টানা ১৫ বছর ক্ষমতায় থাকার পর পতন হয়েছে আওয়ামী লীগের। সোমবার (৫ আগস্ট) পদত্যাগ করেন সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপরই পরিবর্তন ঘটেছে দেশের রাজনৈতিক এবং ক্রীড়াঙ্গনেও।
শেখ হাসিনার পদত্যাগের পর দেশের বিভিন্ন অঞ্চলেই আওয়ামী লীগের কার্যালয়ে ভাঙচুর চালায় বিক্ষুব্ধ জনতা। দলীয় কার্যালয়ের পাশাপাশি ভাঙচুর করা হয়েছে ঐতিহ্যবাহী আবাহনী ক্লাবে। ক্লাবের একাধিক সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
আবাহনী ক্লাবে অনেক ট্রফি রয়েছে। হামলায় ট্রফি ভাঙচুরের পাশাপাশি লুটপাটও চালানো হয়েছে। ক্লাব সংশ্লিষ্ট একজন বলেন, ‘অফিসে একটি কাগজও নেই।’
আবাহনী ক্লাবের প্রতিষ্ঠাতা সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাই শেখ কামাল। এই ক্লাবের চেয়ারম্যান, পরিচালকদের অনেকেই আওয়ামী লীগের মন্ত্রী, এমপি। রাজনৈতিক পট পরিবর্তনের সঙ্গে আবাহনী ক্লাবে হামলা ও ক্ষয়ক্ষতি নতুন কিছু নয়। ৭৫ পরবর্তী ও একবিংশ শতাব্দীর শুরুর দিকেও আবাহনী ক্লাবে ভাঙচুর হয়েছে।