বিশৃঙ্খলাকারীদের বিএনপিতে ঠাঁই নেই বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, দলের নাম নিয়ে যারাই বিশৃঙ্খলা করবে তাদের আইনশৃঙ্খলা বাহিনীর হাতে সোপর্দ করা হবে।
শনিবার কুমিল্লার লালমাই উপজেলায় বন্যাকবলিত মানুষের মাঝে ত্রাণ বিতরণ পূর্ব বক্তব্যে তিনি এ কথা বলেন।
ছাত্র জনতার বিজয়কে নসাৎ করতে একটি মহল নানা চক্রান্ত করছে মন্তব্য করে বিএনপি মহাসচিব বলেন, এসব বিভিন্ন মিডিয়ায় প্রচার করে নিজেদের মধ্যে বিভেদ তৈরি করা হচ্ছে।
দেশে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনতে অন্তর্বর্তীকালীন সরকারকে সময় দেয়া প্রয়োজন বলেও জানান মির্জা ফখরুল।
নিউজ/শামীম/স-দি