Dhaka 4:37 pm, Sunday, 7 July 2024

আজ ঢাকায় আসছেন আইএমও’র মহাসচিব

বাংলাদেশ সফরে আসছেন ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশনের (আইএমও) মহাসচিব আর্সেনিও এন্টোনিও ডোমিনগেজ ভেলাসকো।বুধবার (২৯ মে) রাতে তার ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। মহাসচিব আর্সেনিও এন্টোনিও বৃহস্পতিবার (৩০ মে) রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে সম্মান প্রদর্শন এবং পুষ্পস্তবক অর্পণ করবেন। একই দিনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন এবং নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপির সঙ্গে সাক্ষাৎ করবেন। দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে কর্মকর্তাদের উদ্দেশে বক্তব্য প্রদান করবেন। বিকেলে নৌপরিবহন অধিদপ্তর পরিদর্শন করবেন তিনি। সেখানে এস্টাবলিশমেন্ট অব গ্লোবাল মেরিটাইম ডিসট্রেস এন্ড সেইফটি সিস্টেম এন্ড ইন্টিগ্রেটেড মেরিটাইম নেভিগেশন সিস্টেম (ইজিআইএমএনএস) প্রকল্পের বিষয়ে আর্সেনিও এন্টোনিওকে অবহিত করা হবে।

আরো পড়ুন:আজ ঢাকায় আসছেন অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী

শুক্রবার (৩১ মে) সকালে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম পরিদর্শন করবেন মহাসচিব ডোমিনগেজ। সেখানে ভেসেল ট্রাফিক ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (ভিটিএমআইএস), মহেশখালী এলএনজি টার্মিনাল, মাতারবাড়ী গভীর সমুদ্র বন্দর, সিঙ্গেল বয়া মুরিং ও অন্যান্য বন্দরের ওপর তাকে ব্রিফ করা হবে। সেদিন বিকেলে চট্টগ্রামে শিপ রিসাইক্লিং ইয়ার্ড পরিদর্শন করবেন মহাসচিব ডোমিনগেজ। পরের দিন শনিবার (১ জুন) চট্টগ্রাম মেরিন একাডেমি পরিদর্শন করবেন তিনি। সেখানে বাংলাদেশে মেরিটাইম শিক্ষা ব্যবস্থার ওপর আর্সেনিও এন্টোনিওকে ব্রিফিং করা হবে। চট্টগ্রাম মেরিন একাডেমি, মেরিন ফিশারিজ একাডেমি এবং ন্যাশনাল মেরিটাইম ইন্সটিটিউটের ক্যাডেটরা চট্টগ্রাম মেরিন একাডেমির প্যারেড গ্রাউন্ডে তাকে ‘গার্ড অব অনার’ প্রদান করবেন। ওয়ার্ল্ড মেরিটাইম ইউনিভার্সিটি এবং ইন্টারন্যাশনাল মেরিটাইম ল’ ইনস্টিটিউটের গ্রাজুয়েট ছাত্র কর্তৃক এন্টোনিওকে সংবর্ধনা দেওয়া হবে। সন্ধ্যায় ঢাকায় তার সৌজন্যে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থাকবে।

আরো পড়ুন:ঢাকায় আসছেন মার্কিন উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী

সবশেষ আগামী রোববার (২ জুন) সকালে যুক্তরাজ্যের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন মহাসচিব আর্সেনিও এন্টোনিও ডোমিনগেজ ভেলাসকো।আইএমও জাতিসংঘের শিপিংসংক্রান্ত সর্বোচ্চ বিশেষায়িত সংস্থা। এটি শিপিং সুরক্ষা, নিরাপত্তা এবং জাহাজ দিয়ে সামুদ্রিক ও বায়ুমণ্ডলীয় দূষণ প্রতিরোধের দায়িত্ব নিয়ে বিশ্বব্যাপী কাজ করে থাকে। বর্তমানে আইএমও’র সদস্য রাষ্ট্র মোট ১৭৬টি। সংস্থাটির প্রধান কার্যালয় লন্ডনে অবস্থিত।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আজ ঢাকায় আসছেন আইএমও’র মহাসচিব

Update Time : 02:16:43 pm, Wednesday, 29 May 2024

বাংলাদেশ সফরে আসছেন ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশনের (আইএমও) মহাসচিব আর্সেনিও এন্টোনিও ডোমিনগেজ ভেলাসকো।বুধবার (২৯ মে) রাতে তার ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। মহাসচিব আর্সেনিও এন্টোনিও বৃহস্পতিবার (৩০ মে) রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে সম্মান প্রদর্শন এবং পুষ্পস্তবক অর্পণ করবেন। একই দিনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন এবং নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপির সঙ্গে সাক্ষাৎ করবেন। দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে কর্মকর্তাদের উদ্দেশে বক্তব্য প্রদান করবেন। বিকেলে নৌপরিবহন অধিদপ্তর পরিদর্শন করবেন তিনি। সেখানে এস্টাবলিশমেন্ট অব গ্লোবাল মেরিটাইম ডিসট্রেস এন্ড সেইফটি সিস্টেম এন্ড ইন্টিগ্রেটেড মেরিটাইম নেভিগেশন সিস্টেম (ইজিআইএমএনএস) প্রকল্পের বিষয়ে আর্সেনিও এন্টোনিওকে অবহিত করা হবে।

আরো পড়ুন:আজ ঢাকায় আসছেন অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী

শুক্রবার (৩১ মে) সকালে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম পরিদর্শন করবেন মহাসচিব ডোমিনগেজ। সেখানে ভেসেল ট্রাফিক ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (ভিটিএমআইএস), মহেশখালী এলএনজি টার্মিনাল, মাতারবাড়ী গভীর সমুদ্র বন্দর, সিঙ্গেল বয়া মুরিং ও অন্যান্য বন্দরের ওপর তাকে ব্রিফ করা হবে। সেদিন বিকেলে চট্টগ্রামে শিপ রিসাইক্লিং ইয়ার্ড পরিদর্শন করবেন মহাসচিব ডোমিনগেজ। পরের দিন শনিবার (১ জুন) চট্টগ্রাম মেরিন একাডেমি পরিদর্শন করবেন তিনি। সেখানে বাংলাদেশে মেরিটাইম শিক্ষা ব্যবস্থার ওপর আর্সেনিও এন্টোনিওকে ব্রিফিং করা হবে। চট্টগ্রাম মেরিন একাডেমি, মেরিন ফিশারিজ একাডেমি এবং ন্যাশনাল মেরিটাইম ইন্সটিটিউটের ক্যাডেটরা চট্টগ্রাম মেরিন একাডেমির প্যারেড গ্রাউন্ডে তাকে ‘গার্ড অব অনার’ প্রদান করবেন। ওয়ার্ল্ড মেরিটাইম ইউনিভার্সিটি এবং ইন্টারন্যাশনাল মেরিটাইম ল’ ইনস্টিটিউটের গ্রাজুয়েট ছাত্র কর্তৃক এন্টোনিওকে সংবর্ধনা দেওয়া হবে। সন্ধ্যায় ঢাকায় তার সৌজন্যে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থাকবে।

আরো পড়ুন:ঢাকায় আসছেন মার্কিন উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী

সবশেষ আগামী রোববার (২ জুন) সকালে যুক্তরাজ্যের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন মহাসচিব আর্সেনিও এন্টোনিও ডোমিনগেজ ভেলাসকো।আইএমও জাতিসংঘের শিপিংসংক্রান্ত সর্বোচ্চ বিশেষায়িত সংস্থা। এটি শিপিং সুরক্ষা, নিরাপত্তা এবং জাহাজ দিয়ে সামুদ্রিক ও বায়ুমণ্ডলীয় দূষণ প্রতিরোধের দায়িত্ব নিয়ে বিশ্বব্যাপী কাজ করে থাকে। বর্তমানে আইএমও’র সদস্য রাষ্ট্র মোট ১৭৬টি। সংস্থাটির প্রধান কার্যালয় লন্ডনে অবস্থিত।