Dhaka 10:35 am, Monday, 1 July 2024

এবার কানাডা মাতাতে যাচ্ছেন নগর বাউল জেমস

দেশের ব্যান্ড ইন্ডাস্ট্রির জনপ্রিয় নাম নগর বাউল জেমস। দেশ ও দেশের বাইরে তার ভক্তের সংখ্যা অগণিত। পুরোনো গানই তিনি শ্রোতাদের মাতিয়ে রাখছেন যুগের পর যুগ। গেল মাসে লন্ডন মাতিয়ে আশার পর এবার দলবল নিয়ে তিনি যাচ্ছেন কানাডা। আগামী ২১ শে জুলাই এ আই এ প্রডাকশন এর আয়োজনে এই প্রথম কানাডার উইন্ডসর সিটির কাবোটো ক্লাবে গান শোনাতে যাচ্ছেন নগর বাউল জেমস। আয়োজকরা জানান কানাডার বিভিন্ন শহর ছাড়াও যুক্তরাষ্ট্রের মিশিগান, শিকাগো, নিউ ইয়র্ক সহ বিভিন্ন ষ্টেট থেকে জেমসের গান শুনতে আসবে তার ভক্তরা। এ আই এ প্রডাকশনের কর্নধার মুনতাসির নাসির সৈকত আরটিভিকে জানান, ইতিমধ্যে ৫০ ভাগ টিকিট বিক্রি হয়ে গেছে এবং যারা এখনো টিকেট সংগ্রহ করেননি শেষ হওয়ার আগেই অনলাইন থেকে টিকিট সংগ্রহ করুন এবং আমি আশা করছি সবার সহযোগিতায় দর্শকদের সুন্দর একটি অনুষ্ঠান উপহার দিতে পারবো। কনসার্টটির মিডিয়া পার্টনার হিসাবে আছেন বাংলাদেশের জনপ্রিয় টিভি চ্যানেল আরটিভি। অনুষ্ঠানটির টাইটেল স্পন্সর করেছেন উইন্ডসর সিটির প্রথম বাংলাদেশি রিয়েলেটর রনি হায়দার, সিলভার স্পন্সর করেছেন মটগেজ এজেন্ট তাহমিদ আহমেদ, রিয়েলেটর খোকন নাসির উদ্দিন, রাফি সরদার এছাড়া ফুড পার্টনার হিসেবে আছেন আড্ডা ঘর রেস্টুরেন্ট। 

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপডেট সংবাদ

এবার কানাডা মাতাতে যাচ্ছেন নগর বাউল জেমস

Update Time : 05:45:07 pm, Friday, 7 June 2024

দেশের ব্যান্ড ইন্ডাস্ট্রির জনপ্রিয় নাম নগর বাউল জেমস। দেশ ও দেশের বাইরে তার ভক্তের সংখ্যা অগণিত। পুরোনো গানই তিনি শ্রোতাদের মাতিয়ে রাখছেন যুগের পর যুগ। গেল মাসে লন্ডন মাতিয়ে আশার পর এবার দলবল নিয়ে তিনি যাচ্ছেন কানাডা। আগামী ২১ শে জুলাই এ আই এ প্রডাকশন এর আয়োজনে এই প্রথম কানাডার উইন্ডসর সিটির কাবোটো ক্লাবে গান শোনাতে যাচ্ছেন নগর বাউল জেমস। আয়োজকরা জানান কানাডার বিভিন্ন শহর ছাড়াও যুক্তরাষ্ট্রের মিশিগান, শিকাগো, নিউ ইয়র্ক সহ বিভিন্ন ষ্টেট থেকে জেমসের গান শুনতে আসবে তার ভক্তরা। এ আই এ প্রডাকশনের কর্নধার মুনতাসির নাসির সৈকত আরটিভিকে জানান, ইতিমধ্যে ৫০ ভাগ টিকিট বিক্রি হয়ে গেছে এবং যারা এখনো টিকেট সংগ্রহ করেননি শেষ হওয়ার আগেই অনলাইন থেকে টিকিট সংগ্রহ করুন এবং আমি আশা করছি সবার সহযোগিতায় দর্শকদের সুন্দর একটি অনুষ্ঠান উপহার দিতে পারবো। কনসার্টটির মিডিয়া পার্টনার হিসাবে আছেন বাংলাদেশের জনপ্রিয় টিভি চ্যানেল আরটিভি। অনুষ্ঠানটির টাইটেল স্পন্সর করেছেন উইন্ডসর সিটির প্রথম বাংলাদেশি রিয়েলেটর রনি হায়দার, সিলভার স্পন্সর করেছেন মটগেজ এজেন্ট তাহমিদ আহমেদ, রিয়েলেটর খোকন নাসির উদ্দিন, রাফি সরদার এছাড়া ফুড পার্টনার হিসেবে আছেন আড্ডা ঘর রেস্টুরেন্ট।