Dhaka ০৭:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

মাঠে গড়াতে যাচ্ছে নারী বিপিএল

বাংলাদেশ ক্রিকেটে পুরুষদের জন্য বড় ঘরোয়া টুর্নামেন্ট হলো বিপিএল। তবে নারীদের জন্য কোনো ফ্র্যাঞ্চাইজি লিগের ব্যবস্থা নেই। তবে এবার নারীদের জন্য ফ্র্যাঞ্চাইজি লিগ চালু করার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিপিএলের আদলে হবে নারীদের জন্য ফ্র্যাঞ্চাইজি লিগ। প্রথম আসরের সম্ভাব্য সময় চলতি বছরের ডিসেম্বর কিংবা আগামী বছরের জানুয়ারি। এ তথ্য নিশ্চিত করেছেন বিসিবির নারী উইংয়ের চেয়ারম্যান শফিউল আলম চৌধুরী নাদেল।

আরও পড়ুন:প্রথম কোয়ালিফায়ারে খেলতে পারবেন না মুস্তাফিজ

গত বছরটা দুর্দান্তভাবে কাটিয়েছে বাংলাদেশের মেয়েরা। ভারত, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকার মতো শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে এখন আর হেরে যাওয়া নয়, টাইগ্রেসরা লড়াই করে চোখে চোখ রেখে। নিগার সুলতানা, নাহিদা, মারুফারা এখন বিশ্বব্যাপী পরিচিত তারকা। তাই বিপিএলের মতো একটা ফ্র্যাঞ্চাইজি লিগের বহুদিনের দাবি নিগার-নাহিদাদের। দেরিতে হলেও অবশেষে তা হয়তো আলোর মুখ দেখতে যাচ্ছে। চলতি বছরের শেষে অথবা আগামী বছরের শুরুতেই মাঠে গড়াতে পারে নারীদের প্রিমিয়ার লিগ। যদিও প্রথম বারের আসর হবে ছোট পরিসরে।

নারী বিপিএল নিয়ে নাদেল বলেন, আমি আশাবাদী। ভেন্যু ও সবকিছু সমন্বয় করতে পারলে এ বছরই সেটা শুরু হবে। চারটা দল হলে অল্প সময়ের মধ্যে আমরা সেটা করে ফেলতে পারব। যারা (দল নিতে) আগ্রহী, আমরা তাদের ক্রিকেটীয় ব্যাকগ্রাউন্ডটা দেখব।

One thought on “মাঠে গড়াতে যাচ্ছে নারী বিপিএল

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপডেট সংবাদ
বিনামূল্যে ব্রেকিং নিউজ পেতে ok ক্লিক করুন OK .

মাঠে গড়াতে যাচ্ছে নারী বিপিএল

Update Time : ০৪:৪৪:৪০ অপরাহ্ন, রবিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৪

বাংলাদেশ ক্রিকেটে পুরুষদের জন্য বড় ঘরোয়া টুর্নামেন্ট হলো বিপিএল। তবে নারীদের জন্য কোনো ফ্র্যাঞ্চাইজি লিগের ব্যবস্থা নেই। তবে এবার নারীদের জন্য ফ্র্যাঞ্চাইজি লিগ চালু করার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিপিএলের আদলে হবে নারীদের জন্য ফ্র্যাঞ্চাইজি লিগ। প্রথম আসরের সম্ভাব্য সময় চলতি বছরের ডিসেম্বর কিংবা আগামী বছরের জানুয়ারি। এ তথ্য নিশ্চিত করেছেন বিসিবির নারী উইংয়ের চেয়ারম্যান শফিউল আলম চৌধুরী নাদেল।

আরও পড়ুন:প্রথম কোয়ালিফায়ারে খেলতে পারবেন না মুস্তাফিজ

গত বছরটা দুর্দান্তভাবে কাটিয়েছে বাংলাদেশের মেয়েরা। ভারত, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকার মতো শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে এখন আর হেরে যাওয়া নয়, টাইগ্রেসরা লড়াই করে চোখে চোখ রেখে। নিগার সুলতানা, নাহিদা, মারুফারা এখন বিশ্বব্যাপী পরিচিত তারকা। তাই বিপিএলের মতো একটা ফ্র্যাঞ্চাইজি লিগের বহুদিনের দাবি নিগার-নাহিদাদের। দেরিতে হলেও অবশেষে তা হয়তো আলোর মুখ দেখতে যাচ্ছে। চলতি বছরের শেষে অথবা আগামী বছরের শুরুতেই মাঠে গড়াতে পারে নারীদের প্রিমিয়ার লিগ। যদিও প্রথম বারের আসর হবে ছোট পরিসরে।

নারী বিপিএল নিয়ে নাদেল বলেন, আমি আশাবাদী। ভেন্যু ও সবকিছু সমন্বয় করতে পারলে এ বছরই সেটা শুরু হবে। চারটা দল হলে অল্প সময়ের মধ্যে আমরা সেটা করে ফেলতে পারব। যারা (দল নিতে) আগ্রহী, আমরা তাদের ক্রিকেটীয় ব্যাকগ্রাউন্ডটা দেখব।