Dhaka 8:36 am, Sunday, 23 June 2024

হাওরের বুকে প্রকৃতি ঘেরা “নিরিবিলি রেষ্টুরেন্ট

এই বর্ষায় হাওরে ঘুরতে এসে আপনার জন্য সেরা হতে পারে অষ্টগ্রাম জিরো পয়েন্টের কাছে নিরিবিলি রেষ্টুরেন্ট এন্ড কফি হাউস। অষ্টগ্রাম জিরো পয়েন্ট এলাকায় নির্মিত এই রেষ্টুরেন্ট দিনদিন জনপ্রিয় হয়ে উঠছে। ঢাকা ছাড়াও দেশের বিভিন্ন স্থান থেকে দর্শনার্থীরা এখানে আসছেন প্রকৃতির সাথে সময় কাটাতে। পুরো রেষ্টুরেন্টের চারপাশ মনোরম সময় কাটানোর জন্য প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা। গাছ-গাছালি, পাখির কলতান, রঙ্গিন প্রজাতির পাখি উড়ে বেড়ানো, নানান রকম ফুলের সমারোহ আকৃষ্ট করে দর্শনার্থীদের। 
নিরিবিলি রেষ্টুরেন্টের কটেজ গুলো প্রকৃতিতে ঘেরা। তাই পর্যটকদের কাছে অতি জনপ্রিয় এই রেষ্টুরেন্টটি। পরিবারের সদস্যদের নিয়ে হাওরের পাশে গ্রামীণ পরিবেশে পুরো একটা দিন কাটিয়ে দেওয়ার মতো যথাযথ যায়গা এটি। রেষ্টুরেন্টে ঢুকতেই চোখে পড়ে বাহারী রঙের ফুলে বেষ্টিত এর মনোরম পরিবেশ। যা দর্শনার্থীদের মনকে করে তুলবে প্রফুল্ল।
পর্যটকদের খাবারের জন্য রেষ্টুরেন্টের ভিতরেই রয়েছে হাওরের বিভিন্ন প্রজাতির তাজা মাছ, দেশি হাসের মাংস সহ বিশাল খাবারের সমাহার।
এছাড়াও চাইনিজ ও ফাস্টফুড খাবারের ব্যবস্থা রয়েছে সেখানে। এছাড়া দর্শনার্থীদের চাহিদা অনুযায়ী বারবিকিউ তৈরি করা হয়, পাওয়া যাবে ফ্রেশ লাচ্ছি, কফি, ও সকল প্রকার ঠান্ডা পানীয়। দিনব্যাপী বনভোজন ও বিভিন্ন ধরনের অনুষ্ঠানের জন্যও বেচে নিতে পারেন এই রেষ্টুরেন্টটি। রেষ্টুরেন্টের ভিতরে একসাথে ২/৩টি বড় অনুষ্টানের আয়োজন করা যায়।
নিরিবিলি রেষ্টুরেন্টে কিভাবে যায়? ঢাকা থেকে যারা আসতে চান, আপনারা ঢাকা থেকে ভৈরব হয়ে বাজিতপুর আসবেন, এরপর বাজিতপুর থেকে ট্রলারে করে অষ্টগ্রাম অলওয়েদার সড়কের অষ্টগ্রাম জিরো পয়েন্টে অবস্থিত এই নিরিবিলি রেষ্টুরেন্টে আসতে পারবেন। এছাড়া ব্রাক্ষ্মণবাড়িয়া থেকে নাসিরনগরের চাতলপাড় হয়ে হবিগঞ্জের লাখায় হয়ে অষ্টগ্রাম জিরো পয়েন্ট এলাকায় আসলেই পাবেন এই রেষ্টুরেন্ট।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপডেট সংবাদ

হাওরের বুকে প্রকৃতি ঘেরা “নিরিবিলি রেষ্টুরেন্ট

Update Time : 03:10:21 pm, Monday, 10 June 2024
এই বর্ষায় হাওরে ঘুরতে এসে আপনার জন্য সেরা হতে পারে অষ্টগ্রাম জিরো পয়েন্টের কাছে নিরিবিলি রেষ্টুরেন্ট এন্ড কফি হাউস। অষ্টগ্রাম জিরো পয়েন্ট এলাকায় নির্মিত এই রেষ্টুরেন্ট দিনদিন জনপ্রিয় হয়ে উঠছে। ঢাকা ছাড়াও দেশের বিভিন্ন স্থান থেকে দর্শনার্থীরা এখানে আসছেন প্রকৃতির সাথে সময় কাটাতে। পুরো রেষ্টুরেন্টের চারপাশ মনোরম সময় কাটানোর জন্য প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা। গাছ-গাছালি, পাখির কলতান, রঙ্গিন প্রজাতির পাখি উড়ে বেড়ানো, নানান রকম ফুলের সমারোহ আকৃষ্ট করে দর্শনার্থীদের। 
আরো পড়ুন:৫০শয্যা বিশিষ্ট অষ্টগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অন্ধকার হাসপাতালে মোবাইলের আলোতে চলছে সেবা
নিরিবিলি রেষ্টুরেন্টের কটেজ গুলো প্রকৃতিতে ঘেরা। তাই পর্যটকদের কাছে অতি জনপ্রিয় এই রেষ্টুরেন্টটি। পরিবারের সদস্যদের নিয়ে হাওরের পাশে গ্রামীণ পরিবেশে পুরো একটা দিন কাটিয়ে দেওয়ার মতো যথাযথ যায়গা এটি। রেষ্টুরেন্টে ঢুকতেই চোখে পড়ে বাহারী রঙের ফুলে বেষ্টিত এর মনোরম পরিবেশ। যা দর্শনার্থীদের মনকে করে তুলবে প্রফুল্ল।
আরো পড়ুন:বাংলাদেশ ইসলামী ফ্রন্টের উদ্যোগে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
পর্যটকদের খাবারের জন্য রেষ্টুরেন্টের ভিতরেই রয়েছে হাওরের বিভিন্ন প্রজাতির তাজা মাছ, দেশি হাসের মাংস সহ বিশাল খাবারের সমাহার।
এছাড়াও চাইনিজ ও ফাস্টফুড খাবারের ব্যবস্থা রয়েছে সেখানে। এছাড়া দর্শনার্থীদের চাহিদা অনুযায়ী বারবিকিউ তৈরি করা হয়, পাওয়া যাবে ফ্রেশ লাচ্ছি, কফি, ও সকল প্রকার ঠান্ডা পানীয়। দিনব্যাপী বনভোজন ও বিভিন্ন ধরনের অনুষ্ঠানের জন্যও বেচে নিতে পারেন এই রেষ্টুরেন্টটি। রেষ্টুরেন্টের ভিতরে একসাথে ২/৩টি বড় অনুষ্টানের আয়োজন করা যায়।
নিরিবিলি রেষ্টুরেন্টে কিভাবে যায়? ঢাকা থেকে যারা আসতে চান, আপনারা ঢাকা থেকে ভৈরব হয়ে বাজিতপুর আসবেন, এরপর বাজিতপুর থেকে ট্রলারে করে অষ্টগ্রাম অলওয়েদার সড়কের অষ্টগ্রাম জিরো পয়েন্টে অবস্থিত এই নিরিবিলি রেষ্টুরেন্টে আসতে পারবেন। এছাড়া ব্রাক্ষ্মণবাড়িয়া থেকে নাসিরনগরের চাতলপাড় হয়ে হবিগঞ্জের লাখায় হয়ে অষ্টগ্রাম জিরো পয়েন্ট এলাকায় আসলেই পাবেন এই রেষ্টুরেন্ট।