স্মরণকালের ভয়াবহতম বন্যায় কবলিত দেশ। বন্যার প্রবল পানিতে ফেনী, নোয়াখালী, লক্ষীপুর, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, খাগড়াছড়িসহ আশপাশের ১১ টি জেলা প্লাবিত হয়েছে। বহু ঘরবাড়ি ব্যবসা প্রতিষ্ঠান পানির নিচে তলিয়ে গেছে। পানিবন্দি হয়ে আছে ৫০ লাখেরও বেশি মানুষ। ভেজা কাপড়ে অনাহারে দিন কাটাচ্ছে ওই সকল এলাকার মানুষেরা।
এই মানবিক বিপর্যয়ে বন্যাদুর্গতদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছেন দেশের সব শ্রেণি-পেশার মানুষ। যে যার সাধ্যমত বন্যার্তদের পাশে দাড়াচ্ছেন। এরই ধারাবাহিকতায় বন্যা কবলিত অঞ্চলের বানভাসীদের সহযোগীতায় হাত বাড়িয়ে দিয়েছেন দেশের চলচ্চিত্রশিল্পী, অভিনেতা-অভিনেত্রীরাও।
দেশের এই দূর্যোগময় ক্রান্তিকালে সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে অসহায় বানভাসী মানুষের পাশে সামর্থনুযায়ী সহযোগীতা নিয়ে দাড়ানোর জন্য দেশবাসীর প্রতি অনুরোধ জানিয়েছেন চলচিত্র শিল্পি সমিতি এবং বাংলাদেশ ফ্লিম ক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য চিত্রনায়িকা রিয়ানা রহমান পলি ।
বন্যা শুরুর পর থেকেই এই অভিনেত্রী সোস্যাল মিডিয়া ফেসবুকে বন্যা নিয়ে নানা ধরনের সচেনতামুলক পরামর্শের পাশাপাশি বন্যার্তদের সহযোগীতায় সকলকে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে আসার আহবান জানিয়ে একের পর এক পোষ্ট দিয়ে আসছেন।
এছাড়াও তিনি বন্যার্তদের সহযোগীতায় যারা এগিয়ে এসেছেন তাদেরকে উৎসাহ দেয়ার পাশাপাশি বন্যা নিয়ে কোন প্রকার লাইকি ও টিকটক না করার জন্য নিরুৎসাহিত করেছেন। ইতিমধ্যে পলি চলচিত্র শিল্পি সমিতির উদ্যোগে বন্যার্তদের জন্য অনুদান সহ নানা ধরনের ত্রান সামগ্রী সংগ্রহের জন্য নেয়া কর্মসূচিতে অংশগ্রহনের জন্য চলচিত্র শিল্পিদের প্রতি আহবান জানান। সম্প্রতি বন্যার্তদের জন্য শিল্পি সমিতির ফান্ডে তিনি নগদ অর্থ জমা দেন।
এ ব্যাপারে পলি বলেন,চলমান বন্যায় দেশে আজ চরম ক্রান্তিকাল বয়ে চলছে, বন্যা দূর্গত এলাকার লোকেরা জীবনের ঝুকি নিয়ে নানা কষ্টে মানবেতর জীবন পার করছেন। ইতিমধ্যে বহু লোক মৃত্যুবরন করেছেন। দেশের এই বিপদে আমরা নিজেদের মধ্যে মতবিরোধ না রেখে সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে যে যার সামর্থনুযায়ী বানভাসি অসহায় মানুষদের পাশে দাড়ানো উচিত। সকলে ঐক্যভাবে মোকাবেলা করলেই বন্যার ক্ষতি অনেকটা কাটিয়ে ওঠা সম্ভব হবে। পলি আরও বলেন বন্যাকবলিত এলাকার বাচ্চা ও বৃদ্ধদের ছবি দেখলে গা শিউরে ওঠে। আল্লাহ তাদের সকলকে হেফাজত করুন। বাংলাদেশে স্মরণকালের এ বন্যা প্রতিরোধে সব শ্রেণীর মানুষের সাথে শোবিজ অঙ্গনের ব্যাক্তিরা যেভাবে কাঁধে কাঁধ রেখে সম্মিলিতভাবে কাজ করছে, তাতে আবারো প্রমাণিত হয়েছে বাংলাদেশীরা জীবন বাজি রেখে কাজ করতে পারে।
২০০১ সালে চলচিত্র নির্মাতা মোহাম্মদ হোসেনের ”ফায়ার” ছবি নির্মানের মাধ্যমে চলচিত্রে অভিষেক হয় খুলনার মেয়ে পলির। এ ছবিতে তার বিপরীতে অভিনয় করেন প্রয়াত নায়ক মান্না। প্রথম ছবিতেই ব্যবসা সফলের মুখ দেখায় এরপর পলিকে নিয়ে একের পর এক ছবি নির্মান করেন নামি চলচিত্র নির্মাতারা।
পলি সেসময়কার জনপ্রিয় নায়ক মান্না, শাকিব খান, আমিন খান, অমিত হাসান, রুবেল, আলেকজান্ডার বো সহ বহু নায়কদের বিপরীতে ১১৩ টি ছবিতে অভিনয় করেছেন। যার প্রায় সবগুলো ছবিই ব্যবসা সফল।