Dhaka 8:05 pm, Tuesday, 2 July 2024

ঘূর্ণিঝড়ের সময় হাতের কাছে রাখবেন যেসব দরকারি জিনিস

সব জায়গায় ঘূর্ণিঝড়ের প্রভাব এক হয় না। ফলে পরিস্থিতি কতটা গুরুতর হতে পারে তা আগে থেকে আঁচ করা সবসময় সম্ভব হয় না। আর তাই আসন্ন বিপর্যয়কে নগণ্য করে দেখার কোনো সুযোগ নেই। যে কোনও বড়সড় ঘূর্ণিঝড়ের প্রভাব সামলাতে কিছু পূর্বপ্রস্তুতি লাগে। তাই পূর্বপ্রস্তুতির অংশ হিসেবে কিছু জিনিস সবসময় হাতের কাছে রাখা ভালো। সাইক্লোন রেমালের সময়ও এই জিনিসগুলো কাজে লাগবে। ন্যাশনাল ডিসাস্টার ম্যানেজমেন্ট অথরিটির সূত্র অনুযায়ী, এই জিনিসগুলোকে এমার্জেন্সি কিট বলা হচ্ছে। ঝড়বৃষ্টি চলাকালীন এই জিনিসগুলো হাতের কাছে রাখুন সবসময়। এতে বড়সড় বিপদ হলেও নিরাপদে থাকা সম্ভব হবে।

আরও পড়ুন:যেদিন উপকূলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ‘রেমাল’

সাইক্লোন চলাকালীন যেসব জিনিস কাছে রাখবেন—

  • একটি ব্যাটারিচালিত টর্চ রাখুন। বিদ্যুৎ চলে গেলে দরকার পড়বে।
  • এক্সট্রা ব্যাটারিও সঙ্গে রাখুন।
  • ব্যাটারিচালিত রেডিও সঙ্গে রাখুন।
  • ফার্ট এড করার জন্য প্রয়োজনীয় জিনিসপত্র কাছে রাখুন। একইসঙ্গে প্রয়োজনীয় ওষুধও কাছে রাখুন।
  • জরুরি কাগজপত্র সব আলাদা করে রাখুন। যাতে সেগুলো কোনোভাবে পানি ভিজে না যায়। এর মধ্যে যেমন মার্কশিট, সার্টিফিকেট রয়েছে, তেমনই পরিচয়পত্রগুলোও রয়েছে।
  • ন্যাশনাল আইডি কার্ড, রেশন কার্ডের মতো পরিচয়পত্র আলাদা করে কাছে রাখুন। এগুলি ত্রাণের কাজ বা প্রশাসনের দরকারে দেখাতে হলেও হতে পারে।
  • কিছু হালকা ও শুকনো খাবার প্যাকেট করে কাছে রেখে দিন।
  • পর্যাপ্ত পরিমাণে পানি সঙ্গে রাখুন।
  • মোমবাতি ও দেশলাই সঙ্গে রাখুন।
  • একটি ছুরি সঙ্গে রাখুন দরকারে।
  • ক্লোরিন ট্যাবলেট ও পাউডার দিয়ে পানি পরিশ্রুত করা যায় এমন ওয়াটার পিউরিফায়ার রাখুন কাছে।
  • হাতে যথেষ্ট নগদ টাকা রাখা জরুরি।
  • মোটা দড়ি যদি ঘরে থাকে, তবে সেটি কাছে এনে রাখুন। কোনও কারণে ঘরে পানি ঢুকলে বা বাসযোগ্য অবস্থা না থাকলে দড়ির সাহায্যে জিনিসপত্র বেঁধে বাঁচানো সম্ভব।
  • জুতোও সঙ্গে রাখুন প্রয়োজনমতো।
  • মোবাইল ফোন সঙ্গে রাখুন। কোনও প্রয়োজন হলে প্রশাসনের হেল্পলাইন নম্বরে ফোন করে দ্রুত সাহায্য চাইতে পারবেন।
  • ল্যাপটপ ও ফোনের মতো নির্দিষ্ট কিছু ইলেকট্রনিক যন্ত্রপাতিই শুধু কাছে রাখুন। যা না থাকলে সমস্যায় পড়তে হতে পারে।

One thought on “ঘূর্ণিঝড়ের সময় হাতের কাছে রাখবেন যেসব দরকারি জিনিস

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

ঘূর্ণিঝড়ের সময় হাতের কাছে রাখবেন যেসব দরকারি জিনিস

Update Time : 12:10:07 pm, Sunday, 26 May 2024

সব জায়গায় ঘূর্ণিঝড়ের প্রভাব এক হয় না। ফলে পরিস্থিতি কতটা গুরুতর হতে পারে তা আগে থেকে আঁচ করা সবসময় সম্ভব হয় না। আর তাই আসন্ন বিপর্যয়কে নগণ্য করে দেখার কোনো সুযোগ নেই। যে কোনও বড়সড় ঘূর্ণিঝড়ের প্রভাব সামলাতে কিছু পূর্বপ্রস্তুতি লাগে। তাই পূর্বপ্রস্তুতির অংশ হিসেবে কিছু জিনিস সবসময় হাতের কাছে রাখা ভালো। সাইক্লোন রেমালের সময়ও এই জিনিসগুলো কাজে লাগবে। ন্যাশনাল ডিসাস্টার ম্যানেজমেন্ট অথরিটির সূত্র অনুযায়ী, এই জিনিসগুলোকে এমার্জেন্সি কিট বলা হচ্ছে। ঝড়বৃষ্টি চলাকালীন এই জিনিসগুলো হাতের কাছে রাখুন সবসময়। এতে বড়সড় বিপদ হলেও নিরাপদে থাকা সম্ভব হবে।

আরও পড়ুন:যেদিন উপকূলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ‘রেমাল’

সাইক্লোন চলাকালীন যেসব জিনিস কাছে রাখবেন—

  • একটি ব্যাটারিচালিত টর্চ রাখুন। বিদ্যুৎ চলে গেলে দরকার পড়বে।
  • এক্সট্রা ব্যাটারিও সঙ্গে রাখুন।
  • ব্যাটারিচালিত রেডিও সঙ্গে রাখুন।
  • ফার্ট এড করার জন্য প্রয়োজনীয় জিনিসপত্র কাছে রাখুন। একইসঙ্গে প্রয়োজনীয় ওষুধও কাছে রাখুন।
  • জরুরি কাগজপত্র সব আলাদা করে রাখুন। যাতে সেগুলো কোনোভাবে পানি ভিজে না যায়। এর মধ্যে যেমন মার্কশিট, সার্টিফিকেট রয়েছে, তেমনই পরিচয়পত্রগুলোও রয়েছে।
  • ন্যাশনাল আইডি কার্ড, রেশন কার্ডের মতো পরিচয়পত্র আলাদা করে কাছে রাখুন। এগুলি ত্রাণের কাজ বা প্রশাসনের দরকারে দেখাতে হলেও হতে পারে।
  • কিছু হালকা ও শুকনো খাবার প্যাকেট করে কাছে রেখে দিন।
  • পর্যাপ্ত পরিমাণে পানি সঙ্গে রাখুন।
  • মোমবাতি ও দেশলাই সঙ্গে রাখুন।
  • একটি ছুরি সঙ্গে রাখুন দরকারে।
  • ক্লোরিন ট্যাবলেট ও পাউডার দিয়ে পানি পরিশ্রুত করা যায় এমন ওয়াটার পিউরিফায়ার রাখুন কাছে।
  • হাতে যথেষ্ট নগদ টাকা রাখা জরুরি।
  • মোটা দড়ি যদি ঘরে থাকে, তবে সেটি কাছে এনে রাখুন। কোনও কারণে ঘরে পানি ঢুকলে বা বাসযোগ্য অবস্থা না থাকলে দড়ির সাহায্যে জিনিসপত্র বেঁধে বাঁচানো সম্ভব।
  • জুতোও সঙ্গে রাখুন প্রয়োজনমতো।
  • মোবাইল ফোন সঙ্গে রাখুন। কোনও প্রয়োজন হলে প্রশাসনের হেল্পলাইন নম্বরে ফোন করে দ্রুত সাহায্য চাইতে পারবেন।
  • ল্যাপটপ ও ফোনের মতো নির্দিষ্ট কিছু ইলেকট্রনিক যন্ত্রপাতিই শুধু কাছে রাখুন। যা না থাকলে সমস্যায় পড়তে হতে পারে।