জলের গানের গায়ক রাহুল আনন্দ। গান গাওয়ার পাশাপাশি বাদ্যযন্ত্র বানানো ছিল তার নেশা। পরম মমতা দিয়ে বেশ কিছু বাদ্যযন্ত্র বানিয়েছিলেন এ শিল্পী।
সোমবার শিল্পীর বাড়িতে থাকা এমন শতাধিক যন্ত্র ভেঙে ফেলেছে দুর্বৃত্তরা।
আরও পড়ুন: সহিংসতা প্রতিরোধ করার আহ্বান জামায়াত আমিরের
শেখ হাসিনার পদত্যাগের পর ধানমন্ডির বত্রিশ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে হামলা চালায় দুর্বৃত্তরা। একই সড়কে থাকতেন জলের গানের শিল্পী রাহুল আনন্দ। সে সময় তার বাড়িতেও ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়।
জলের গানের সাবেক সদস্য সাইফুল ইসলাম জার্নাল জানান, একটি যন্ত্রও অবশিষ্ট নেই। বছরের পর বছর ধরে রাহুল দা নিজ হাতে ইনস্ট্রমেন্টগুলো তৈরি করেছিলেন।
রাহুলের পারিবারিক এক বন্ধু জানিয়েছেন, রাহুল ও তার পরিবারের সদস্যরা শারীরিকভাবে সুস্থ আছেন। তবে তাদের মন একেদম ভেঙে গেছে।
প্রসঙ্গত, বাংলাদেশ সফরের সময় ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ রাহুলের বাড়িতে হাজির হয়েছিলেন। তিনি স্বয়ং রাহুলের বাদ্যযন্ত্রগুলো দেখে মুগ্ধ হয়েছিলেন।
3 thoughts on “রাহুলের বাড়িতে হামলা, বাদ্যযন্ত্র ভাঙচুর”