Dhaka 11:13 pm, Thursday, 29 August 2024

সংঘর্ষের ঘটনায় আহতদের তথ্য জানালো ঢামেক কর্তৃপক্ষ

কোটা আন্দোলনকারী ও ছাত্রলীগের সংঘর্ষে ২৩৪ জন

গতকাল সোমবার (১৫ জুলাই) দুপুর থেকে রাত পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এলাকায় আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় বিভিন্ন সূত্র থেকে আহতদের তথ্য পাওয়া গেলেও একদিন পর আজ আনুষ্ঠানিকভাবে আহতদের পরিসংখ্যান জানালেন ঢামেকের পরিচালক।

হাসপাতালে সূত্রে জানা যায়, আন্দোলনে আহত ঢামেক হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে গুলিবিদ্ধ ছাত্রলীগ নেতা সাজেদুল হাসান ফাহাদ ছাড়া সবাই সাধারণ শিক্ষার্থী। তারা হলেন- ইয়াকুব, কাজী তাহসিন ফেরদৌস অমি, আমিনুর, শুভ, গিয়াস উদ্দিন,  নাসির, মেহেদী, অপি, সিয়াম ও হাসিব। আহত ভর্তি রোগীরা ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ইডেন কলেজ ও ঢাকা কলেজের শিক্ষার্থী।কোটা আন্দোলনে ছাত্রলীগের হামলায় মাথায় গুরুতর আঘাত পেয়ে ঢামেকের ২০০ নম্বর ওয়ার্ডের চিকিৎসাধীন অবজারভেশনে আছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস বিভাগের শিক্ষার্থী সিয়াম। সোমবার (১৫ জুলাই) দুপুরে ভিসি চত্বরে হামলাকারীদের আঘাতে তার মাথায় গুরুতর আঘাত পান। তার স্বজনরা জানান, সিয়ামের অবস্থা ভালো না। তাকে আইসিইউতে নেওয়ার প্রয়োজন হতে পারে।

এর আগে ইডেন কলেজ ছাত্রলীগের হামলায় কলেজের ইডেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সভাপতি শাহিনুর সুমি (২৮) ঢামেকের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। পরে তার অবস্থা একটু স্বাভাবিক হওয়ায় সন্ধ্যা ৭টার দিকে তাকে বাসায় নিয়ে যায় পরিবারের সদস্যরা।

সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রাফিকুজ্জামান ফরিদ বলেন, কোটা সংস্কার আন্দোলনে রাজু ভাস্কর্যের সামনে ইডেন ছাত্রলীগের হামলায় গুরুতর আহত সুমির অবস্থা কিছুটা উন্নতি হওয়ায় নিরাপত্তার স্বার্থে তাকে অন্যত্র নিয়ে যাওয়া হয়েছে।

আরো পড়ুন: কোটা নিয়ে হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

Tag :

One thought on “সংঘর্ষের ঘটনায় আহতদের তথ্য জানালো ঢামেক কর্তৃপক্ষ

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপডেট সংবাদ
বিনামূল্যে ব্রেকিং নিউজ পেতে ok ক্লিক করুন OK .

সংঘর্ষের ঘটনায় আহতদের তথ্য জানালো ঢামেক কর্তৃপক্ষ

Update Time : 01:16:13 pm, Tuesday, 16 July 2024

গতকাল সোমবার (১৫ জুলাই) দুপুর থেকে রাত পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এলাকায় আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় বিভিন্ন সূত্র থেকে আহতদের তথ্য পাওয়া গেলেও একদিন পর আজ আনুষ্ঠানিকভাবে আহতদের পরিসংখ্যান জানালেন ঢামেকের পরিচালক।

হাসপাতালে সূত্রে জানা যায়, আন্দোলনে আহত ঢামেক হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে গুলিবিদ্ধ ছাত্রলীগ নেতা সাজেদুল হাসান ফাহাদ ছাড়া সবাই সাধারণ শিক্ষার্থী। তারা হলেন- ইয়াকুব, কাজী তাহসিন ফেরদৌস অমি, আমিনুর, শুভ, গিয়াস উদ্দিন,  নাসির, মেহেদী, অপি, সিয়াম ও হাসিব। আহত ভর্তি রোগীরা ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ইডেন কলেজ ও ঢাকা কলেজের শিক্ষার্থী।কোটা আন্দোলনে ছাত্রলীগের হামলায় মাথায় গুরুতর আঘাত পেয়ে ঢামেকের ২০০ নম্বর ওয়ার্ডের চিকিৎসাধীন অবজারভেশনে আছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস বিভাগের শিক্ষার্থী সিয়াম। সোমবার (১৫ জুলাই) দুপুরে ভিসি চত্বরে হামলাকারীদের আঘাতে তার মাথায় গুরুতর আঘাত পান। তার স্বজনরা জানান, সিয়ামের অবস্থা ভালো না। তাকে আইসিইউতে নেওয়ার প্রয়োজন হতে পারে।

এর আগে ইডেন কলেজ ছাত্রলীগের হামলায় কলেজের ইডেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সভাপতি শাহিনুর সুমি (২৮) ঢামেকের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। পরে তার অবস্থা একটু স্বাভাবিক হওয়ায় সন্ধ্যা ৭টার দিকে তাকে বাসায় নিয়ে যায় পরিবারের সদস্যরা।

সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রাফিকুজ্জামান ফরিদ বলেন, কোটা সংস্কার আন্দোলনে রাজু ভাস্কর্যের সামনে ইডেন ছাত্রলীগের হামলায় গুরুতর আহত সুমির অবস্থা কিছুটা উন্নতি হওয়ায় নিরাপত্তার স্বার্থে তাকে অন্যত্র নিয়ে যাওয়া হয়েছে।

আরো পড়ুন: কোটা নিয়ে হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ