Dhaka 9:20 am, Sunday, 23 June 2024

ইন্টার মায়ামির হয়েই ক্লাব ক্যারিয়ারের ইতি টানতে চান মেসি

ফুটবল সৌন্দর্যের এক অনিন্দ্য রূপকথার রাজকুমার আর্জেন্টাইন ফুটবল জাদুকর লিওনেল মেসি। বর্নাঢ্য ফুটবল ক্যারিয়ারের অন্তিম পর্যায়ে চলে এসেছেন ‘এলএমটেন’। অবসর ভাবনা নিয়ে ইদানিং প্রায়ই প্রশ্নের মুখে পড়তে হয় এই মহাতারকাকে। আবারও একই প্রশ্নের মুখোমুখি হলেন ফুটবল জাদুকর। ৩৬ বছর বয়সী মেসি বললেন, ক্লাব ক্যারিয়ারের ইতি টানতে চান ইন্টার মায়ামির হয়েই। রেকর্ড আটবারের ব্যালন ডি’অর বিজয়ী এই মহাতারকা গত বছরের গ্রীষ্মে প্যারিস সেন্ট-জার্মেই থেকে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকার ক্লাবের অন্তর্ভুক্ত ক্লাব ইন্টার মায়ামিতে যোগ দেন। যেটি ছিল ইউরোপের বাইরে তার প্রথমবার কোনো ক্লাবে যুক্ত হওয়া। বর্তমানে তিনি ওই ক্লাবের হয়ে মাঠ মাতাচ্ছেন। চলতি মাসের শুরুতে ‘এলএমটেন’ ব্যাখ্যা করেছিলেন তিনি আর্জেন্টিনার হয়ে ২০২৬ সালের বিশ্বকাপে অংশগ্রহণ করবেন কিনা। সে বিষয়ে এখনো সিদ্ধান্ত নেননি। এবার ইএসপিএনের সঙ্গে আলাপচারিতায় বিশ্বকাপ জয়ী তারকা মনের আগল খুলে বলেছেন অবসর ভাবনা, কাতার বিশ্বকাপ জয় পরবর্তী সময়ের ভাবনার বদল, ফুটবলের প্রতি তার সীমাহীন ভালোবাসা, ফুটবলকে বিদায় বলার ভাবনা মাথায় এলে মনের গহীনে জেগে ওঠা অজানা ভয়’সহ অনেক বিষয় নিয়ে।

আরো পড়ুন:আইসিসির স্বীকৃতি পেল মেজর লিগ ক্রিকেট

৩৬টি বসন্ত পেড়িয়ে আগামী ২৪ জুনেই ৩৭ পা দিবেন মেসি। বলতে গেলে ক্যারিয়ারের পড়ন্ত বিকেলে এসে পড়েছেন ফুটবলের এ মহানায়ক। ‘বয়সী’ মেসি প্রত্যাশা কতটা পূরণ করতে পারবেন, তা মাঠের লড়াই শুরু হলেই আঁচ পাওয়া যাবে। তবে ফুটবলকে বিদায় জানানোর বিষয়ে তিনি ঠিক মনস্থির করতে পারেননি এখনও। বিশ্বকাপজয়ী এই ফুটবলার বলেন, ফুটবলকে বিদায় জানাতে আমি এ মুহূর্তে রাজি না। আমি অনুশীলন, ম্যাচ উপভোগ করছি। সবকিছুর ইতি টানার যে ভয় সেটা আমার মাঝেও রয়েছে। আমি মনে করি ইন্টার মায়ামিই আমার শেষ ক্লাব হবে। এলএমটেন আরও বলেন, ইউরোপ ছেড়ে এখানে আসা একটি কঠিন পদক্ষেপ ছিল। আমি জিনিসগুলি উপভোগ করার চেষ্টা করি। এ কারণেই আমি সবকিছুকে অনেক বেশি উপভোগ করি। মেসি বলেন, আমার পাশে সতীর্থ এবং বন্ধুরা থাকায় সৌভাগ্যের সঙ্গে ইন্টার মায়ামিতে ভালো সময় কাটাচ্ছি। জাতীয় দলের সঙ্গে আমার ভালো সময় কাটছে, যেখানে আমার সতীর্থ এবং বন্ধুরাও আছে। আমি জানি যখন আর খেলবো না তখন ফুটবল মিস করবো। গত বছরের জুলাইয়ে ফরাসি ক্লাব পিএসজি থেকে ইন্টার মায়ামিতে যোগ দেন মেসি। বর্তমান ক্লাবটির সঙ্গে মেসির চুক্তি রয়েছে ২০২৫ সাল পর্যন্ত।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপডেট সংবাদ

ইন্টার মায়ামির হয়েই ক্লাব ক্যারিয়ারের ইতি টানতে চান মেসি

Update Time : 11:42:42 am, Thursday, 13 June 2024

ফুটবল সৌন্দর্যের এক অনিন্দ্য রূপকথার রাজকুমার আর্জেন্টাইন ফুটবল জাদুকর লিওনেল মেসি। বর্নাঢ্য ফুটবল ক্যারিয়ারের অন্তিম পর্যায়ে চলে এসেছেন ‘এলএমটেন’। অবসর ভাবনা নিয়ে ইদানিং প্রায়ই প্রশ্নের মুখে পড়তে হয় এই মহাতারকাকে। আবারও একই প্রশ্নের মুখোমুখি হলেন ফুটবল জাদুকর। ৩৬ বছর বয়সী মেসি বললেন, ক্লাব ক্যারিয়ারের ইতি টানতে চান ইন্টার মায়ামির হয়েই। রেকর্ড আটবারের ব্যালন ডি’অর বিজয়ী এই মহাতারকা গত বছরের গ্রীষ্মে প্যারিস সেন্ট-জার্মেই থেকে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকার ক্লাবের অন্তর্ভুক্ত ক্লাব ইন্টার মায়ামিতে যোগ দেন। যেটি ছিল ইউরোপের বাইরে তার প্রথমবার কোনো ক্লাবে যুক্ত হওয়া। বর্তমানে তিনি ওই ক্লাবের হয়ে মাঠ মাতাচ্ছেন। চলতি মাসের শুরুতে ‘এলএমটেন’ ব্যাখ্যা করেছিলেন তিনি আর্জেন্টিনার হয়ে ২০২৬ সালের বিশ্বকাপে অংশগ্রহণ করবেন কিনা। সে বিষয়ে এখনো সিদ্ধান্ত নেননি। এবার ইএসপিএনের সঙ্গে আলাপচারিতায় বিশ্বকাপ জয়ী তারকা মনের আগল খুলে বলেছেন অবসর ভাবনা, কাতার বিশ্বকাপ জয় পরবর্তী সময়ের ভাবনার বদল, ফুটবলের প্রতি তার সীমাহীন ভালোবাসা, ফুটবলকে বিদায় বলার ভাবনা মাথায় এলে মনের গহীনে জেগে ওঠা অজানা ভয়’সহ অনেক বিষয় নিয়ে।

আরো পড়ুন:আইসিসির স্বীকৃতি পেল মেজর লিগ ক্রিকেট

৩৬টি বসন্ত পেড়িয়ে আগামী ২৪ জুনেই ৩৭ পা দিবেন মেসি। বলতে গেলে ক্যারিয়ারের পড়ন্ত বিকেলে এসে পড়েছেন ফুটবলের এ মহানায়ক। ‘বয়সী’ মেসি প্রত্যাশা কতটা পূরণ করতে পারবেন, তা মাঠের লড়াই শুরু হলেই আঁচ পাওয়া যাবে। তবে ফুটবলকে বিদায় জানানোর বিষয়ে তিনি ঠিক মনস্থির করতে পারেননি এখনও। বিশ্বকাপজয়ী এই ফুটবলার বলেন, ফুটবলকে বিদায় জানাতে আমি এ মুহূর্তে রাজি না। আমি অনুশীলন, ম্যাচ উপভোগ করছি। সবকিছুর ইতি টানার যে ভয় সেটা আমার মাঝেও রয়েছে। আমি মনে করি ইন্টার মায়ামিই আমার শেষ ক্লাব হবে। এলএমটেন আরও বলেন, ইউরোপ ছেড়ে এখানে আসা একটি কঠিন পদক্ষেপ ছিল। আমি জিনিসগুলি উপভোগ করার চেষ্টা করি। এ কারণেই আমি সবকিছুকে অনেক বেশি উপভোগ করি। মেসি বলেন, আমার পাশে সতীর্থ এবং বন্ধুরা থাকায় সৌভাগ্যের সঙ্গে ইন্টার মায়ামিতে ভালো সময় কাটাচ্ছি। জাতীয় দলের সঙ্গে আমার ভালো সময় কাটছে, যেখানে আমার সতীর্থ এবং বন্ধুরাও আছে। আমি জানি যখন আর খেলবো না তখন ফুটবল মিস করবো। গত বছরের জুলাইয়ে ফরাসি ক্লাব পিএসজি থেকে ইন্টার মায়ামিতে যোগ দেন মেসি। বর্তমান ক্লাবটির সঙ্গে মেসির চুক্তি রয়েছে ২০২৫ সাল পর্যন্ত।