বিদেশি ঋণ পরিশোধ ও রিজার্ভ বাড়াতে আন্তর্জাতিক মুদ্রা তহবিলসহ (আইএমএফ) উন্নয়ন সহযোগীদের কাছে আগামী ডিসেম্বরের মধ্যে আট বিলিয়ন ডলার ঋণ খুঁজছে সরকার।
সম্প্রতি বন্যায় বিধ্বস্ত এলাকা পুনর্বাসনের জন্য এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ও বিশ্বব্যাংকের কাছ থেকে তাৎক্ষণিক ঋণ পেতে কাজ করছে বাংলাদেশ।
প্রাথমিক ক্ষয়ক্ষতির হিসাব নিয়ে সরকার এরই মধ্যে এডিবিকে চিঠি দিয়ে বন্যা পুনর্বাসনের জন্য ৩০০ মিলিয়ন ডলার ঋণ চেয়েছে। তারা বিশ্বব্যাংকের কাছে বড় অঙ্কের অর্থ চাইবে, তবে এখনো আনুষ্ঠানিক অনুরোধ করা হয়নি।
বাজেট সহায়তার মধ্যে আইএমএফের কাছ থেকে তিন বিলিয়ন ডলার আশা করা হচ্ছে। সংস্থাটি ইতোমধ্যে চার দশমিক সাত বিলিয়ন ডলার ঋণ দিয়েছে।
অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা ডেইলি স্টারকে জানিয়েছেন—বিশ্বব্যাংক, এডিবি, জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) ও এশিয়ান ইনফ্রাস্টাকচার ইনভেস্টমেন্ট ব্যাংকের (এআইআইবি) কাছ থেকে সরকার পাঁচ বিলিয়ন ডলার সহায়তা চাইবে