না। স্বৈরাচার সরকারকে একদিন বিদায় নিতে হবে, ইনশাআল্লাহ।

এসময় উপস্থিত ছিলেন দলটির স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায়, ড. আবদুর মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, চেয়ারপার্সনের মিডিয়া উইং কর্মকর্তা শামসুউদ্দিন দিদার, মিডিয়া সেলের সদস্য শায়রুর কবির খান প্রমুখ।