বেশ কয়েকদিন ধরেই ছাত্র আন্দোলন নিয়ে সরব ছিলেন অভিনেত্রী বাঁধন। রাজপথেও তার কণ্ঠে ছিল প্রতিবাদের সুর। সরকার পতনের পরও সেই ধারাবাহিকতা রক্ষা করছেন এই অভিনেত্রী। তবে নতুন করে শুরু হওয়া সহিংসতা ও অগ্নিসংযোগ নিয়েও উদ্বিগ্ন তিনি।
এ প্রসঙ্গে নিজের ফেসবুকে বাঁধন লিখেছেন, ‘এখনই সহিংসতা ও অগ্নিসংযোগ বন্ধ করুন প্লিজ। আমি সবাইকে শান্ত থাকার এবং শান্তিপূর্ণভাবে বাড়ি ফিরে যাওয়ার অনুরোধ করছি। সাম্প্রদায়িক সহিংসতার খবর গভীরভাবে উদ্বেগজনক এবং তা অবিলম্বে বন্ধ হওয়া উচিত।
আরও পড়ুন: বিকাল ৩টার মধ্যে সংসদ ভাঙার আল্টিমেটাম
আমাদের কষ্টার্জিত স্বাধীনতা অর্থহীন, যদি আমাদের হিন্দু ভাই-বোন এবং অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর আক্রমণ করা হয়। আমরা স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে ছাত্রদের পাশে দাঁড়িয়েছিলাম, কিন্তু বর্তমান সহিংসতা নিন্দনীয়। এই বিপ্লব অযৌক্তিক আক্রমণের কারণে কলঙ্কিত হতে দেওয়া যাবে না। আমরা প্রতিবাদকারীদের কাছে অনুরোধ করছি, শান্ত হয়ে দাঁড়িয়ে থাকুন এবং সেনাবাহিনীকে ছাত্রদের সাথে সরাসরি আলোচনা করতে দিন। যারা আবারও আমাদের জাতিকে রক্ষা করেছে।’
তিনি আরো লিখেছেন, ‘আসুন, আমরা একসাথে একটি শান্তিপূর্ণ সমাধান এবং উজ্জ্বল ভবিষ্যতের জন্য কাজ করি। দয়া করে বাড়ি ফিরে যান এবং সকল ধরনের সহিংসতা প্রত্যাখ্যান করুন।’
One thought on “‘বর্তমান সহিংসতা নিন্দনীয়’”