Dhaka 9:27 am, Sunday, 23 June 2024

পূজা বেদির গোপন তথ্য ফাঁস করলেন ফারাহ খান

বলিউডের আলোচিত সিনেমা ‘জো জিতা ওহি সিকান্দার।’ এতে জটি বেঁধেছিলেন আমির খান ও পূজা বেদি। ১৯৯২ সালে মুক্তিপ্রাপ্ত এই সিনেমাটি ব্যাপক সাফল্য পায় বক্স-অফিসে। সিনেমাটির অন্যতম জনপ্রিয় গান ‘পেহেলা নেশা।’ কিন্তু এ গানের শুটিং করতে গিয়ে সেটে তৈরি হয়েছিল জটিলতা। গানটির কোরিওগ্রাফার ছিলেন ফারাহ খান। সম্প্রতি একটি রেডিওর সাক্ষাৎকারে এই সিনেমায় পূজার শুটিংয়ের একটি গোপন তথ্য ফাঁস করলেন তিনি। জানা গেছে, ‘পেহেলা নেশা’ গানের ১ মিনিট ২৫ সেকেন্ড সময়ে পূজার একটি দৃশ্য রয়েছে। এ দৃশ্যে দেখা যায়, গাড়ির ওপর দাঁড়িয়ে আছেন তিনি। তার পরনে লাল রঙের স্কার্ট। এই দৃশ্যের শুটিংয়ের সময়ে তৈরি হয় জটিলতা।

আরা পড়ুন:বঙ্গবাজার মার্কেটসহ ৪ প্রকল্প উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ফ্যানের বাতাসে পূজার স্কার্ট উড়ে যায়। যা দেখে একজন শুটিং বয় জ্ঞান হারিয়ে ফেলেছিল। ফারাহ খান বলেন, মেরিলিন মনরো স্টাইলে পূজার শুটটি করার পরিকল্পনা আমার ছিল। পূজাকে বলেছিলাম, যখন ফ্যান বন্ধ করা হবে, তখন তুমি তোমার স্কার্ট ধরে রাখবে। তিনি আরও বলেন, প্রথম শুটের দিন একজন স্পট বয় ফ্যানটি ধরে ছিল। যখন ফ্যানটি চালু করা হয়, তখন পূজা তার পরনের স্কার্টটি নিচের দিকে চেপে ধরেনি। আর এ দৃশ্য দেখার পর স্পট বয় জ্ঞান হারিয়ে ফেলে। ওইদিকে পূজা তো বিন্দাস, বিষয়টি নিয়ে তার কোনো মাথা-ব্যথাই ছিল না।প্রসঙ্গত, ‘জো জিতা ওহি সিকান্দার’ সিনেমার মাধ্যমে কোরিওগ্রাফার হিসেবে আত্মপ্রকাশ করেন ফারাহ। আমির-পূজা ছাড়াও সিমোয় চরিত্রে অভিনয় করেছেন আয়েশা ঝুলকা, দীপক তিজোরি, ইমরান খান, দেব মুখার্জি, অঞ্জন শ্রীবাস্তব প্রমুখ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপডেট সংবাদ

পূজা বেদির গোপন তথ্য ফাঁস করলেন ফারাহ খান

Update Time : 11:58:22 am, Thursday, 13 June 2024

বলিউডের আলোচিত সিনেমা ‘জো জিতা ওহি সিকান্দার।’ এতে জটি বেঁধেছিলেন আমির খান ও পূজা বেদি। ১৯৯২ সালে মুক্তিপ্রাপ্ত এই সিনেমাটি ব্যাপক সাফল্য পায় বক্স-অফিসে। সিনেমাটির অন্যতম জনপ্রিয় গান ‘পেহেলা নেশা।’ কিন্তু এ গানের শুটিং করতে গিয়ে সেটে তৈরি হয়েছিল জটিলতা। গানটির কোরিওগ্রাফার ছিলেন ফারাহ খান। সম্প্রতি একটি রেডিওর সাক্ষাৎকারে এই সিনেমায় পূজার শুটিংয়ের একটি গোপন তথ্য ফাঁস করলেন তিনি। জানা গেছে, ‘পেহেলা নেশা’ গানের ১ মিনিট ২৫ সেকেন্ড সময়ে পূজার একটি দৃশ্য রয়েছে। এ দৃশ্যে দেখা যায়, গাড়ির ওপর দাঁড়িয়ে আছেন তিনি। তার পরনে লাল রঙের স্কার্ট। এই দৃশ্যের শুটিংয়ের সময়ে তৈরি হয় জটিলতা।

আরা পড়ুন:বঙ্গবাজার মার্কেটসহ ৪ প্রকল্প উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ফ্যানের বাতাসে পূজার স্কার্ট উড়ে যায়। যা দেখে একজন শুটিং বয় জ্ঞান হারিয়ে ফেলেছিল। ফারাহ খান বলেন, মেরিলিন মনরো স্টাইলে পূজার শুটটি করার পরিকল্পনা আমার ছিল। পূজাকে বলেছিলাম, যখন ফ্যান বন্ধ করা হবে, তখন তুমি তোমার স্কার্ট ধরে রাখবে। তিনি আরও বলেন, প্রথম শুটের দিন একজন স্পট বয় ফ্যানটি ধরে ছিল। যখন ফ্যানটি চালু করা হয়, তখন পূজা তার পরনের স্কার্টটি নিচের দিকে চেপে ধরেনি। আর এ দৃশ্য দেখার পর স্পট বয় জ্ঞান হারিয়ে ফেলে। ওইদিকে পূজা তো বিন্দাস, বিষয়টি নিয়ে তার কোনো মাথা-ব্যথাই ছিল না।প্রসঙ্গত, ‘জো জিতা ওহি সিকান্দার’ সিনেমার মাধ্যমে কোরিওগ্রাফার হিসেবে আত্মপ্রকাশ করেন ফারাহ। আমির-পূজা ছাড়াও সিমোয় চরিত্রে অভিনয় করেছেন আয়েশা ঝুলকা, দীপক তিজোরি, ইমরান খান, দেব মুখার্জি, অঞ্জন শ্রীবাস্তব প্রমুখ।