Dhaka 8:10 pm, Tuesday, 2 July 2024

নিউইয়র্কে ৪ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক ও আশপাশের অঞ্চলে আঘাত হেনেছে ৪ দশমিক ৮ মাত্রার একটি ভূমিকম্প। স্থানীয় সময় শুক্রবার (৫ এপ্রিল) সকালে ভূমিকম্পে কেঁপে ওঠে নিউইয়র্ক। মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজ জানিয়েছে, নিউইয়র্কের ৪০ মাইল উত্তরের নিউ জার্সির লেবানন নামক এলাকায় ভূমিকম্পটির উৎপত্তি হয়েছিল। গতকাল সকালে নিউইয়র্ক সিটির অসংখ্য মানুষ কম্পন অনুভব করেন। ওই সময় অনেক বাড়ি ঘর কেঁপে ওঠে। পরবর্তীতে আনুষ্ঠানিকভাবে জানানো হয় এটি একটি ভূমিকম্প ছিল।

আরো পড়ুন:তাইওয়ানে শক্তিশালী ভূমিকম্প, কাঁপল আরো ৩ দেশ

নিউইয়র্কের গভর্নর ক্যাথি হোচুল মাইক্রো ব্লগিং সাইটে ভূমিকম্পের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি এক্সে লিখেছেন, “পূর্ব ম্যানহাটনে ৪ দশমিক ৮ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে এবং এটি পুরো নিউইয়র্কে অনুভূত হয়েছে। কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কি না সেটি নিরূপণ করছে আমার দল। আমরা এ ব্যাপারে সাধারণ মানুষকে আরও অবহিত করব।”

আরো পড়ুন:যুক্তরাষ্ট্রে গুলিতে বাংলাদেশি নিহত, সুষ্ঠু তদন্তের আশা পররাষ্ট্রমন্ত্রীর

সংবাদমাধ্যম সিবিএস জানিয়েছে, নিউইয়র্ক পুলিশ জানিয়েছে, তারা এখন পর্যন্ত কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবর পায়নি। পূর্ব উপকূল এবং নিউইয়র্ক সিটিতে ভূমিকম্পের আঘাত এই প্রথম নয়। ২০১১ সালে, ভার্জিনিয়ায় একটি ৫ দশমিক 8 মাত্রার ভূমিকম্প আঘাত হানে। ১৮৮৪ সালে নিউইয়র্ক সিটিতে একটি ৫ দশমিক ০ মাত্রার ভূমিকম্প পরিমাপ করা হয়েছিল।

One thought on “নিউইয়র্কে ৪ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

নিউইয়র্কে ৪ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প

Update Time : 01:41:58 pm, Saturday, 6 April 2024

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক ও আশপাশের অঞ্চলে আঘাত হেনেছে ৪ দশমিক ৮ মাত্রার একটি ভূমিকম্প। স্থানীয় সময় শুক্রবার (৫ এপ্রিল) সকালে ভূমিকম্পে কেঁপে ওঠে নিউইয়র্ক। মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজ জানিয়েছে, নিউইয়র্কের ৪০ মাইল উত্তরের নিউ জার্সির লেবানন নামক এলাকায় ভূমিকম্পটির উৎপত্তি হয়েছিল। গতকাল সকালে নিউইয়র্ক সিটির অসংখ্য মানুষ কম্পন অনুভব করেন। ওই সময় অনেক বাড়ি ঘর কেঁপে ওঠে। পরবর্তীতে আনুষ্ঠানিকভাবে জানানো হয় এটি একটি ভূমিকম্প ছিল।

আরো পড়ুন:তাইওয়ানে শক্তিশালী ভূমিকম্প, কাঁপল আরো ৩ দেশ

নিউইয়র্কের গভর্নর ক্যাথি হোচুল মাইক্রো ব্লগিং সাইটে ভূমিকম্পের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি এক্সে লিখেছেন, “পূর্ব ম্যানহাটনে ৪ দশমিক ৮ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে এবং এটি পুরো নিউইয়র্কে অনুভূত হয়েছে। কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কি না সেটি নিরূপণ করছে আমার দল। আমরা এ ব্যাপারে সাধারণ মানুষকে আরও অবহিত করব।”

আরো পড়ুন:যুক্তরাষ্ট্রে গুলিতে বাংলাদেশি নিহত, সুষ্ঠু তদন্তের আশা পররাষ্ট্রমন্ত্রীর

সংবাদমাধ্যম সিবিএস জানিয়েছে, নিউইয়র্ক পুলিশ জানিয়েছে, তারা এখন পর্যন্ত কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবর পায়নি। পূর্ব উপকূল এবং নিউইয়র্ক সিটিতে ভূমিকম্পের আঘাত এই প্রথম নয়। ২০১১ সালে, ভার্জিনিয়ায় একটি ৫ দশমিক 8 মাত্রার ভূমিকম্প আঘাত হানে। ১৮৮৪ সালে নিউইয়র্ক সিটিতে একটি ৫ দশমিক ০ মাত্রার ভূমিকম্প পরিমাপ করা হয়েছিল।