Dhaka 4:36 pm, Tuesday, 10 September 2024

ভারতে নারী, শিশু ও পশুরা নিরাপদ নয় : জন আব্রাহাম

লকাতার আরজি করের মতো সরকারি হাসপাতালে চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় গোটা ভারতে তোলপাড়। এমন সময় ‘পাঠান’ অভিনেতা মন্তব্য করেছেন ভারতে নারী, শিশু ও পশুরা নিরাপদ নয়।

বেদা’ সিনেমার প্রচারে এসে এমন মন্তব্য করেছেন জন আব্রাহাম। ঠিক কী বলেছেন জন?

জন আব্রাহামের ভাষ্য, ‘ভারতে নারী, শিশু এবং অন্যন্য প্রাণীরা নিরাপদ নয়। এটা দুঃখজনক। ভারতীয় পুরুষদের বুঝতে হবে নারীদের সঙ্গে কীভাবে আচরণ করতে হবে। প্রতিটি নারী কিন্তু সেই পুরুষের যোগ্য যিনি কি না তাঁর রক্ষক হিসাবে কাজ করেন। আমি ভারতকে ভালোবাসি, আর তাই এদেশের কিছু ব্যবস্থার সমালোচনা করাও আমার জন্য প্রয়োজন। দেশপ্রেম এবং জিঙ্গোইজমের মধ্যে পার্থক্য আছে। শুধু ভারত মহান বললে আপনি দেশের সত্যিকারের প্রেমিক হয়ে ওঠেন না। আপনি যখন সমাজে পরিবর্তন আনতে কাজ করেন তখনই আপনি একজন সত্যিকারের দেশপ্রেমিক হয়ে ওঠেন।’

জন আরও বলেছেন, ‘আমার জীবনের অন্যতম লক্ষ্য হল, আমার এই ছোট্ট পৃথিবীর মধ্যে যে সমাজ, তাতে পরিবর্তন আনা। আমি পশুদেরও মর্যাদা দিতে চাই। ভারতে পশুরা মোটেও ভালো নেই। এটা দুঃখজনক যে তাঁদের নিরাপত্তার জন্য কোন আইন প্রণয়ন করা হয়নি। এই মুহুর্তে, আপনি আমার সঙ্গে তর্কও করতে পারবেন না যদি আমি বলি এদেশে নারী, শিশু এবং প্রাণীরা নিরাপদ নয়। পারবেন কি এটা নিয়ে তর্ক করতে? পারবেন না।’

কলকাতার আরজি কর হাসপাতাল কাণ্ডে আলিয়া ভাট, পরিণীতি চোপড়া, বিজয় ভার্মা থেকে রিচা চাড্ডা, বহু তারকাই সোশ্যাল মিডিয়ায় এই বিষয়টি নিয়ে সরব হয়েছেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বিনামূল্যে ব্রেকিং নিউজ পেতে ok ক্লিক করুন OK .

ভারতে নারী, শিশু ও পশুরা নিরাপদ নয় : জন আব্রাহাম

Update Time : 05:32:26 pm, Friday, 23 August 2024

লকাতার আরজি করের মতো সরকারি হাসপাতালে চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় গোটা ভারতে তোলপাড়। এমন সময় ‘পাঠান’ অভিনেতা মন্তব্য করেছেন ভারতে নারী, শিশু ও পশুরা নিরাপদ নয়।

বেদা’ সিনেমার প্রচারে এসে এমন মন্তব্য করেছেন জন আব্রাহাম। ঠিক কী বলেছেন জন?

জন আব্রাহামের ভাষ্য, ‘ভারতে নারী, শিশু এবং অন্যন্য প্রাণীরা নিরাপদ নয়। এটা দুঃখজনক। ভারতীয় পুরুষদের বুঝতে হবে নারীদের সঙ্গে কীভাবে আচরণ করতে হবে। প্রতিটি নারী কিন্তু সেই পুরুষের যোগ্য যিনি কি না তাঁর রক্ষক হিসাবে কাজ করেন। আমি ভারতকে ভালোবাসি, আর তাই এদেশের কিছু ব্যবস্থার সমালোচনা করাও আমার জন্য প্রয়োজন। দেশপ্রেম এবং জিঙ্গোইজমের মধ্যে পার্থক্য আছে। শুধু ভারত মহান বললে আপনি দেশের সত্যিকারের প্রেমিক হয়ে ওঠেন না। আপনি যখন সমাজে পরিবর্তন আনতে কাজ করেন তখনই আপনি একজন সত্যিকারের দেশপ্রেমিক হয়ে ওঠেন।’

জন আরও বলেছেন, ‘আমার জীবনের অন্যতম লক্ষ্য হল, আমার এই ছোট্ট পৃথিবীর মধ্যে যে সমাজ, তাতে পরিবর্তন আনা। আমি পশুদেরও মর্যাদা দিতে চাই। ভারতে পশুরা মোটেও ভালো নেই। এটা দুঃখজনক যে তাঁদের নিরাপত্তার জন্য কোন আইন প্রণয়ন করা হয়নি। এই মুহুর্তে, আপনি আমার সঙ্গে তর্কও করতে পারবেন না যদি আমি বলি এদেশে নারী, শিশু এবং প্রাণীরা নিরাপদ নয়। পারবেন কি এটা নিয়ে তর্ক করতে? পারবেন না।’

কলকাতার আরজি কর হাসপাতাল কাণ্ডে আলিয়া ভাট, পরিণীতি চোপড়া, বিজয় ভার্মা থেকে রিচা চাড্ডা, বহু তারকাই সোশ্যাল মিডিয়ায় এই বিষয়টি নিয়ে সরব হয়েছেন।