Dhaka 12:49 am, Monday, 1 July 2024

বিশ্বকাপ দলে পরিবর্তনের আভাস প্রধান নির্বাচকের

টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচের আগে বেশ চাপে বাংলাদেশ দল। একদিকে ধারাবাহিক পরাজয়, অন্যদিকে চোটের কারণে পেসার শরিফুলের সার্ভিস পাবে না লাল-সবুজেরা। এ ছাড়া ছন্দে নেই টাইগারদের টপ-অর্ডার। সব মিলিয়ে লঙ্কানদের বিপক্ষে মাঠে নামার আগে দলে পরিবর্তনের আভাস দিয়ে রাখলেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। বৃহস্পতিবার (৬ জুন) ডালাসে দলীয় অনুশীলন শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন তিনি। এ সময়ে শরিফুলের চোটের পাশাপাশি ব্যাটারদের অফফর্ম নিয়েও কথা বলেন তিনি। এ নিয়ে প্রধান নির্বাচক বলেন, ‘যুক্তরাষ্ট্রে আসার আগে থেকেই চোট একটা বড় চিন্তার কারণ। আর যুক্তরাষ্ট্রে আসার পর শরিফুলের চোট নিয়ে আমরা বেশ দুশ্চিন্তায়। তার রিকভারি কতটা হয়েছে, সেটা জানতে আরও কিছুদিন সময় লাগবে। তবে, আশার খবর তাসকিন আজকে যে বোলিং করেছেন, তাতে সে খেলবে বলেই আশাবাদী।’

আরও পড়ুন:আইসিসির স্বীকৃতি পেল মেজর লিগ ক্রিকেট

শরিফুলের বদলি প্রসঙ্গে লিপু বলেন, ‘আপনারা জানেন আমরা স্কোয়াডের সঙ্গে একজন বাড়তি পেসার রেখেছি। কিন্তু আমরা শরিফুলকে পেতে আগ্রহী। তাই আমাদের আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। আসলে সব নির্ভর করছে, এই টুর্নামেন্টে আমরা কতদূর যেতে পারব তার ওপর। আমরা ৯ তারিখে আরও একবার তাকে দেখব, যদি মনে হয়, সে আগের থেকে ভালো অবস্থানে থাকে; তাহলে একটা সিদ্ধান্তে হয়তো আমরা পৌঁছাতে পারব।’ টপ-অর্ডারের বিষয়ে তার ভাষ্য, ‘আমাদের টপ-অর্ডার যারা আছেন, তাদের মধ্যে কাউকে না কাউকে ওপেন করতে হবে। এর বাইরে থেকে কারও আসার সুযোগ নেই। তাদের ছন্দে ফেরাতে যা করা দরকার, সেটা কিন্তু কোচরা করছেন। নিশ্চয়ই সেরা কম্বিনেশন বেছে নেওয়া হবে। যেহেতু তাসকিনকে আমরা ফেরত পাচ্ছি, সেটা আমাদের জন্য কিছুটা স্বস্তির। দল কেমন হবে, সেটা নিয়ে আলোচনা হয়েছে, তবে আমরা এখনই বলতে চাইছি না কিছু।’

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপডেট সংবাদ

বিশ্বকাপ দলে পরিবর্তনের আভাস প্রধান নির্বাচকের

Update Time : 03:13:54 pm, Thursday, 6 June 2024

টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচের আগে বেশ চাপে বাংলাদেশ দল। একদিকে ধারাবাহিক পরাজয়, অন্যদিকে চোটের কারণে পেসার শরিফুলের সার্ভিস পাবে না লাল-সবুজেরা। এ ছাড়া ছন্দে নেই টাইগারদের টপ-অর্ডার। সব মিলিয়ে লঙ্কানদের বিপক্ষে মাঠে নামার আগে দলে পরিবর্তনের আভাস দিয়ে রাখলেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। বৃহস্পতিবার (৬ জুন) ডালাসে দলীয় অনুশীলন শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন তিনি। এ সময়ে শরিফুলের চোটের পাশাপাশি ব্যাটারদের অফফর্ম নিয়েও কথা বলেন তিনি। এ নিয়ে প্রধান নির্বাচক বলেন, ‘যুক্তরাষ্ট্রে আসার আগে থেকেই চোট একটা বড় চিন্তার কারণ। আর যুক্তরাষ্ট্রে আসার পর শরিফুলের চোট নিয়ে আমরা বেশ দুশ্চিন্তায়। তার রিকভারি কতটা হয়েছে, সেটা জানতে আরও কিছুদিন সময় লাগবে। তবে, আশার খবর তাসকিন আজকে যে বোলিং করেছেন, তাতে সে খেলবে বলেই আশাবাদী।’

আরও পড়ুন:আইসিসির স্বীকৃতি পেল মেজর লিগ ক্রিকেট

শরিফুলের বদলি প্রসঙ্গে লিপু বলেন, ‘আপনারা জানেন আমরা স্কোয়াডের সঙ্গে একজন বাড়তি পেসার রেখেছি। কিন্তু আমরা শরিফুলকে পেতে আগ্রহী। তাই আমাদের আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। আসলে সব নির্ভর করছে, এই টুর্নামেন্টে আমরা কতদূর যেতে পারব তার ওপর। আমরা ৯ তারিখে আরও একবার তাকে দেখব, যদি মনে হয়, সে আগের থেকে ভালো অবস্থানে থাকে; তাহলে একটা সিদ্ধান্তে হয়তো আমরা পৌঁছাতে পারব।’ টপ-অর্ডারের বিষয়ে তার ভাষ্য, ‘আমাদের টপ-অর্ডার যারা আছেন, তাদের মধ্যে কাউকে না কাউকে ওপেন করতে হবে। এর বাইরে থেকে কারও আসার সুযোগ নেই। তাদের ছন্দে ফেরাতে যা করা দরকার, সেটা কিন্তু কোচরা করছেন। নিশ্চয়ই সেরা কম্বিনেশন বেছে নেওয়া হবে। যেহেতু তাসকিনকে আমরা ফেরত পাচ্ছি, সেটা আমাদের জন্য কিছুটা স্বস্তির। দল কেমন হবে, সেটা নিয়ে আলোচনা হয়েছে, তবে আমরা এখনই বলতে চাইছি না কিছু।’