Dhaka 5:52 pm, Sunday, 7 July 2024

চট্টগ্রামে পৃথক অভিযানে মাদকসেবীকে দণ্ড, মাটি ব্যবসায়ীকে জরিমানা

চট্রগ্রাম সাতকানিয়া উপজেলায় মোবাইল কোর্টের পৃথক বিশেষ অভিযান পরিচালনা করা হয়। সোমবার (১৮মার্চ) বেলা ১২.০০ টায় গোপন সংবাদের ভিত্তিতে সাতকানিয়া উপজেলার বাজালিয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ড  মাহালিয়া এলাকায় মোবাইল কোর্টের অভিযানে আসু মিয়ার পুত্র আব্দুল খালেক(৪০) নামের এক ব্যক্তিকে গাঁজা সেবনরত অবস্থায় পুলিশ কর্তৃক হাতেনাতে আটক করা হয়। আটককৃত ব্যক্তি স্বেচ্ছায় দোষ স্বীকার করে আদালতের নিকট ক্ষমা প্রার্থনা করেন। 
পরবর্তীতে আসামিকে মোবাইল কোর্টের মাধ্যমে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর আওতায় সংশ্লিষ্ট ধারায় ০৭(সাত) দিনের বিনাশ্রম কারাদন্ড ও ১০০ টাকা অর্থদন্ড প্রদান করা হয়। আসামির কাছ থেকে জরিমানার টাকা আদায় করে চট্টগ্রাম জেলা কারাগারে প্রেরণের নিমিত্ত জেল পরোয়ানামূলে সাতকানিয়া থানায় হস্তান্তর করা হয়।
বিকালে সাতকানিয়া উপজেলার এওচিয়া ইউনিয়নের চুড়ামনি এলাকায় কালু মিয়ার পুত্র আমির হোসেন কে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর আওতায় মোবাইল কোর্টের মাধ্যমে ৫০,০০০/- (পঞ্চাশ হাজার টাকা) জারিমানা প্রদান করা হয়।
উক্ত মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন সাতকানিয়া উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিল্টন বিশ্বাস। অভিযান সম্পর্কে তিনি বলেন, জনস্বার্থে সাতকানিয়া উপজেলা প্রশাসন অভিযান অব্যাহত থাকবে।

চট্টগ্রামে পৃথক অভিযানে মাদকসেবীকে দণ্ড, মাটি ব্যবসায়ীকে জরিমানা

Update Time : 02:54:59 pm, Tuesday, 19 March 2024
চট্রগ্রাম সাতকানিয়া উপজেলায় মোবাইল কোর্টের পৃথক বিশেষ অভিযান পরিচালনা করা হয়। সোমবার (১৮মার্চ) বেলা ১২.০০ টায় গোপন সংবাদের ভিত্তিতে সাতকানিয়া উপজেলার বাজালিয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ড  মাহালিয়া এলাকায় মোবাইল কোর্টের অভিযানে আসু মিয়ার পুত্র আব্দুল খালেক(৪০) নামের এক ব্যক্তিকে গাঁজা সেবনরত অবস্থায় পুলিশ কর্তৃক হাতেনাতে আটক করা হয়। আটককৃত ব্যক্তি স্বেচ্ছায় দোষ স্বীকার করে আদালতের নিকট ক্ষমা প্রার্থনা করেন। 
পরবর্তীতে আসামিকে মোবাইল কোর্টের মাধ্যমে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর আওতায় সংশ্লিষ্ট ধারায় ০৭(সাত) দিনের বিনাশ্রম কারাদন্ড ও ১০০ টাকা অর্থদন্ড প্রদান করা হয়। আসামির কাছ থেকে জরিমানার টাকা আদায় করে চট্টগ্রাম জেলা কারাগারে প্রেরণের নিমিত্ত জেল পরোয়ানামূলে সাতকানিয়া থানায় হস্তান্তর করা হয়।
বিকালে সাতকানিয়া উপজেলার এওচিয়া ইউনিয়নের চুড়ামনি এলাকায় কালু মিয়ার পুত্র আমির হোসেন কে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর আওতায় মোবাইল কোর্টের মাধ্যমে ৫০,০০০/- (পঞ্চাশ হাজার টাকা) জারিমানা প্রদান করা হয়।
উক্ত মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন সাতকানিয়া উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিল্টন বিশ্বাস। অভিযান সম্পর্কে তিনি বলেন, জনস্বার্থে সাতকানিয়া উপজেলা প্রশাসন অভিযান অব্যাহত থাকবে।