Dhaka 8:52 am, Sunday, 23 June 2024

সংগীতের কোনো গণ্ডি নেই: নাভেদ পারভেজ

ইন্ডিয়াতে কোনো গান হিট হলে গীতিকার/সুরকারকে সবাই খুঁজে বের করে আনেন। সেখানে তাদের অন্যরকম সম্মান দেওয়া হয়, যেটা আমাদের দেশে কম। কিছু কিছু অ্যাওয়ার্ড প্রোগ্রামে গীতিকার-সুরকারদের কোনো নমিনেশন থাকলেও বেশিরভাগ ক্ষেত্রে তা নেই! তাহলে তারা উৎসাহিত হয়ে ভালো কাজ করবেই বা কীভাবে? অথচ তারাই গানের জন্মদাতা। বিষয়গুলো সত্যি দুঃখজনক।’—কথাগুলো বলেন সংগীত পরিচালক নাভেদ পারভেজ। এক দশকের বেশি সময় ধরে সংগীত পরিচালক ও সুরকার হিসেবে কাজ করছেন তিনি। তবে ‘পরান’ সিনেমার ‘চলো নিরালয়’ গানের পর বেশ জনপ্রিয়তা পান তিনি। সর্বশেষ রায়হান রাফির পরিচালনায় শাকিব খান অভিনীত ‘তুফান’ সিনেমার টাইটেল গানটির সংগীতায়োজন করেছেন নাভেদ। গানটি এরইমধ্যে বেশ প্রশংসা কুড়িয়েছে।

আরো পড়ুন:বঙ্গবাজার মার্কেটসহ ৪ প্রকল্প উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

গানটি প্রসঙ্গে নাভেদ বলেন, ‘তুফানের টাইটেল গানটি আমার জন্য বিশেষ কিছু। কারণ তুফান সিনেমা অনেক বড় একটি প্রজেক্ট। এই ছবি নিয়ে দর্শক মহলে তুমুল আগ্রহ আছে। টাইটেল গানটি প্রকাশের পর দারুণ সাড়া পেয়েছি। সোশ্যাল মিডিয়াতে গানটি নিয়ে প্রচুর আলোচনা হচ্ছে। বিদেশিরাও গানটি নিয়ে রিভিউ দিচ্ছে। এতে একটা বিষয় পরিষ্কার যে, সংগীতের কোনো গণ্ডি নেই।’ জনপ্রিয় এই সংগীত পরিচালক বর্তমানে আমেরিকা প্রবাসী। তবে দেশের বাইরে অবস্থান করলেও নিয়মিত সংগীতের সঙ্গে নিজেকে জড়িয়ে রেখেছেন তিনি। নাভেদ বলেন, ‘চাকরি-পরিবারকে সময় দেওয়ার পাশাপাশি যখন যেখানে থাকি সেখান থেকেই কাজ করার চেষ্টা করি। আসলে আমাদের বিদেশ লাইফ তো রোবটের মতো। নিয়ম মাফিক চলতে হয়। বিদেশে বসে দেশের কাজ করতে কিছুটা অসুবিধা হয়। কিন্তু গানের প্রতি ভালোবাসা ও ইচ্ছাশক্তি থেকে কাজ করি বলে অসুবিধাগুলো বড় বাধা হয়ে দাঁড়ায় না।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপডেট সংবাদ

সংগীতের কোনো গণ্ডি নেই: নাভেদ পারভেজ

Update Time : 10:21:29 am, Thursday, 13 June 2024

ইন্ডিয়াতে কোনো গান হিট হলে গীতিকার/সুরকারকে সবাই খুঁজে বের করে আনেন। সেখানে তাদের অন্যরকম সম্মান দেওয়া হয়, যেটা আমাদের দেশে কম। কিছু কিছু অ্যাওয়ার্ড প্রোগ্রামে গীতিকার-সুরকারদের কোনো নমিনেশন থাকলেও বেশিরভাগ ক্ষেত্রে তা নেই! তাহলে তারা উৎসাহিত হয়ে ভালো কাজ করবেই বা কীভাবে? অথচ তারাই গানের জন্মদাতা। বিষয়গুলো সত্যি দুঃখজনক।’—কথাগুলো বলেন সংগীত পরিচালক নাভেদ পারভেজ। এক দশকের বেশি সময় ধরে সংগীত পরিচালক ও সুরকার হিসেবে কাজ করছেন তিনি। তবে ‘পরান’ সিনেমার ‘চলো নিরালয়’ গানের পর বেশ জনপ্রিয়তা পান তিনি। সর্বশেষ রায়হান রাফির পরিচালনায় শাকিব খান অভিনীত ‘তুফান’ সিনেমার টাইটেল গানটির সংগীতায়োজন করেছেন নাভেদ। গানটি এরইমধ্যে বেশ প্রশংসা কুড়িয়েছে।

আরো পড়ুন:বঙ্গবাজার মার্কেটসহ ৪ প্রকল্প উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

গানটি প্রসঙ্গে নাভেদ বলেন, ‘তুফানের টাইটেল গানটি আমার জন্য বিশেষ কিছু। কারণ তুফান সিনেমা অনেক বড় একটি প্রজেক্ট। এই ছবি নিয়ে দর্শক মহলে তুমুল আগ্রহ আছে। টাইটেল গানটি প্রকাশের পর দারুণ সাড়া পেয়েছি। সোশ্যাল মিডিয়াতে গানটি নিয়ে প্রচুর আলোচনা হচ্ছে। বিদেশিরাও গানটি নিয়ে রিভিউ দিচ্ছে। এতে একটা বিষয় পরিষ্কার যে, সংগীতের কোনো গণ্ডি নেই।’ জনপ্রিয় এই সংগীত পরিচালক বর্তমানে আমেরিকা প্রবাসী। তবে দেশের বাইরে অবস্থান করলেও নিয়মিত সংগীতের সঙ্গে নিজেকে জড়িয়ে রেখেছেন তিনি। নাভেদ বলেন, ‘চাকরি-পরিবারকে সময় দেওয়ার পাশাপাশি যখন যেখানে থাকি সেখান থেকেই কাজ করার চেষ্টা করি। আসলে আমাদের বিদেশ লাইফ তো রোবটের মতো। নিয়ম মাফিক চলতে হয়। বিদেশে বসে দেশের কাজ করতে কিছুটা অসুবিধা হয়। কিন্তু গানের প্রতি ভালোবাসা ও ইচ্ছাশক্তি থেকে কাজ করি বলে অসুবিধাগুলো বড় বাধা হয়ে দাঁড়ায় না।