Dhaka 7:45 pm, Tuesday, 2 July 2024

আজিজ-বেনজীরের গ্রেপ্তার প্রসঙ্গে যা বললেন মান্না

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ ও সাবেক আইজিপি বেনজীর আহমেদকে গ্রেপ্তার নিয়ে প্রশ্ন তুলেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। বুধবার (২৯ মে) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধন কর্মসূচিতে এ প্রশ্ন রাখেন তিনি। মাহমুদুর রহমান মান্না বলেন, ‌‘এখন পর্যন্ত কেন আজিজ কিংবা বেনজীরকে গ্রেপ্তার করা হয়নি এবং তাদের নামে মামলা দেওয়া হয়নি। এ ব্যাপারে দাবি তুলে রাজপথে নামতে হবে।’ তিনি বলেন, ‘বেশিদিন নেই। জাতিসংঘের প্রতিনিধি রোজারি বলেছেন, তার কাছে অভিযোগ করা হয়েছে, তোমরা পিসকোরে বাংলাদেশ ও শ্রীলংকা থেকে যে, আর্মি-পুলিশ ও অন্যান্য অফিসারদের নিয়ে এসে চাকরি দিচ্ছো, তারা তো নিজের দেশে মানবতাবিরোধী অপরাধ করেছে। রোজারি বলেছেন, আমরা খুঁজে দেখব, যাদের যাদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আছে তাদেরকে ফেরত পাঠিয়ে দেব।’

আরো পড়ুন:সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

তিনি আরও বলেন, ‘এই যে একজন মানুষ মারা গেল, (এমপি আনার) কে যেন বললেন, এখন আর আওয়ামী লীগকে খোঁজা হচ্ছে না, তাদের দেহের টুকরা খোঁজা হচ্ছে। কত হৃদয় বিদারক বিষয়। খুব বড় বড় করে বলে, তিনবারের এমপি, তিনবারই ভোট ডাকাতি করেছে, তারা ডাকাতের সর্দার। বলে খুব জনপ্রিয় মানুষ। তো এতো জনপ্রিয় হলে সুষ্ঠু ভোট দেন, তারপরে জনপ্রিয়তা মাপা যাবে। আপনি (শেখ হাসিনা) নিজেই তো ঢাকায় খোকা সাহেবের (সাদেক হোসেন খোকা) কাছে হেরেছিলেন। ভালো বলার তো কারণ নাই। এই কারণেই বলি, লজ্জা নাই? যা ইচ্ছা বলেন, যা ইচ্ছা তাই করছেন। দেশ ধ্বংস হয়ে যাচ্ছে, মানুষ মৃত্যুর দিকে যাচ্ছে।’ খালেদা জিয়ার মুক্তি প্রসঙ্গে মান্না বলেন, ‘বিএনপি যদি একটা সভা ডাকে অফিসের সামনে হাজার হাজার মানুষ সয়লাব হয়ে যায়। পারলে প্রতিদিন বিভিন্ন জায়গায় সমাবেশ করেন, মানববন্ধন করেন মানুষের মুক্তির দাবিতে, এই দুস্কৃতকারীদের বিচারের দাবিতে। এখন সবাই এগিয়ে আসেন সত্যি সত্যি দেশ বাঁচাবার লড়াইয়ে। মানুষ বাঁচাবার লড়াইয়ে আমাদের এগিয়ে যেতে হবে।’

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আজিজ-বেনজীরের গ্রেপ্তার প্রসঙ্গে যা বললেন মান্না

Update Time : 05:43:16 pm, Wednesday, 29 May 2024

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ ও সাবেক আইজিপি বেনজীর আহমেদকে গ্রেপ্তার নিয়ে প্রশ্ন তুলেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। বুধবার (২৯ মে) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধন কর্মসূচিতে এ প্রশ্ন রাখেন তিনি। মাহমুদুর রহমান মান্না বলেন, ‌‘এখন পর্যন্ত কেন আজিজ কিংবা বেনজীরকে গ্রেপ্তার করা হয়নি এবং তাদের নামে মামলা দেওয়া হয়নি। এ ব্যাপারে দাবি তুলে রাজপথে নামতে হবে।’ তিনি বলেন, ‘বেশিদিন নেই। জাতিসংঘের প্রতিনিধি রোজারি বলেছেন, তার কাছে অভিযোগ করা হয়েছে, তোমরা পিসকোরে বাংলাদেশ ও শ্রীলংকা থেকে যে, আর্মি-পুলিশ ও অন্যান্য অফিসারদের নিয়ে এসে চাকরি দিচ্ছো, তারা তো নিজের দেশে মানবতাবিরোধী অপরাধ করেছে। রোজারি বলেছেন, আমরা খুঁজে দেখব, যাদের যাদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আছে তাদেরকে ফেরত পাঠিয়ে দেব।’

আরো পড়ুন:সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

তিনি আরও বলেন, ‘এই যে একজন মানুষ মারা গেল, (এমপি আনার) কে যেন বললেন, এখন আর আওয়ামী লীগকে খোঁজা হচ্ছে না, তাদের দেহের টুকরা খোঁজা হচ্ছে। কত হৃদয় বিদারক বিষয়। খুব বড় বড় করে বলে, তিনবারের এমপি, তিনবারই ভোট ডাকাতি করেছে, তারা ডাকাতের সর্দার। বলে খুব জনপ্রিয় মানুষ। তো এতো জনপ্রিয় হলে সুষ্ঠু ভোট দেন, তারপরে জনপ্রিয়তা মাপা যাবে। আপনি (শেখ হাসিনা) নিজেই তো ঢাকায় খোকা সাহেবের (সাদেক হোসেন খোকা) কাছে হেরেছিলেন। ভালো বলার তো কারণ নাই। এই কারণেই বলি, লজ্জা নাই? যা ইচ্ছা বলেন, যা ইচ্ছা তাই করছেন। দেশ ধ্বংস হয়ে যাচ্ছে, মানুষ মৃত্যুর দিকে যাচ্ছে।’ খালেদা জিয়ার মুক্তি প্রসঙ্গে মান্না বলেন, ‘বিএনপি যদি একটা সভা ডাকে অফিসের সামনে হাজার হাজার মানুষ সয়লাব হয়ে যায়। পারলে প্রতিদিন বিভিন্ন জায়গায় সমাবেশ করেন, মানববন্ধন করেন মানুষের মুক্তির দাবিতে, এই দুস্কৃতকারীদের বিচারের দাবিতে। এখন সবাই এগিয়ে আসেন সত্যি সত্যি দেশ বাঁচাবার লড়াইয়ে। মানুষ বাঁচাবার লড়াইয়ে আমাদের এগিয়ে যেতে হবে।’