Dhaka 6:11 pm, Tuesday, 10 September 2024

শেষ মুহূর্তের গোলে পর্তুগালকে হারাল ব্রাজিল

দুবাইয়ে ফিফা বিচ সকার ফুটবল বিশ্বকাপের ১২তম আসরের গ্রুপ পর্বে শ্বাসরুদ্ধকর এক ম্যাচে পর্তুগালের বিপক্ষে ৩-২ গোল ব্যবধানে জয় পেয়েছে ব্রাজিল। রোববার (১৮ ফেব্রুয়ারি) রাতে দুবাই ডিজাইন ডিসট্রিক্ট স্টেডিয়ামে পর্তুগিজদের বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল। ম্যাচের প্রথমার্ধে রদ্রিগো ও দ্বিতীয়ার্ধে কাতারিনোর গোলে ২-০ গোলে এগিয়ে যায় সেলেসাওরা।

আরো পড়ুন:ব্রাজিলকে হারিয়ে অলিম্পিকে আর্জেন্টিনা

এরপর তৃতীয়ার্ধে ম্যাচে ফেরে পর্তুগাল। দলকে সমতায় ফেরান জর্ডান এবং বি মার্টিন্স। তবে নির্ধারিত সময়ের অতিরিক্ত সময়ে জয়সূচক গোলের দেখা পায় ব্রাজিল। মৌরিচিনহোর গোলে শেষ পর্যন্ত জয় নিয়েই মাঠ ছাড়ে সেলেসাওরা। উল্লেখ্য, এবার এই টুর্নামেন্টে ৬ মহাদেশের ১৬টি দেশ অংশ নিয়েছে। এই টুর্নামেন্টের সর্বোচ্চ পাঁচবারের শিরোপাধারী ব্রাজিল। রাশিয়ার দ্বিতীয় সর্বোচ্চ তিনটি শিরোপা রয়েছে। এ ছাড়া পর্তুগালের দুটি এবং ফ্রান্সের একটি শিরোপা আছে।

আরো পড়ুন:আর্জেন্টিনার শঙ্কার দিনে ব্রাজিলের জয়োল্লাস

এবার লাতিন আমেরিকা থেকে আর্জেন্টিনা, ব্রাজিল ও কলম্বিয়া এই টুর্নামেন্টে সুযোগ পেয়েছে। এর মধ্যে ‘বি’ গ্রুপে খেলছে আর্জেন্টিনা। যেখানে তাদের প্রতিপক্ষ স্পেন, ইরান ও তাহিত। অন্যদিকে ‘ডি’ গ্রুপে আছে ব্রাজিল। যেখানে সেলেসাওদের প্রতিপক্ষ ওমান, পর্তুগাল ও মেক্সিকো। টুর্নামেন্টের নিয়মানুসারে, প্রতিটি গ্রুপের শীর্ষ দুই দল কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেবে। এরপর সেমিফাইনাল, তৃতীয়স্থান নির্ধারণী ও ফাইনাল ম্যাচ হবে। আগামী ২৫ ফেব্রুয়ারি টুর্নামেন্টের ফাইনাল ও তৃতীয়স্থান নির্ধারণী ম্যাচ হবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বিনামূল্যে ব্রেকিং নিউজ পেতে ok ক্লিক করুন OK .

শেষ মুহূর্তের গোলে পর্তুগালকে হারাল ব্রাজিল

Update Time : 12:15:34 pm, Monday, 19 February 2024

দুবাইয়ে ফিফা বিচ সকার ফুটবল বিশ্বকাপের ১২তম আসরের গ্রুপ পর্বে শ্বাসরুদ্ধকর এক ম্যাচে পর্তুগালের বিপক্ষে ৩-২ গোল ব্যবধানে জয় পেয়েছে ব্রাজিল। রোববার (১৮ ফেব্রুয়ারি) রাতে দুবাই ডিজাইন ডিসট্রিক্ট স্টেডিয়ামে পর্তুগিজদের বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল। ম্যাচের প্রথমার্ধে রদ্রিগো ও দ্বিতীয়ার্ধে কাতারিনোর গোলে ২-০ গোলে এগিয়ে যায় সেলেসাওরা।

আরো পড়ুন:ব্রাজিলকে হারিয়ে অলিম্পিকে আর্জেন্টিনা

এরপর তৃতীয়ার্ধে ম্যাচে ফেরে পর্তুগাল। দলকে সমতায় ফেরান জর্ডান এবং বি মার্টিন্স। তবে নির্ধারিত সময়ের অতিরিক্ত সময়ে জয়সূচক গোলের দেখা পায় ব্রাজিল। মৌরিচিনহোর গোলে শেষ পর্যন্ত জয় নিয়েই মাঠ ছাড়ে সেলেসাওরা। উল্লেখ্য, এবার এই টুর্নামেন্টে ৬ মহাদেশের ১৬টি দেশ অংশ নিয়েছে। এই টুর্নামেন্টের সর্বোচ্চ পাঁচবারের শিরোপাধারী ব্রাজিল। রাশিয়ার দ্বিতীয় সর্বোচ্চ তিনটি শিরোপা রয়েছে। এ ছাড়া পর্তুগালের দুটি এবং ফ্রান্সের একটি শিরোপা আছে।

আরো পড়ুন:আর্জেন্টিনার শঙ্কার দিনে ব্রাজিলের জয়োল্লাস

এবার লাতিন আমেরিকা থেকে আর্জেন্টিনা, ব্রাজিল ও কলম্বিয়া এই টুর্নামেন্টে সুযোগ পেয়েছে। এর মধ্যে ‘বি’ গ্রুপে খেলছে আর্জেন্টিনা। যেখানে তাদের প্রতিপক্ষ স্পেন, ইরান ও তাহিত। অন্যদিকে ‘ডি’ গ্রুপে আছে ব্রাজিল। যেখানে সেলেসাওদের প্রতিপক্ষ ওমান, পর্তুগাল ও মেক্সিকো। টুর্নামেন্টের নিয়মানুসারে, প্রতিটি গ্রুপের শীর্ষ দুই দল কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেবে। এরপর সেমিফাইনাল, তৃতীয়স্থান নির্ধারণী ও ফাইনাল ম্যাচ হবে। আগামী ২৫ ফেব্রুয়ারি টুর্নামেন্টের ফাইনাল ও তৃতীয়স্থান নির্ধারণী ম্যাচ হবে।